১৬ তম নিবন্ধন পরীক্ষার প্রশ্নের সমাধান (স্কুল পর্যায়)

১৬ তম নিবন্ধন পরীক্ষার প্রশ্নের সমাধান  স্কুল




১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ের সাধারণ জ্ঞান অংশের সমাধান।


 ১.বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? উত্তর —-পুন্ড্র আরও কিছু নাম, গৌড়, হরিকেল, সমতট।

 ২.বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? 
উত্তর —অষ্ট্রিক


 ৩.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের কোন মাসে?
উত্তর—-ফেব্রুয়ারি মাসে

 ৪.সংগ্রাম ও প্রত্যাশা কি? 
উত্তর—-বাংলাদেশের নৌবাহিনীর দুইটি যুদ্ধ জাহাজ


 ৫.AIDS রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী?
উত্তর—-HIV


 ৬.কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর—-মেক্সিকো


 ৭.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর—-বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ব্যাখ্যা-- প্রধান মন্ত্রী,তাজ উদ্দীন আহমেদ, অর্থ মন্ত্রী কেপটেন মনসুর আলী

 ৮.ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়?
উত্তর—-৩১ তম সম্মেলনে


 ৯.দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে?
উত্তর—IFRC

 ১০.বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট দেশ হিসাবে আত্মপ্রকাশ করে?
উত্তর—-৫৭ তম

 ১১.২০১৯ সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
উত্তর—-অধ্যাপক আনিসুজ্জামান


 ১২.বিশ্ব মানবাধিকার দিবস কবে?
উত্তর—-১০ ডিসেম্বরে

 ১৩.SMS এর পূর্ণরূপ কি?
উত্তর—-SHORT MESSAGE SERVICE.


১৪.বিগ এপেল কোন শহরের নাম?
উত্তর–নিউইয়র্ক

 ১৫.IMF এর সদর দফতর কোথায়?
উত্তর—-ওয়াশিংটন, ডি.সি

 ১৬.শ্রীলংকার মুদ্রার নাম কি?
উত্তর—- রুপি

 ১৭.বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
 উত্তর—-কামরুল হাসান

 ১৮.ইউনেস্কো বাংলাদেশের কোন গানকে মানবতার ধারক হিসাবে আখ্যায়িত করেন?
উত্তর-বাউল গান

১৯.বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র কোনটি?
উত্তর-হালদা নদী


 ২০.নাগরিকের প্রধান কর্তব্য হলো কি?
 উত্তর-রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করা 


২১.প্রকৃতিতে সব চেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু?
উত্তর---- অ্যালুমিনিয়াম

 ২২.গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়?
উত্তর---H2SO4

 ২৩.ফোকেটিং কোন দেশের আইনসভার নাম?
উত্তর- ডেনমার্ক

 ২৪.বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলে?
উত্তর--- এপিকালচার

 ২৫.কোনটি স্থানীয় সরকার নয়?
উত্তর-- পল্লী বিদ্যুৎ



 ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৯ স্কুল পর্যায়ে ইং‌রে‌জি প্রশ্নের সমাধান----- 

১৬তম নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ের ইংরেজি সমাধান নিচে দেয়া হলো। 




 1.He tried his best (negative)
------ He left no stone unturned

 2.She was used to…….. the poor.
 ---- helping

 3.which is the noun form of the word ‘brief’ সংক্ষিপ্ত ? ----
brevity=সংক্ষিপ্ততা

 4. It was high time we………..our habits.
 -----had Changed

 5. Curd Is made….. milk.
 -----from

 6.The Headmaster and the President of the School……… in the last meeting.
 --------Were

 7. If he….. a human being, he would not have done this.
 -------had been


 8.The antonym of the word’ benign=ক্ষমাপরায়ণ is——–
 ------malignant-ঘোর বিদ্বেষপরায়ণ


 9. Do not……. what you can do today.
 ------Put off


 10. They tell a tale about a tail. The word tale is…
 --------Noun

 11. Move or die (Simple)
-------- In case of your failure to move, you will die


 12. Which one is correct? 
------Mischievous= ক্ষতিকর
Mis+chi+evo+us



 13.The opposite word of ‘Sluggish’?= নিষ্ক্রিয়, মন্থর
 ------ Animated=প্রাণবন্ত, জীবন্ত


