ভাব সম্প্রসারণ কাকে বলে? ভাব সম্প্রসারণ লিখার সহজ নিয়ম উদাহরণসহ। ভাব সম্প্রসারণ করো " ইচ্ছে থাকলে উপায় হয়"
ভাব সম্প্রসারণ কাকে বলে? ভাব সম্প্রসারণ লিখার সহজ নিয়ম উদাহরণসহ। ভাব সম্প্রসারণ করো " ইচ্ছে থাকলে উপায় হয়"
ভাব সম্প্রসারণ কাকে বলে?
কোনো মূলভাব অথবা মূল বক্তব্যকে বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে সহজ সরল ভাষায় উপস্থাপন করাকে ভাব সম্প্রসারণ বলে।
ভাব সম্প্রসারণ লেখার নিয়ম।
১)অহেতুক ও অপ্রাসঙ্গিক বাক্য ব্যবহার করে অনর্থক বক্তব্য দীর্ঘ করা যাবেনা।
২)উদ্ধৃত অংশটি ভালো করে বোঝার জন্য কয়েকবার পড়তে হবে। অনেক বিষয়ের অন্তর্নিহিত ও শাব্দিক অর্থ থাকে, সেটার প্রতি গুরুত্ব দিতে হবে।একই কথা বারবার লেখা যাবেনা।
৩)মূল বিষয়টি কী তা আগে বুঝতে চেষ্টা করতে হবে।
৪)ব্যাখ্যার ভাষা ও উপাস্থাপনশৈলী সহজ,সরল ও সুন্দর হতে হবে।
৫)কঠিন দুর্বোধ্য কোনো প্রবাদবাক্য ব্যবহার করা যাবে না।
৬)কোনো পয়েন্ট ব্যবহার করা উচিৎ নয় বরং তিনটি অনুচ্ছেদে লিখার চেষ্টা করতে হবে, তা হচ্ছে,
ক)মূলভাব।
খ)সম্প্রসারিত ভাব।
গ)মন্তব্য
৭) ভাব সম্প্রসারণে কবি বলেছেন বা কবির মতে ইত্যাদি উক্তি ব্যবহার করা থেকে বিরত থাকা চাই। তবে উপমার প্রয়োগ ও যুক্তিনির্ভরতা হওয়া যাবে ভাবের স্পষ্টকরণের প্রয়োজনে যদি তা সঙ্গতিপূর্ণ হয়।
"ইচ্ছা থাকলে উপায় হয়"
মানুষের সব কাজের সফলতা ও ব্যর্থতার মূলে রয়েছে ইচ্ছা শক্তি।
মানব জীবনে সফলতার প্রধান কারণ হচ্ছে তীব্র ইচ্ছে সক্তি। তীব্র ইচ্ছা শক্তি না থাকলে কোনো কাজে পরিপূর্ণ সফলতা অর্জন করা যায় না। ইচ্ছে থাকলে যে কোনো কঠিন কাজকে সম্পন্ন করা যায়। আবার ইচ্ছের মধ্যে দুর্বলতা থাকলে অতি সহজ কাজও যথা সময়ে করা যায় না। মানব জীবনে ইচ্ছে শক্তি সফলতার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে। প্রবল ইচ্ছে শক্তি থাকার কারণেই মানুষ পৃথিবীর সুউচ্চ পর্বতে আরোহন করতে সক্ষম হয়েছে।এই ইচ্ছে শক্তি থাকার কারণে মানুষ পৃথিবীর সীমানা ছাড়িয়ে মঙ্গলগ্রহে যেতে পেরেছে।সুতরাং বলা যায় ইচ্ছে থাকলে মানুষ উপায় বের করে নিবে, তাই বলা হয় ইচ্ছে শক্তি ও প্রয়োজনীয়তা সকল আবিষ্কারের মূল।
ইচ্ছের সাথে পরিশ্রমীও হতে হবে অন্যথায় সফলতা আসবেনা।
Tags,
ভাব সম্প্রসারণ কাকে বলে?
ভাব সম্প্রসারণ কি?
ভাব সম্প্রসারণ কীভাবে লিখতে হয়?
ভাব সম্প্রসারণ লিখার নিয়ম কি?
ভাব সম্প্রসারণ, ইচ্ছে থাকলে উপায় হয়,
Where there is a will there is a way.
কোন মন্তব্য নেই