ওটিজি কি? মোবাইলে otg support থাকলে কি কি করা যায়? কীভাবে Usb otg cable ব্যবহার করতে হয়?

ওটিজি কি? মোবাইলে otg support থাকলে কি কি করা যায়? কীভাবে Usb otg cable ব্যবহার করতে হয়?




what is otg usb cable and how to use otg cable. ওটিজি ক্যাবল কি কি কাজে ব্যবহার করা যায়। ওটিজি দিয়ে পেনড্রাইভ ব্যবহার।



otg কি?  ওটিজি কীভাবে ব্যবহার করে? otg ক্যাবলের দাম কত? otg দিয়ে কি কি করা যায়?আপনার মোবাইলে otg সাপোর্ট করে কিনা কীভাবে চেক করবেন বা জানবেন?


আগে চেক করে নিন আপনার মোবাইলে otg সাপোর্ট করে কিনা?



আপনার মোবাইল otg supported কিনা তা জানতে প্লেস্টোর গিয়ে সার্চ করুন otg checker লিখে। আপনি অনেকগুলো apps পাবেন। যেটার রেটিং ৪+ প্লস রমন একটি otg checker apps install করে check otg অপশনে ক্লিক করে জেনে নিন আপনার মোবাইলে ওটিজি সিপোর্ট করে কিনা।

অথবা আপনার মোবাইলের বিবরণ দেখেও জানতে পারেন আপনার মোবাইলটি Otg supported কিনা।


এবার আসুন জেনে নেই
Otg কি?



আগে জেনে নিন ওটিজি জিনিসটা কি? আসলে Otg হচ্ছে কয়েকটি শব্দের একটি সংক্ষিপ্ত রুপ। যার পূর্ণরুপ হচ্ছে  on the go. আপনার মোবাইলে ওটিজি সাপোর্ট করে মানে হচ্ছে আপনার মোবাইল একটি মিনি কম্পিউটার। অর্থাৎ আপনি Otg এর মাধ্যমে কম্পিউটারের মত কিছু সুযোগ গ্রহন করতে পারবেন।
দোকান থেকে শুধু একটি USB otg cable কিনে আনবেন। আর বিভিন্ন উপায়ে তা ব্যবহার করবেন।


otg cable এর দাম কত?



 Otg usb cable বিভিন্ন রকমের হয়ে থাকে। সুতরাং দামটাও কোয়ালিটির উপর নির্ভর করবে। তবে আপনাকে ধারণা দেয়ার জন্য বলছি, চাইলে আপনি ৫০ টাকা থেকে ২০০টাকায় বিভিন্ন কোয়ালিটির usb Otg cable কিনে নিতে পারবেন।


এবার আসুন জেনে নেই
Otg service দিয়ে কি কি করা যায়।



আপনার মোবাইল যদি otg support করে তবে যা যা করতে পারবেন তা বিস্তারিত দেয়া হলো।

১)কার্ড রিডার ব্যবহার করতে পারবেন।

২)মাইক্রফোন ব্যবহার করতে পারবেন চমৎকার রেকর্ডিং করার জন্য।

 ৩)USB fan বা লাইট ব্যবহার করতে পারবেন।

৪) আলাদা ক্যামেরা যুক্ত করে ডিএসএলআর এর মত ছবি তুলতে পারবেন।

৫) কীবোর্ড ও মাউস যুক্ত করে লেখা লেখি করতে পারবেন।

৬)একটি ফোন দিয়ে আরেকটি ফোন চার্জ দিতে পারবেন।

৭)গেইমস খেলার অভ্যাস থাকলে গেইমস কন্ট্রলার যুক্ত করে মজা করে খেলতে পারবেন।

৮) পেনড্রাইভ বা পোর্টএবল হার্ড ড্রাইভ যুক্ত করে মোবাইলে দ্রুত ছবি ভিডিও অডিও কপি পেস্ট করতে পারবেন।

৯) মোবাইলে থাকা যে কোনো ডকুমেন্ট আপনার নিজস্ব প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন।

এছাড়া হয়ত নিত্য নতুন আরও অনেক সুবিধা গ্রহণ করতে পারবেন যা এখনো মানুষ ওটিজি দিয়ে ব্যবহার করতে পারছেনা।




মোবাইল দিয়ে কীভাবে ওয়েবসাইট খোলা যায় তা জানতে এই লেখাটি পড়ুন।





Otg  কীভাবে ব্যবহার করবেন?


otg ব্যবহার করার জন্য আপনার প্রয়োজন হবে একটি USB OTG cable. দোকান থেকে বিভিন্ন ক্যাটাগরির ওটিজি ক্যাবল কিনে নিন। তার পর আপনি আপনার ওটিজি সাপোর্টেড মোবাইলটি দিয়ে কি কি সেবা নিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। যদি আপনি আপনার মোবাইল দিয়ে কীবোর্ড ব্যবহার করে লিখতে চান তবে শুধু ওটিজি ক্যাবলটি মোবাইলে যুক্ত করে usb জ্যাকে কীবোর্ড এর জ্যাকটি যুক্ত করে দিলে হবে। এভাবে যে কোনো ওটিজি ক্যাবল যুক্ত ডিভাইস আপনি ব্যবহার করতে পারবেন।


যদি বুঝতে সমস্যা হয় তবে ইউটিউবে সার্চ দিলে ভিডিও পাবেন সেগুলো ফলো করলে সহজে হাতে কলমে করতে পারবেন। তাছাড়া আপনি নিজেই চেষ্টা করলে পারবেন।



How to use otg?
how to check otg?
some way of using otg service.

কোন মন্তব্য নেই

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.