 14.I saw him playing(passive)
------- He was seen to play by me



 15.Bootleg means.
 ------ Smuggle=পাচার করা


 16.While I (play) in the field,

-------I saw a dead cow. Was playing


 17. But for your help….

 -- I would have failed


 18.correct sentence
 ------He was hanged for murder


 19. I went there to seek a job(compound)
 ------ I went there and sought a job.



 20. What is the opposite of ‘abduct’?= অপহরণ করা

 ----Restore=প্রত্যাবর্তন করা


 21.The father with his seven daughters. ……left the house. 
------has


 22. She has no test (taste)….. music.

 ------in



 23…কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল।
 ------The authority took him to Task.



 24.সে নদীর কাছে এক কুটিরে বাস করে।
 -------He lived in a hut close to the river


 25. Instead of ” confirm”, We can say…..
 -------Bear out




 ১৬ তম নিবন্ধন পরীক্ষা ২০১৯ বাংলা প্রশ্নের সমাধান: স্কুল পর্যায়ের বাংলা সমাধান নিচে দেয়া হলো। 


 ১)বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তক কে?
 উত্তর- প্রমথ চৌধুরী

 ২)পরাশ্রয়ী বর্ণ কয়টি?
উত্তর- ৩টি

 ৩)ষত্ব বিধান অনুযায়ী কোনটি সঠিক?
উত্তর-পোশাক

 ৪) দ্যুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর--দিব +লোক


 ৫/ ন ত্ব খাটে না কোন শব্দে-
উত্তর-- অগ্রনায়ক


 ৬/ পুকুরে মাছ আছে কোন কারক?
উত্তর--ভাবাধিকরণ

 ৭/ ক্রিয়া বা ধাতুর পর প্রত্যয় হয়ে কোন প্রত্যয় হয়?
উত্তর-- কৃৎ প্রত্যায়

 ৮/ ভাবে সপ্তমীকোনটি?
উত্তর---চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়

 ৯/সম্মুখ অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায়---
উত্তর-- প্রতুৎদগমন


 ১০/ পেয়ারা কোন দেশি শব্দ?
উত্তর--পর্তুগিজ


 ১১/ তামার বিষ বাগধারাটির অর্থ কি-
 উত্তর-- অর্থের কু প্রভাব

 ১২/ গুনহীনের ব্যর্থ আস্ফলন বাগধারাটির অর্থ-
 উত্তর-- অসারের তর্জন গর্জন

 ১৩/ পরা – প্রারাভাব


 ১৪/ বীণাপাণি কোন সমাস?
 উত্তর-- ব্যাধিকরণ বহুব্রহী


 ১৫/বাংলা বর্ণ মালার উৎস কোনটি?
উত্তর-- ব্রাক্ষীলিপি


 ১৬/ খ্রিস্টান শব্দটি কোন কোন ভাষার মিশ্র?
উত্তর- ইংরেজি + তৎসম

 ১৭/ Call it a day অর্থ কি?
উত্তর-পুনরায় শুরু করা

 ১৮/ বাক্যে মরি মরি দ্বারা কি বুঝানো হয়েছে
উত্তর - উচ্ছাস


 ১৯/ সম্বোধন এর পর কোন চিহ্ন বসে?
উত্তর- কমা বসে


 ২০/ book post- অর্থ উত্তর-
খোলা ডাক


 ২১/ দেশি শব্দ কোনটি?
উত্তর- গঞ্জ


 ২২/ রুপক কর্মধাীয় কোনটি?
 উত্তর-- কর পল্লব

 ২৩/উষ্ণীষ এর সমার্থক শব্দ--
উত্তর- পাগড়ি


 ২৪/নাটিকা কি হিসেবে স্ত্রীলিঙ্গ?
 উত্তর- ক্ষুদ্রার্থে



 ২৫/শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ–
 উত্তর-আসন্ন বিপদ

কোন মন্তব্য নেই

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.