ইংরেজি Tense শিখুন ১০ মিনিটে । English Tense in 10 minutes.
মাত্র দশ মিনিটে শিখে নিন ইংরেজি Tense.
Learn English Tense in 10 minutes in Banga.
What is tense?
কাজ সম্পাদিত হওয়ার সময়কে কাল বা Tense বলে।
Tense এর বাংলা অর্থ কাল, সময়, Tense কে ইংরেজি ভাষার প্রাণ Soul of English language বলা হয়। বলা হয় যে Tense ভালোমত বুঝতে পারে সে ৮০% ইংরেজিতে কথা বলতে পারবে। তারপর যতবেশি শব্দভাণ্ডার অর্জন করকে ততই ভাষায় দক্ষ হবে।
Tense প্রধানত তিন প্রকার----
1.Present Tense বা বর্তমান কাল।2.Past Tense বা অতীতকাল।
3.Future Tense বা ভবিষ্যৎ কাল।
1. Present Tense:
কাজ সম্পাদিত হওয়া যদি বর্তমান সময়ে হয় তবে তাকে Present Tense বলে।
She is going to school. সে স্কুলে যাচ্ছে।
She has gone to school. সে স্কুলে গিয়েছে।
She has been going to school for 20 minutes. সে ২০ মিনিট ধরে স্কুলে যাচ্ছে।
2.Past Tense: কাজ যদি অতীত সময়ে সম্পাদিত হয় তবে তাকে Past Tense বলে।
যেমন---I went. আমি গিয়েছিলাম।
He was going. সে যাচ্ছিল।
You had gone before I came. আমি আসার পূর্বে তুমি গিয়েছিলে।
They had been going for 2hours. তারা ২ঘন্টা যাবৎ যাচ্ছিল।
3.Future Tense : কাজ যদি ভবিষ্যৎ সময়ে সম্পাদিত হয় তবে তাকে Future Tense বলে।
যেমন---I shall go. আমি যাব।
You will be going. তুমি যেতে থাকবে।
He will have gone before me. তুমি আমার আগে গিয়ে থাকবে।
They will have been going for 20 minutes. তারা ২০মিনিট ধরে যেতে থাকবে।
বিঃদ্রঃ--- উপরে আমি প্রতিটি Tense এর জন্য চারটি করে উদাহরণ দিয়েছি। কারণ প্রতিটি Tense চার প্রকার করে।
তাহলে বোঝা গেল তিন প্রকার Tense এর প্রতিটি আবার চার প্রকার করে। সে হিসেবে Tense মোট ১২ প্রকার। ১২ প্রকার Tense এর নাম লিখা হলো, তার পর আমরা সহজভাবে আলোচনা করব ইং শা আল্লাহ।
চার প্রকার Present Tense হচ্ছে----
1.Present Indefinite.বা সাধারণ বর্তমান।
2.Present Continuous.বা চলমান বর্তমান।
3.Present Perfect.বা পুরাঘটিত বর্তমান।
4.Present Perfect Continuous. বা পুরাঘটিত চলমান বর্তমান।
চার প্রকার Past Tense হচ্ছে ---
1.Past Indefinite.বা সাধারণ অতীত।
2.Past Continuous.বা চলমান অতীত।
3.Past Perfect.বা পুরাঘটিত অতীত।
4.Past Perfect Continuous. বা পুরাঘটিত চলমান অতীত।
চার প্রকার Future Tense হচ্ছে ---
1.Future Indefinite.বা সাধারণ ভবিষ্যৎ।
2.Future Continuous.বা চলমান ভবিষ্যৎ।
3.Future Perfect.বা পুরাঘটিত ভবিষ্যৎ।
4.Future Perfect Continuous. বা পুরাঘটিত চলমান ভবিষ্যৎ।
তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম মোট Tense ১২ প্রকার---- এবার আমরা একে একে বাংলায় চেনার উপায়সহ খুব সহজ ভাবে উপাস্থাপন করব। বোঝার সুবিধার্থে আমরা প্রথমে চার প্রকার Indefinite নিয়ে আলোচনা করব।
তিন প্রকার Indefinite Tense হচ্ছে----
1.Present Indefinite.
2.Past Indefinite.
3.Future Indefinite.
প্রথমে আমরা শিখব Present Indefinite.
যে Tense দ্বারা সাধারণ অভ্যাস বা চিরন্তন সত্য অভ্যাস বর্তমান সময়ে হওয়া বুঝায় তাকেই Present Indefinite Tense বলে।
যেমন--- চাঁদ ওঠে, আমি ঘুমাই, সে প্রতিদিন স্কুলে যায়, তুমি ভাত খাও, সূর্য আলো দেয়, ইত্যাদি
বাংলায় চেনার উপায়.......
