বিসিএস প্রস্তুতি
বিসিএস প্রস্তুতি : BCS Preparation
কীভাবে বিসিএস প্রস্তুতি নিলে প্রথমবারে বিসিএস প্রিলিমিনারিতে পাস করা যাবে?
বিসিএস একটি স্বপ্নের নাম। এ পথে চলার জন্য দরকার দৃঢ় ইচ্ছে শক্তি।পাহাড় পরিমান ঝড় এলেও যেন তা ভেঙ্গে না পড়ে। অর্থাৎ বিসিএস মেধাবীদের জন্য নয়,বরং পরিশ্রমীদের জন্য। এটা বলার কারণ হচ্ছে আপনি হঠাৎ করে প্রস্তুতি নিয়ে বিসিএস জয় করতে পারেন না। এর জন্য প্রয়োজন ধৈর্যসহকারে একটি দৃঢ় প্রস্তুতি।
বর্তমানে বাংলাদেশের অধিকাংশ ছাত্র ছাত্রীকে যদি জিজ্ঞেস করা হয়। তোমার জীবনের লক্ষ্য কি? বড় হয়ে কি হতে চাও? তাদের উত্তর আসে প্রথম টার্গেট হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া। আর প্লান বি হিসেবে অনেকের অনেক রকম ইচ্ছে বা স্বপ্ন থাকে। আসলে বাংলাদেশের মানুষের কর্মজীবনেরর দিকে সামগ্রিকভাবে চোখ বুলালে দেখা যাবে যারা বিসিএস ক্যাডার তারা একটু নিশ্চিত জীবন পরিচালনা করছে। ফলে এদেশের অধিকাংশ স্বপ্নচারী যুবক যুবতী বিসিএসককে তাদের প্রথম টার্গেট হিসেবে বেছে নিচ্ছে।
এখন তো দেখা যায় কলেজ লাইফ থেকেই বিসিএসেরর প্রস্তুতি নিচ্ছে। এর ফলে অনেক সময় হবেষণামূলক পড়া শোনা কমে যাচ্ছে। যা হোক সবাই নিজেকে তার স্বপ্নের পদে আসীন করতে চায়। এটা খুবই ভালো। আজ আমরা আলোচনা করব কীভাবে পড়া শোনা করলে প্রথমবার আপনি প্রিলিতে টিকতে পারবেন।
কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সবার আগে যে কাজটি করতে হবে তা হচ্ছে সে পরীক্ষার সিলেবাস পরিপূর্ণভাবে জানা। কারণ সিলেবাস ও প্রশ্নের ধরণ বোঝাটা পরীক্ষায় ভালো করার পূর্ব শর্ত। শুধু তাই নয় সিলেবাস ও প্রশ্নের ধরণ জানাটা পরীক্ষায় প্রায় ৮০% সফলতা বয়ে আনবে।তাই একজন প্রার্থী হিসেবে আপনার উচিৎ বিসিএস সিলেবাস জানা।
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার লিখিত ইংলিশ প্যারাগ্রাফেরর জন্য এই লেখাটি পড়ুন। এখানে এইচএসসি ইংলিশ বইয়ের সব গল্পের উপর ভিত্তি করে প্যারাগ্রাফ আছে।
চলুন তাহলে জেনে নেই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বর থাকবে।
বিসিএস প্রিলিমিনারি সিলেবাস বা বিসিএস প্রিলিমিনারি নম্বর বন্টন পদ্ধতি
১)বাংলা ভাষা ও সাহিত্য =৩৫
২)ইংরেজি ভাষা ও সাহিত্য =৩৫
৩)বাংলাদেশ বিষয়াবলি =৩০
৪)আন্তর্জাতিক বিষয়াবলি =২০
৫)ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা =১০
৬)সাধারণ বিজ্ঞান =১৫
৭)কম্পিউটার ও তথ্য প্রযুক্তি =১৫
৮)গাণিতিক যুক্তি=১৫
৯)মানসিক দক্ষতা =১৫
১০)নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন=১০
