জরুরি ভিত্তিতে একজন আলেমা আবশ্যক।

একজন আলেমা আবশ্যক


আলেমা ও হাফেজা আবশ্যক, নিয়োগ বিজ্ঞপ্তি ।শিইক্ষক আবশ্যক মাদ্রাসার


জরুরি  ভিত্তিতে একটি ক্বওমী মহিলা মাদ্রাসার জন্য একজন সুন্নতের অনুসারী আলেমা আবশ্যক।


তারবিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসার জন্য একজন দক্ষ্য আলেমা আবশ্যক।

বেতন- ৫০০০---৬০০০ টাকা

ঠিকানা--- উত্তর খান,উত্তরা ঢাকা

যোগাযোগ ---
মাদ্রাসার মুহতামিম
01727-450475


কওমী মাদ্রাসার ভাই বোনদের জন্য সুখবর!
আপনারা অনেকে অনেক পেশায় জড়িত। যেমন, ওয়াজ মাহফিল, কেউ ব্যবসা, কেউ শিক্ষা দেয়ার কাজে আবার কেউ বা অন্য কাজে।
যারা মসজিদ মাদ্রাসার কথা ভাবছেন তাদের জন্যই মূলত শুখবর।


আপনাদের সুবিধার্থে আমরা কাজ করছি।
খেদমত ও চাকুরি নিয়ে আমাদের একটি ফেসবুক পেজ আছে , ওখানে আমরা সব ধরনের বিজ্ঞপ্তি প্রচার করে থাকি। তাছাড়া অনেক মাদ্রাসার মুহতামিম সাহেবগণ জরুরী প্রয়োজনে মাদ্রাসার জন্য হাফেয ,আলেম বা আলেমা চেয়ে ইনবক্স করে থাকেন যা আমরা আমাদের পেজে পোস্ট করে থাকি। তাই যারআআ মাদ্রাসা মসজিদে খেদমত করতে আগ্রহী তারা আমাদের ফেসবুকের পেজে যুক্ত থাকতে পারেন।


অথবা আপনাদের যোগ্যতাসহ বিস্তারিত বায়োডাটা লিখী যোগাগের মাধ্যম লিখে আমাদের ইনবক্স করলে আমরা তা আমাদের পেজে পোস্ট করে দেব। যেহেতু এটি একটি ব্লগ সাইট তাই এখানে এত কম লেখার ণ্নোটিশ পোস্ট করা যাবে না।



আমাদের সাথে ফেসবুকে যুক্ত থাকতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.