ভাব সম্প্রসারণ। : দশে মিলে করি কাজ,হারি জিতি নাহি লাজ।

বাংলা ভাব সম্প্রসারণ।

দশে মিলে করি কাজ,
হারি জিতি নাহি লাজ।

 ভাব সম্প্রসারণ:
মানবজাতির জীবনটাই হলো কর্মময়। যদি আমরা বেঁচে থাকতে চাই তাহলে আমাদের কোন না কোন কাজ করতে হবে। কাজ ছাড়া আমাদের জীবন চলতে পারে না। সাধারণত আমরা দুই ভাবে কাজ করে থাকি। আমরা কখনো বন্ধুবান্ধব বা পরিবার বা অন্য কোন মানুষের সাহায্য নিয়ে কাজ করে থাকে। আবার কখনো একা একা কাজ করে থাকে। একা একা কাজ করলে আমাদের সময় বেশি লাগে এবং কষ্ট বেশি হয়। কিন্তু যদি একই কাজ আমরা মিলেমিশে কয়েকজনে করি তাহলে অনায়াসে করতে পারি। তখন আমাদের কষ্ট কম হয়। সময় কম লাগে। আবার কিছু কাজ আছে একা একা করা যায় না। সে কাজগুলো আমরা সবাই মিলেমিশে করে থাকি। তাই আমাদের উচিত, কাজের সময় একে অন্যকে সাহায্য করা। তাহলে কোন কাজই মানুষের জন্য কষ্টের হবে না। ফলে আমরা প্রত্যেক কাজের ব্যর্থতা ও সাফল্যের ফলাফল সমান ভাবে পাব।

কোন মন্তব্য নেই

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.