বাংলা অর্থের শেষে...... ও/এ/য়/ই হয়।
যেমন---
I go to school. আমি স্কুলে যাই=ই
You eat rice. তুমি ভাত খাও=ও
He reads a book.সে বই পড়ে=এ
They sleep late at night. =তারা রাতে দেরিতে ঘুমায়=য়
Sentence Structure :- Sub+verb1+object
বিঃদ্রঃশুধু Present Indefinite Tense এর বেলায় Subject যদি 3rd Person singular number হয় এবং Verb এর শেষ Letter এ O/SS/SH/X হয় তবে Verb এর শেষে es হয়, অন্যয় s হয়।
Example ----
He goes = o হয়েছে----
He reads=ss/sh/o/x হয়নি।
এভাবে এবার নিজে নিজে বাংলা অর্থসহ Strong verb আর Weak verb থেকে ৫০টি বাক্য খাতায় লিখ।
ইংরেজিতে অনুবাদ কর।
আমি লিখি,তুমি লিখ, সে পড়ে, তুমি খাও, আমি ঘুমাই, তারা বাস করে, আমরা গান গাই, তোমরা নাচ, সে দৌড়ায়, তারা চুরি করে, মা ডাকে, বাবা আদেশ করে, বন্ধু খেলে, তোমরা বস, তারা বসে, সে রান্না করে, তারা হাটে, আমরা লিখি, সে কথা বলে, ইত্যাদি এগুলোকে ইংরেজি কর।
বাংলা অনুবাদ কর।
We go, he goes, I need, You receive, They write, You call, He reads, She knows, We break, He builds, You kill, We write, He dances, He makes, We check, He chooses, We leave, She lives, They conflict, We confirm, She abide, He runs, They throw. Etc এগুলো নিয়ম মনে রেখে বাংলায় অনুবাদ কর।
এবার আমরা Past Indefinite নিয়ে আলোচনা করব।
সাধারণত অতীতকালের কোনো অভ্যাসগত বা অতীতকালে কোনো কাজ হয়েছিল বোঝাতে Past Indefinite Tense ব্যবহার হয়।
যেমন--- আমি আগে সময় মত স্কুলে যেতাম, আমি খেয়েছিলাম, তুমি পড়েছিলে, সে ঘুমিয়েছিল, ইত্যাদি।
বাংলায় চেনার উপায়......
বাংলা ক্রিয়ার অর্থের শেষে... এছিল/এছিলে/এছিলাম হয়।
Example :-
I went to school. আমি স্কুলে গিয়েছিলাম=এছিলাম
He ate rice.সে ভাত খেয়েছিল=এছিল
You gave me a book.তুমি আমাকে একটি বই দিয়েছিলে=এছিলে
Sentence Structure :---
Sub+Verb2+Object +Extension
I gave you a book. উক্ত বাক্যে I হচ্ছে Subject এবং Gave হচ্ছে verb এর দ্বিতীয় রুপ, আর you হচ্ছে object আর a book হচ্ছে Extension.
এভাবে নিজে নিজে ৫০টি বাংলা বাক্যকে ইংরেজি কর নিজের খাতায়।
ইংরেজি কর।
আমি গিয়েছিলাম, সে পড়েছিল, তারা খেয়েছিল, তোমরা বলেছিলে, তারা ডেকেছিল,মা আদেশ করেছিলেন, সে মারা গিয়েছিল, তোমরা এসেছিলে, তারা ঘুমিয়েছিল, সে ভাত খেয়েছিল, আমরা নেচোছিলাম, তোমরা বাস করেছিল, আমরা ঘুম থেকে জেগেছিলাম,তারা জেনেছিল, তোমরা দেখেছিলে, আমরা বুনেছিলাম, তোমরা ধরেছিলে, সে শিক্ষা দিয়েছিল, আমরা হয়েছিলাম, তারা বহন করেছিল, ইত্যাদি
বাংলায় অনুবাদ কর।
He went, You ate, The wrote, He gave, Father read, Mother slept, He felt, They left, You lived, She said, I talked, Hasan made etc..
এবার আমরা আলোচনা করব Future Indefinite নিয়ে।
বাংলায় চেনার উপায়---- বাংলা ক্রিয়ার পর ব/বে/বে থাকবে--
যেমন--- সে যাবে, তুমি যাবে, আমি যাব, আমি খাব, তুমি পড়বে, সে মারবে ইত্যাদি।
Sentence Structure :- Subject +Shall/will+V1+Extension
Example....
I shall go to school. আমি স্কুলে যাব
You will eat rice. তুমি ভাত খাবে।
She will read the book. সে বইটি পড়বে।
বিঃদ্রঃ --- Subject যদি 1st person হয় তবে সাধারণত Shall হয়, আর বাকী সময় will হয়।
এবার ৫০টি বাক্য ইংরেজিতে অনুবাদ কর।
আমি যাব, তুমি খাবে, সে পড়বে, তুমি নাচবে,আমি খেলব, তোমরা পান করবে, আমরা মুভি দেখব, তারা দেখবে, আমরা ধৌত করব, সে দৌড়াবে, আমি লিখব, সে ঘুমাবে, মা রান্না করবেন, বাবা ডাকবেন, মা উপভোগ করবেন, তোমরা খাবে, আমরা ঘুম থেকে উঠব, তারা চা পান করবে, আমি ফেবু ইউজ করব, ইত্যাদি
Now translate 50 sentence in Bangali.
He will dance, The will go. We will eat, She will use, Mother will return, We shall call, they will write, I shall read, They will make, She will drink. He will live, I shall take. He will say, They will talk. Etc...
প্রিয় বন্ধুরা এখানে আমরা তিনটি প্রকার নিয়ে আলোচনা করেছি----
সেগুলো হচ্ছে----
1.Present Indefinite
2.Past Indefinite
3.Future Indefinite
এই পোস্ট অনেকটা বড় হয় গেছে তাই এখানে আর আলোচনা করবনা। পরবর্তী পোস্টে আমরা আলোচনা করব বাকী ৯টি Tense নিয়ে।
বাকী ৯টি জানতে এখানে ক্লিক করুন English tense in 10 minutes করতে হবে।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছ!❤
উত্তরমুছুন