সর্বমোট =২০০ নম্বর।
এখানে বিসিএসের যে সিলেবাসটি আমরা আলোচনা করেছি এটি ৪০তম প্রিলিমিনারি শিক্ষার্থীদের জন্য। পিএসসি যে কোনো সময় তাদের মান বন্টন পরিবর্তন করতে পারে তাই এদিকে সতর্ক থাকবেন।
এবার আসি কীভাবে প্রস্তুতি নিলে বিসিএসে প্রথম প্রিলিমিনারি পরীক্ষায় পাস করা সম্ভব।
সিলেবাস বোঝার পর যে কাজটি করতে হবে তা হচ্ছে আগের অন্যান্য পরীক্ষাগুলোতে পরীক্ষকগণ উক্ত সিলেবাসের উপর কি ধরনের প্রশ্ন করেছেন। আর সেটা জানার জন্য বিসিএস প্রশ্ন ব্যাংকের বিকল্প নেই। বাজারে বিভিন্ন পাবলিকেশন ব্যাখ্যাসহ বিসিএসের ১০তম থেকে বর্তমান পর্যন্ত সকল প্রশ্নের সমাধান করেছে। ১০০ থেকে ১৩০ টাকায় কিনতে পাবেন। আগে বিসিএস প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়ে নিন। পড়া শেষ করে সিলেবাস ভিত্তিক পড়তে শুরু করবেন। ফলে পড়ার সময় আপনি নিজেই বুঝতে পারবেন কোন প্রশ্নটার গুরুত্ব কেমন। কোন প্রশ্ন খুব ভালো করে পড়া উচিৎ।
বাংলা ভাষা ও সাহিত্য কীভাবে প্রস্তুতি নিব
বিসিএসের সবচেয়ে বড় সিলেবাস হচ্ছে বাংলা। হয়ত আপনার অবাক লাগছে। বাংলা ব্যাকরণ যতটা আছে তারচেয়ে বেশি বড় সাহিত্য অংশ। বিভিন্ন যুগের সাহিত্য সম্পর্কে জানা এবং কবি ও লেখক পরিচিতি সাথে তাদের বিখ্যাত কর্ম। যার ফলে আপনাকে অনেক বাংলা সাহিত্যের প্রবন্ধ, রচনা, উপন্যাস, ছোল গল্প ও কবিতা এবং সেগুলোর চরিত্র ও বিখ্যাত উক্তি। তবে প্রিলিমিনারিতে পাস করার জন্য এত কিছু না লাগলেও লিখিতের জন্য লাগবে। তাই প্রিলিমিনারি থেকেই শুরু থেকে প্রস্তুতি নেয়া উচিৎ যদি সময় থাকে।
বাংলা ব্যাকরনের জন্য নবম শ্রেণির বোর্ড বইটি খুব ভালো করে পড়ে নিন। এটা আপনার ভিত্তি হিসেবে কাজ করবে। আর মোহসিনা নাজিলার লেখা শীকর বইটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে পড়ে নিন। দেখবেন বাংলা বিষয়ে আপনার আত্মবিশ্বাস ৯৯% এ গিয়ে দাড়াবে। আমি খুব বেশি গুরুত্ব দিব যেন সম্পূর্ণ বইটি পড়েন। সম্পূর্ণ বই না পড়লে যত ভালো বই আপনি পড়েন না কেন আপনার আত্মবিশ্বাস জাগবেনা। তাই অনুরোধ থাকবে একটু সময় করে মাত্র দুইটি বই বাংলা সাহিত্যের জন্য পড়ে নিন।
তারপর নিজেই নিজের অবস্থান দেখতে পাবেন। শর্টকাট দিয়ে কখনো বড় কিছু সম্ভব নয় তাই শর্টকার্টের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। অনেকের মুখে শুনতে পাবেন, অমুকে কম পড়ে ক্যাডার হয়েছে কিন্তু খুঁজতে গেলে পাবেন না।
সাধারণ জ্ঞান কীভাবে প্রস্তুতি নিব
