বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পঞ্চম শ্রেণি, প্রথম অধ্যায়।

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।

৫ম শ্রেণি।
প্রথম অধ্যায়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ।


Fakhrul Academy, infobd266, সাধারণ জ্ঞানের প্রশ্ন, বিসিএস সাধারণ জ্ঞানের সমাধান । সাধারণ জ্ঞানের এমসিকিউ। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।



পাঠ-১
মুক্তিযুদ্ধের সূচনা।

প্রশ্ন: মহান মুক্তিযুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?

উত্তর---- ১৯৭১ সালে।

প্রশ্ন: ব্রিটিশরা কত সালে উপমহাদেশ ছেড়ে চলে গিয়েছিল?

উত্তর : ১৯৪৭ সালে।

প্রশ্ন: ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর উপমহাদেশে কয়টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়?

উত্তর: দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
(১)পাকিস্তান (২) ভারত
প্রশ্ন :বাংলাদেশের পূর্ব নাম কি ছিল?
উত্তর: পূর্ব পাকিস্তান।

প্রশ্ন: পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালিদের কয়েকটি প্রতিবাদ আন্দোলনের নাম উল্লেখ করো? বা মুক্তিযুদ্ধ সংঘটনে ভূমিকা রেখেছিল এমন পাঁচটি ঘটনার নাম উল্লেখ করো।
উত্তরঃ
১) ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
২)১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন।
৩)১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।
৪)১৭৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ।
৫) ১৯৭১ সালের ২৫ শে মার্চে পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় গণহত্যা ও বাঙ্গালীদের প্রতিরোধ।
৬) ১৯৭১ সালের ২৬ শে মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সূচনা।

প্রশ্ন: কত সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠন করা হয়?
উত্তর: ১৯৭১ সালের ১০ ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম সরকার কি নামে পরিচিত?
উত্তর: "মুজিবনগর সরকার" নামে পরিচিত।

প্রশ্ন: মুজিবনগর সরকার কোথায় গঠন করা হয়?
উত্তর: তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম বাগানে।
প্রশ্ন: তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার বর্তমান নাম কি?
উত্তর: মুজিব নগর।

প্রশ্ন: মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?
উত্তর :১৯৭১ সালের ১৭ ই এপ্রিল।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন: বাংদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তর: তাজউদ্দিন আহমেদ।

প্রশ্ন: মুজিবনগর সরকার গঠন কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন?
উত্তর : পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন।

প্রশ্ন: বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে?
উত্তর: উপ রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম।

প্রশ্ন:বাংলাদেশের প্রথম অর্থ ও পরিকল্পনা মন্ত্রী কে ছিলেন?
উত্তর : ক্যাপ্টেন এম মনসুর আলী।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র ও ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
উত্তর: এ. এইচ. এম কামরুজ্জামান।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায় কখন থেকে?
উত্তর: মুজিবনগর সরকার গঠনের পর।


পাঠ-২
মুক্তি যুদ্ধে সামরিক বাহিনী।

প্রশ্ন: মুক্তিবাহিনী গঠন করা হয় কখন?
উত্তর:১৯৭১ সালের ১১ ই জুলাই।

প্রশ্ন: মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী।

প্রশ্ন: মুক্তিবাহিনীর উপ-প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: ক্যাপ্টেন এ কে খন্দকার।

প্রশ্ন: মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়?
উত্তর: তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়।

প্রশ্ন: মুক্তিবাহিনীকে যে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ হয় সেগুলোর নাম কি? এগুলোর নেতৃত্বে কে কে ছিলেন?
উত্তর: তিনটি ব্রিগেড ফোর্স এর নাম হচ্ছে,
১)কে ফোর্স। এর নেতৃত্বে ছিলেন মেজর খালেদ মোশাররফ।
২)এস ফোর্স। এর নেতৃত্বে ছিলেন কে এম শফিউল্লাহ।
৩)জেড ফোর্স। এর নেতৃত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় সারা দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

উত্তর:১১ টি সেক্টরে ভাগ করা হয়।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা কোন সেক্টরের অধীনে ছিল?

উত্তর:সেক্টর ২ এ।

প্রশ্ন: ১ নং সেক্টরে কোন কোন জেলা ছিল?

উত্তর: চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এবং নোয়াখালী জেলার অংশবিশেষ।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় ২নং সেক্টরে কোন কোন জেলা ছিল?

