১০ মিনিট ইংরেজি টেনস শিখুন English Tense in 10 minutes.

১০ মিনিট ইংরেজি টেনস শিখুন
English Tense in 10 minutes.

learn english tense. ইংরেজি টেনস
English Tense in 10 minutes


আসসালামু আলাইকুম! 
আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচোনা করব ইংরেজি টেনস নিয়ে। ইতোমধ্যে আমরা একটি পর্বে কিছু আলোচনা করেছি। এটা আমাদের ২য় পর্ব। যারা আগের পর্ব পড়েন তারা এখানে English Tense in 10 minutes ক্লিক করে পড়ে নিতে পারেন। আগের পর্বে  আমরা আলোচনা করেছিলাম তিন প্রকার টেনস এর প্রত্যেক indefinite  গুলো। অর্থাৎ, 


  • Present indefinite or simple. 
  • Past indefinite or simple. 
  • Future indefinite or simple. 


আজ আমরা আলোচনা করব প্রত্যেক টেনসের পরেরটি অর্থাৎ 



  • ১)Present continuous. চলমান বর্তমান। 
  • ২)Past continuous. চলমান অতীত। 
  • ৩)Future continuous. চলমান ভবিষ্যৎ। 



এবার আসুন মূল আলোচনায় আসি। তাহলে আমরা জানি টেনস তিনপ্রকার। যেমনঃ-

  • ১) Present 
  • 2)Past
  • 3)Future 

এই তিনপ্রকার এর প্রিতিটি আবার চার প্রকারে বিভক্ত। সেই চার প্রকার থেকে প্রথম তিনটি করে আমরা আগের পর্বে আলোচনা করেছি। আজ চার প্রকারের দ্বিতীয় প্রকারের তিনটি আলোচনা করব। 




  • যারা প্রথম পার্ট পড়েন নি তাদের জন্য , নিচের লিংকে ক্লিক করে পড়ে নিন 

১০ মিনিট ইংরেজি টেনস শিখুন English Tense in 10 minutes.




2)Present continuous. চলমান বর্তমান। 


যে টেনস দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে বুঝায় তাকে Present continuous Tanse বলে।

যেমন, 
সে খাচ্ছে, আমি যাচ্ছি, তুমি পড়ছ, তারা ঘুমাচ্ছে। আমরা দৌড়াচ্ছি। কামাল লিখছে। হাসান বসছে। তুমি পরিকল্পনা করছো। আমি ফেইসবুক ব্যবহার করছি। তুমি রান্না করছো। সে পানি পান করছে। তোমরা হাটছো।


বাংলায় present continuous Tanse চেনার উপায়



উপরের উদাহরণ গুলোর দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বাংলায় প্রতিটি  বাক্যের শেষে চ্ছো/ চ্ছে/ চ্ছি/ বা ছো/ ছে/ ছি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি বাংলায় এরকম থাকলে ইংরেজি Present continuous Tanse হবে। অর্থাৎ চলমান বর্তমান কাল চেনার উপায় হচ্ছে শেষে উপরে উল্লেখিত শব্দগুচ্ছ হওয়া।


আমরা এবার আরো সহজ করে বুঝার জন্য নিচের উদাহরণ এর দিকে মনোযোগ দিয়ে লক্ষ্য করি।


I am writing a letter. 
আমি একটি চিঠি লিখছি- ছি

He is eating rice.
সে ভাত খাচ্ছে-চ্ছে

You are going to school. 
তুমি স্কুলে যাচ্ছো-চ্ছো



  • Present Continuous Sentence structure 


Subject+am/are/is +verb+ing+extension 

I am writing a letter. আমি একটি চিঠি লিখছি। 
 এই বাক্যে I হচ্ছে subject আর Am হচ্ছে Auxiliary verb আর write ভার্ব এর সাথে ing যুক্ত হয়েছে। আর extension হিসেবে আছে a letter.  আশা করি বুঝতে পেরেছো।