সাধারণ জ্ঞানে ভালো করার জন্য অনেক কিছু পড়ার আছে।যেমন ৮ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সাধারণ বিজ্ঞান, পৌরনীতি, ভূগোল পরিবেশ ইত্যাদি বইগুলো থেকেই মূলত প্রশ্ন করা হয়। তবে একটু সহজ করার জন্য আপনি বাজার থেকে এমপি3 বা জর্জ সিরিজ বা এসিউরেন্স ইত্যাদি যে কোনো ২টি বই নিবেন। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি। খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত বার বার রিডিং পড়ুন। আর প্রশ্ন গুলো পড়ুন।
প্রিলিমিনারির জন্য এগুলোর পড়লেই যথেষ্ট তবে লিখিতের জন্য আরও কিছু লেখকের রেফারেন্স বই পড়তে হবে।
গণিত কীভাবে প্রস্তুতি নিব
গণিতের জন্য নবম দশমের বোর্ড বই। সাথে খাইরুল'স ম্যাথ বা অন্যান্য প্রকাশনির ম্যাথগুলো করতে পারেন। এমপি৩ ম্যাথ রিভিউ বা অন্য কোনো কম্পানির ম্যাথ রিভিউ নিতে পারেন।
ইংরেজি কীভাবে প্রস্তুতি নিব
গ্রামার পার্টের জন্য English for competitive exam বইটা ভালো করে পড়লে আমি মনে করি যথেষ্ট।
যদি আরও বেশি সময় পান তবে ক্লিফ টফেল। পিসি দাসের ইংলিশ গ্রামার বইটি পড়তে পারে। অনেকে একটি বই শেষ না করে এখান থেকে একটু ওখান থেকে একটু এরকম পড়ে। ফলে তাদের আত্মবিশ্বাস আসেনা। তবে সাহিত্যের ইতিহাসের জন্য অন্য একটি বই পড়তে পারে। " এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার" পড়তে পারেন।
মাত্র তিন মাসে কীভাবে নিজে নিজে ইংরেজি শেখা যায় তা জানতে এই লেখাটি পড়ুন।
বিজ্ঞান কীভাবে প্রস্তুতি নিব
বিজ্ঞানের জন্য এমপি৩ বা এসিউরেন্স এর দৈনন্দিন বিজ্ঞান বইটি পড়লে যথেষ্ট।
ভূগোল, নৈতিকতা, মানিসিক দক্ষতা,গাণিতিক যুক্তি, তথ্য ও প্রযুক্তি ইত্যাদি বিষয়গুলোর জন্য এমপি৩ বা এসিউরেন্সের বই আছে। বাজার থেকে কিনে এগুলো ভালো করে পড়ে নিলে আপনার জন্য যথেষ্ট। এগুলোর জন্য অন্য বই পড়ার প্রয়োজন নেই।
সবচেয়ে বেশি উপকৃত হতে অবশ্যই প্রতিদিন পড়তে হবে। কম হোক বা বেশি হোক প্রতিদিন রিভিসন দিলে বেশি উপকৃত হবেন। যে কোনো সমস্যায় ইউটিউব বা গুগোলের সহায়তা নিতে পারেন। বিশেষ করে ম্যাথ বোঝার ক্ষেত্রে অথবা পড়তে পড়তে যখন ক্লান্ত লাগবে তখন টপিক গুলো ভিডিওতে দেখতে পারেন।এছাড়া নিজেকে বেশি দূর্বল মনে হলে কোচিংয়ে ভর্তি হতে পারেন। সবচেয়ে বেশি সময় প্রশ্ন সমাধান করবেন। এটা করার ফলে আপনি সবচেয়ে উপকৃত হবেন।
পরিশেষে বলব তীব্র ইচ্ছে শক্তি আর শ্রম যদি দিতে পারেন তবে মহান রব আপনাকে আশাহত করবেন না। তিনি বলেছেন, "মানুষ যতটুকু চেষ্টা করে ঠিক ততটুকুই পায়"।
যারা চেষ্টা করে আসলে তারা ব্যর্থ হয় না।
tags
সংবাদ, তথ্য ও ইতিহাস জানার জন্য এখানে আসতে পারেন...
উত্তরমুছুনhasnat208.wordpress.com/author/hasnatasifkushal/