উত্তর : কুমিল্লা ও ফরিদপুর জেলা এবং ঢাকা ও নোয়াখালী জেলার অংশবিশেষ।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় ৩ নং সেক্টরে কোন কোন জেলা ছিল?

উত্তর : মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের অংশবিশেষ।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় ৪ নং সেক্টরে কোন কোন জেলা ছিল?

উত্তর: উত্তরে সিলেট সদর এবং দক্ষিণে হবিগঞ্জ, মধ্যবর্তী সমস্ত অঞ্চল।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় ৫ নং সেক্টরে কোন কোন জেলা ছিল?

উত্তর : সিলেট জেলার উত্তরাঞ্চল।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় রংপুর ও দিনাজপুর জেলা কোন সেক্টরের অধীনে ছিল?
উত্তর: ৬ নং সেক্টরে।

প্রশ্ন :মুক্তিযুদ্ধের সময় ৭ নং সেক্টরে কোন কোন জেলা ছিল?
উত্তর : রাজশাহী, পাবনা, বগুড়া ও দিনাজপুর জেলার অংশবিশেষ।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলা কোন সেক্টরের অধীনে ছিল।
উত্তর: ৮ নং সেক্টরে।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় ৯ নং সেক্টর কোন কোন জেলা নিয়ে গঠিত হয়েছিল?
উত্তর : বরিশাল, পটুয়াখালী, খুলনা এবং ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত হয়েছিল।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরের কোন আঞ্চলিক সীমানা ছিল না?
উত্তর: ১০ নং সেক্টরের কোনো আঞ্চলিক সীমানা ছিল না।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় ১০ নং সেক্টরের প্রধান কাজ কি ছিল?
উত্তর: নৌ অভিযানের সময় প্রয়োজনে যেকোনো সেক্টর এলাকায় গিয়ে অপারেশন শেষে ১০ নং সেক্টরে ফিরে আসা।

প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার অংশবিশেষ কোন সেক্টরের অধীনে ছিল?
উত্তর :১১ নং সেক্টরের অধীনে ছিল।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় মুক্তিফৌজ কাদেরকে নিয়ে গঠিত হয়?
উত্তর: ভারতের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ৩০ হাজার নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত বাহিনীকে মুক্তিফৌজ বলা হয়।


পাঠ-৩
মুক্তিযোদ্ধা।

প্রশ্ন:- মুক্তিযুদ্ধে নারীরা কিভাবে অবদান রেখেছিল?
উত্তর:-আমাদের মহান মুক্তি যুদ্ধে নারী সমাজের অনেক অবদান ছিল।নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার,আশ্রয় এবং তথ্য দিয়ে সাহায্য করেছিলেন।অনেক নারী প্রশিক্ষণ নিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন।

প্রশ্ন:- মুক্তিযুদ্ধে সংস্কৃতিকর্মীরা কিভাবে অবদান রেখেছেন।

উত্তর:- সংস্কৃতি কর্মীরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। তারা গান,কবিতার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন।

প্রশ্ন:- মুক্তিযুদ্ধে "অ্যাকশন গ্রুপে"এর কাজ কি ছিল?

উত্তর:- অস্ত্র বহন করা এবং সম্মুখযুদ্ধে অংশ নেওয়া।

প্রশ্ন:- মুক্তিযুদ্ধে "ইন্টেলিজেন্স গ্রুপ" এর কাজ কি ছিল?

উত্তর:- শত্রুপক্ষের গতিবিধি লক্ষ রাখা এবং খবরাখবর সংগ্রহ করা।

প্রশ্ন: মুক্তিযুদ্ধে সময় দেশর মানুষের নিকট কোন গানটি সবচেয়ে বেশি প্রিয় ছিল।

উত্তর:- 'জয় বাংলা, বাংলার জয়'।

প্রশ্ন:- মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কি ছিল?
উত্তর:- 'জয় বাংলা' ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান।


পাঠ-৪
পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ।

প্রশ্ন:- কার নির্দেশে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর হত্যাযজ্ঞ চালায় এবং কত তারিখে?
উত্তর:- ২৫ শে মার্চ রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে।


প্রশ্ন:- রাজারবাগ পুলিশ লাইনে হামলা হলে পুলিশ কি অস্ত্র দিয়ে প্রতিরোধ করে?
উত্তর:- ' থ্রি নট থ্রি' রাইফেল দিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে।

প্রশ্ন:- ২৫শে মার্চের রাতের হামলাকে পাকিস্তানিরা কি নাম দিয়েছিল?
উত্তর:- অপারেশন সার্চলাইট।

প্রশ্ন:- নয় মাসের যুদ্ধে কতজন বাঙালি শহিদ হন?
উত্তর:- ৩০ লক্ষ বাঙালি শহিদ হন।

প্রশ্ন:- মুক্তিযুদ্ধের সময় কতজন লোক ঘর বাড়ি ছেড়ে ভারতে আশ্রয় নেয়?