বিঃদ্রঃ 
বাক্যের সাবজেক্ট এর উপর ভিত্তি করে অক্সিলিয়ারি verb পরিবর্তন হবে। অর্থাৎ সাবজেক্ট যদি 1st person (I,we) হয় তাহলে I এর জন্য Am হবে আর we হলে are হবে। 
বাকী person গুলোতে একবচন ও বহুবচনের উপর ভিত্তি করে কখনো is আবার কখনো are হবে।
যেমন,


  1. He is reading. 
  2. They are reading. 
  3. We are reading. 
  4. I am reading. 



এবার তোমাদের অনেক কাজ করতে হবে।  বই এর strong verb and weak verb থেকে অন্তত ৫০ টি ভার্ব দিয়ে present continuous Tanse এর উপর বাক্য তৈরি করো এবং সেগুলো বাংলায় লেখ। বাংলাকে আবার ইংরেজিতে অনুবাদ কর।


  • বাংলায় অনুবাদ কর
He is going.  I am writing.  You are walking.  We are sleeping. They are running.  He is talking. Kamal is saying.  We are eating.  They are chating. He is cooking etc এভাবে 50 টি বাক্যে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ কর।



  • ইংরেজিতে অনুবাদ কর 

সে খাচ্ছে, আমি যাচ্ছি, তুমি পড়ছ, তারা ঘুমাচ্ছে। আমরা দৌড়াচ্ছি। কামাল লিখছে।সে হাসছে। হাসান বসছে। তারা কাঁদসে। তুমি পরিকল্পনা করছো। আমি ফেইসবুক ব্যবহার করছি।আমরা বলছি। তুমি রান্না করছো। সে পানি পান করছে। তোমরা হাটছো। তারা কথা বলছে ইত্যাদি এমন ৫০ টি বাংলা বাক্য চলমান বর্তমান কাল থেকে অনুবাদ কর।



  • ২)Past continuous. চলমান অতীত। 


যা দ্বারা অতীত কালে কোনো কাজ চলছিল হা হচ্ছিল বুঝায় তাকে Past continuous Tanse বলে। 

যেমন,
সে যাচ্ছিল। সে খাচ্ছিল। সে বসছিল। তারা ঘুমাচ্ছিল। আমরা পড়ছিলা। তোমরা খেলছিলে। আমরা রান্না করছিলাম। ইত্যাদি 



  • বাংলায় Past Continuous Tanse চেনার উপায় 


সাধারণত চলমান অতীত কালে বাংলায় বাক্যের শেষে চ্ছিল/চ্ছিলে/ চ্ছিলাম বা ছিল/ ছিলে/ ছিলাম থাকে।


যেমন,
He was going. 
সে যাচ্ছিল- চ্ছিল

They were cooking. 
তারা রান্না করছিল- ছিল

I was reading. 
আনি পড়ছিলাম-ছিলাম

We are running. 
আমরা দৌড়াচ্ছিলাম-চ্ছিলাম

আমরা দেখতে পেলাম সাধারণত বাংলায় Past continuous Tanse এর শেষে উল্লেখিত শব্দগুচ্ছ হয়ে থাকে।


  • ইংরেজিতে Past continuous Tanse দিয়ে বাক্য তৈরি করার কৌশল 


Sentence structure 
Subject + was/were+verb+ing+extension 

যেমন,


  1. I was reading book.
  2. We were writing letter. 
  3. He was walking. 
  4. They were cooking. 

এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি বাক্যের শুরুতে সাবজেক্ট I/We/He/they ইত্যাদি। তারপর Was/ were. তারপর verb +ing +extension. 
সাবজেক্ট অনুযায়ী was/ were হবে। অর্থাৎ সাবজেক্ট একবচন হলে was আর বহুবচন হলে were হবে।



এবার তোমাদের কাজ করতে হবে। অন্তত ৫০ টি বাক্য বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে।



