মোবাইল দিয়ে সহজে ফ্রি ওয়েব সাইট কিভাবে খুলবেন


ওয়েবসাইট কি? বা কাকে বলে?
কিভাবে মোবাইল দিয়ে ফ্রি ওয়েব সাইট খোলা যায়?


how to open a free web blog by mobile. ফ্রি ওয়েব সাইট মোবাইল দিয়ে কিভাবে খোলবেন।



আসসালামু আলাইকুম!!

প্রিয় বন্ধুরা!  আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব সহজে মোবাইল দিয়ে কিভাবে  ওয়েব সাইট খোলা যায়। বর্তমান যুগে যদি আপনার একটি ওয়েব সাইট থাকে তবে মানতে হবে আপনি তাদের থেকে আলাদা যাদের ওয়েব সাইট নেই। আর কিছু না হোক অন্তত ওয়েব সাইট সম্পর্কে পনার কিছু জানা আছে এটা মানতে হবে।


ওয়েবসাইট কেন বানাবেন?

আপনারকে বিশ্ববাসির কাছে তুলে ধরার জন্য ওয়েবসসাইট একটি বড় প্লাটফর্ম। অবসর সময়ে কিছু লিখার অভ্যাস হবে। আর ভলো কন্টেন্ট লিখতে পারলে তো ভিজিটর বাড়বে সাথে টাকাও পেতে পারেন।


যাই হোক আসল কথায় আসি,

সহজে ববলতে গেলে ওয়েবসাইট মানে হচ্ছে ইন্টারনেটের যেখানে ছবি, অডিও ,ভিডও বিভিন্ন পেইজ আকারে সাজিয়ে রাখা হয় তাই ওয়েবসাইট।




যদি আপনি ওয়েব পেইজ বা সাইট খুলতে চান তবে এরকম অনেক ওয়েব সাইট আছে।তার মধ্যে সেরা হচ্ছে wordpress.com আর blogspot.com


এবার প্রশ্ন জাগে ওয়ার্ডপ্রেস ভালো নাকি ব্লগসপট ভালো? wordpress vs blogspot এর মাঝে আমি ব্লগসপট নিয়েছি।


আমার কাছে blogspot.com ভালো মনে হয়েছে তার কারণ এটা গুগোলের প্রোডাক্ট, এডসেন্সে যুক্ত করা সহজ এবং সিকিউরিটিও ভালো।আপনি চাইল যে কোনো একটিতে খুলতে পারেন।

আমরা আজ এখনে blogspot.com থেকে কিভাবে ওয়েবসাইট খুলতে হয় তা আলোচনা করব।


প্রথমে আপনাকে গুগোলকক্রোম ব্রাউজার থেকে blogger.com এ যেতে হবে।তারপর আপনার ইমেল পাসওয়ার দিয়ে লগিন করতে হবে যদি লগিন করা না থাকে। এবার দেখতে পাবেন create your blog or website . এখানে ক্লিক করলে আপার সামনে আরেকটি পেইজ আসবে।


প্রথমে টাইটেলে আপনার ওয়েবসাইটের টাইটেল নামটা দিন, তবে এটা যে কোন সময় পরিবর্তন করতে পারবেন।  তারপর---- নিচে একটি উনিক ওয়েবসাইট নাম দিন,এটাই আপনার ওয়েবসাইটের নাম হবে।এটা আর পরিবর্তন করা যাবে না।


নাম সিলেক্ট করা হলে নিচে থেকে যে কোনো একটি থিম সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে এগিয়ে যান।  হয়ে গেল আপনার ওয়েব সাইট।


এবার আপনাকে একটি থিম ডাউনলোড করে ইন্সটল করতে হবে restore & back up  অপশন থেকে, তারপর কাস্টমাইজ করতে হবে আপনার মনে মত করে।

ওয়েবসাইট খোলা হয়ে গেছে এখন আপনি সাইটটিকে সাজাবেন। পরে আমরা আলোচনা করব কিভাবে সাইটি সাজাবে? ওয়েবসাইটে ফেসবুক পেইজ ,আইডি, যুক্ত করা, এগুলো সব পরে আলোচনা করা হবে যদি আপনাদের সাড়া পাই।




২৯টি মন্তব্য:

  1. অনেক গুরত্তপূণ এবং উপকারী একটা আর্টিকেল পরে অনেক ভাল লাগলো,আর আপনি মোবাইল দিয়ে ওয়েবসাইট চালাতে এই ফোনটি দেখতে পারেন।

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন। আমিও ব্লগার থেকে ১টি ওয়েবসাইট বানিয়েছি
    Nu Notice

    উত্তরমুছুন
  3. আপনার কোম্পানির / ব্যাবসা অথবা ব্যক্তিগত নিজের জন্য ফ্রিতে ওয়েব সাইট তৈরি করুন

    কিভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট খোলা যায়

    উত্তরমুছুন
  4. অনেক গুরত্তপূণ এবং উপকারী একটা আর্টিকেল পরে অনেক ভাল লাগলো,আর আপনি মোবাইল দিয়ে ওয়েবসাইট চালাতে এই ফোনগুলো দেখতে পারেন।

    উত্তরমুছুন
  5. কিভাবে ফেসবুক পেজ যুক্ত করা যায় দয়া করে বলবেন?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. blogger a layout options a jaben okhane facebook er html a "#" ache okhane #er bodle apnar facebook link replace korben diye save korben

      মুছুন
  6. কি ভাবে আমি সহজে একটি ওয়েবসাইটখুলবো

    উত্তরমুছুন
  7. wow! Really amazing article. It's really so much helpul. I tried this one for myself bcz i need it more professional so i recommend it to you guys https://www.daraz.com.bd/-i141698604-s1065464122.html

    উত্তরমুছুন
  8. সংবাদ, তথ্য এবং ইতিহাস সম্পর্কে জানতে এখানে প্রবেশ করুন : hasnat208.wordpress.com/author/hasnatasifkushal/

    উত্তরমুছুন
  9. ভালো লাগলো, অবশ্যই সাপোর্ট পাবেন

    উত্তরমুছুন
  10. বাংলাদেশের সেরা তথ্য বহুল ব্লগ InfoTimesBD.info

    উত্তরমুছুন
  11. বন্ধু আমার ওয়েবসাইট গুগল সার্চে এড করতে পারছিনাhttml সফল দেখায়না এখন আমার উপায় কি?

    উত্তরমুছুন

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.