উত্তর:- প্রায় ১ কোটিরও বেশি বাঙালি প্রাণের ভয়ে ভারতে আশ্রয় নেয়।


প্রশ্ন:- রাজাকারদের কয়েকটি সংগঠনেরর নাম লিখ।
উত্তর:- শান্তিকমিটি, রাজাকার, আলবদর, আল- শামস।

প্রশ্ন:- মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের কাজ কি ছিল?
উত্তর:- মুক্তিযোদ্ধাদের নামের তালিকা তৈরি করে পাকিস্তানি হানাদার বাহিনীকে দেয়া।  পথ চিনিয়ে দেয়া। ভাষা বুঝিয়ে হত্যাযজ্ঞ ও নির্যাতনে সাহায্য করা।

প্রশ্ন:- এদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি বাহিনী কি করেছিল?
উত্তর:- তারা এদেশকে মেধাশুন্য করতে  যুদ্ধের শেষের দিকে ১০ ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত আমাদের জ্ঞানী-গুণী,শিক্ষক,শিল্পী,চিকিৎসক,সাংবাদিক ও কবি সাহিত্যিকদের ধরে নিয়ে হত্যা করে।

প্রশ্ন: শিহদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কখন?
উত্তর:-প্রতি বছর ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।


পাঠ-৫
পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয়।

উত্তর:- মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের কিভাবে সাহায্য করেছিল?

উত্তর:- মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশি দেশ ভারত আমাদের নানাভাবে সাহায্য করেছিল। ভারত আমাদের বাঙালি শরণার্থীদের আশ্রয় দিয়েছিল। তাদের খাদ্য,বস্ত্র, ও চিকিৎসা সেবা দিয়েছিল তারা মিত্রবাহিনী নামে আমাদের পক্ষে যুদ্ধ করার জন্য একটি বাহিনী গঠন করেছিল। 'অপারেশন জ্যাকপট ' নামে মিত্রবাহিনী আমাদের পক্ষে যুদ্ধ করে।আবার ২১ শে নভেম্বর মিত্রবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনেরেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠন করা হয় যৌথবাহিনী।


প্রশ্ন: কত তারিখে পাকিস্তান ভারতের বিমানঘাঁটিতে হামলা চালায়?

উত্তর:- ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর।

প্রশ্ন:- যৌথবাহিনীর পক্ষে আত্মসমর্পণ দিলিলে কে স্বাক্ষর করেন?

উত্তর:- লেফটেন্যান্ট জেনেরেল জগজিৎ সিং আরোরা।

প্রশ্ন:- পাকিস্তানি বাহিনীর পক্ষে আত্মসমর্পণ দ্লেলি কে স্বাক্ষর করেন?

উত্তর:- লেফটেন্যান্ট জেনেরেল নিয়াজি।

প্রশ্ন:- বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পায় কবে?

উত্তর:- ১৯৭১ সালের ৮ই জানুয়ারিতে।

প্রশ্ন:- কত তারিখে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন?

উত্তর:- ১০ই জানুয়ারি।



পাঠ-৬

মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি।


প্রশ্ন:- বীরশ্রেষ্ঠ উপাধ কেন দেয়া হয়েছে?
উত্তর:- মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করে হওয়ায় ৭জনকে বাংলাদেশের সর্বোচ্চ উপাধি 'বীরশ্রেষ্ঠ' উপাধি দেয়া হয়েছে।
প্রশ্ন:- সাতজন বীরশ্রেষ্ঠের নাম লিখ।
উত্তর:-
১) ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
২)ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
৩)সিপাহি হামিদুর রহমান।
৪)ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।
৫)সিপাহি মোস্তফা কামাল।
৬)ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন।
৭)ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ।
প্রশ্ন:- মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো কি কি?
উত্তর:- 
১)বীরশ্রেষ্ঠ।
২)বীর উত্তম।
৩)বীর বিক্রম।
৪)বীর প্রতীক।

কোন মন্তব্য নেই

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.