  • বাংলা থেকে ইংরেজি অনুবাদ কর



 আমি যাচ্ছিলাম। তুমি পড়ছিলে। তোমরা খাচ্ছিলে। আমরা বসছিলাম। কামাল লিখছিল। হাসান কাঁদছিল। সে ফেইসবুক ব্যবহার করছিল। আমরা রান্না করছিলাম। তারা ঘুমাচ্ছিল। আমরা আড্ডা দিচ্ছিল।আমরা শুনছিল। আমরা বলছিলাম। তারা কথা বলছিল। আমরা পান করছিলাম। সে ভাবছিল। তুমি পছন্দ করছিল। ইত্যাদি আরো ইংরেজি verb বই থেকে বের করে বাংলা থেকে ইংরেজি অনুবাদ কর। 




  • ইংরেজি থেকে বাংলায় অনুবাদ কর


He was going. They were walking.  I was playing. We were knocking.  He was helping.  They were sleeping.  He was talking.  We were planing.  He was calling.  We were following.  They were  taking.  It was falling. You were joining.  He was booking ticket. We were changing.  He was feeling. They were quarreling.  They were giving. He was singing.  I was listening.  We were laughing. They were fighting. Etc এরকম অন্তত ৫০ টি ইংরেজি বাক্য নিজে নিজে বাংলা কর। 





  • 2)Future continuous. চলমান ভবিষ্যৎ। 


যা দ্বারা ভবিষ্যৎ কালে কোনো কাজ করা হতে থাকবে বোঝায় তাকে Future continuous Tanse বলে।

যেমন, 
আমরা খেতে থাকব, তারা যেতে থাকব, সে বলতে থাকবে, তোমরা চলতে থাকবে, আমরা খেতে থাকব, তোমরা পড়তে থাকবে, সে লিখতে থাকবে। ইত্যাদি 



  • বাংলায় Future continuous Tanse চেনার উপায়


সাধারণত বাংলায় বাক্যের শেষে,  ব/বে থাকে। 

যেমন,

He will be going.
সে যেতে থাকবে-বে

I shall be writing. 
আমি লিখতে থাকব-ব

They will be calling. 
সে ডাকতে থাকবে-বে

We shall be reading. 
আমরা পড়তে থাকব-ব

  • ইংরেজিতে Future Continuous Tanse বাক্য তৈরি করার কৌশল 


Sentence structure of Future Continuous Tanse. 


Subject +shall be/ will be + read+ing + extension. 

যেমন,

  • He will be reading. 
  • I shall be going. 
  • You will be writing. 

এখানে he/I/You হচ্ছে সাবজেক্ট। 
তবে একটি কথা মনে রাখতে হবে। সাধারণত সাবজেক্ট যদি 1st person হয় তাহলে Shall be হয় আর অন্য পারসন হলে will be হয়।


এখন তোমাদের কাজ। এই টেনস দিয়ে অন্তত ৫০টি বাক্য তৈরি করতে হবে। বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে। 




  • বাংলা থেকে ইংরেজি অনুবাদ কর


আমরা যেতে থাকব, তারা কথা বলতে থাকবে, তোমরা চলতে থাকবে, আমরা পড়তে থাকবে, তারা জানতে থাকবে, আমরা পান কর‍তে থকব, তারা হাসতে থাকবে, সে গান গাইতে থাকবে, তোমরা বসতে থাকবে, তারা কথা বলতে থাকবে,  আমরা দেখতে থাকব, তোমরা নাচতে থাকবে, তারা কথা বলতে থাকবে,  সে ডাকতে থাকবে,তারা ভাবতে থাকবে,  তোমরা হাটতে থাকবে,  ইত্যাদি এরকম অন্তত ৫০ টি বাক্য বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। প্রয়োজনে নিজের বই থেকে সাহায্য নিতে পার।



  • ইংরেজি থেকে বাংলায় অনুবাদ কর



He will be going. They will be walking.  I shall be playing. We shall be knocking.  He will be helping.  They will be sleeping.  He was talking.  We shall be planing.  He will be calling.  We shall be following.  They will be  taking.  It will be falling. You will be joining.  He will be booking ticket. We shall be changing.etc  এরকম অন্তত ৫০ টি বাক্য ইংরেজি থেকে বাংলায় অনুবাদ কর। 


Read more...

কোন মন্তব্য নেই

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.