২০১৯ সালের আলোচিত ঘটনা : ফিরে দেখা ২০১৯
২০১৯ সালের আলোচিত ঘটনা ঃ ফিরে দেখা ২০১৯
ফিরে দেখা ২০১৯ |
২০১৯ সালের আলোচিত ঘটনাবলির মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টি ঘটেছে এবং সারাদেশের মানুষ যে বিষয়টি নিয়ে আতংকে ছিল তা হচ্ছে অগ্নিকাণ্ড। আমি ব্যক্তিগত ভাবে এই বছর অগ্নিকাণ্ডের বছর বলব। কারণ এবছর চকবাজার দিয়ে শুরু হওয়া অগ্নিকাণ্ড ধানমণ্ডি, পল্টন, ১২ তলা ভবনে আগুনসহ বিভিন্ন কাচাবাজারে আগুন লাগে। ফলে অনেক মানুষের মৃত্যু হয়। এছাড়া আর যেসব ঘটনা প্রবাহ এবছর ঘটে তার কিছু এখানে উল্লেখ করা হল।
আওয়ামীলীগের সরকার গঠন
নতুন বছর শুরু হয় নতুন সরকার গঠনের মধ্য দিয়ে। ৭ ই জানুয়ারি সরকার গঠন করেন বাংলাদেশ আওয়ামিলীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি টানা চতুর্থ বারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার মর্যাদা লাভ করেন।
নুসরাত হত্যা
বাংলাদেশের ইতিহাসে এটি একটি কালো অধ্যায়। স্বাধীন দেশে আগে এমন ঘটনা আর কেউ দুচোখে অবলোকন করেনি। তা হচ্ছে নুসরাত জাহান রাফি। সে নোয়াখালীর সোনাগাজীর একটি আলিম মাদ্রাসার ছাত্রী ছিল। সে ইন্টারমিডিয়েট পরীক্ষায় অংশ নিতে মাদ্রাসায় গেলে তার নিজ মাদ্রাসায় তাকে ছাদে নিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় প্রতিষ্ঠান প্রধানের সমর্থকরা। এটি ছিল ২০১৯ সালের ৬ এপ্রিল। পরে ১০ এপ্রিল তার মৃত্যু হয়। ২৪ সে অক্টোবর বাংলাদেশ সরকারের বিচার বিভাগ ১৬ জন আসামির মৃত্যুদণ্ড আদেশ দেয়।
চকবাজার অগ্নিকাণ্ড
অগ্নিকান্ডের বর্ষ শুরু হয় চকবাজারের অগ্নিকাণ্ড দিয়ে। যখন মানুষ ২১শে ফেব্রুয়ারীর জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখন অর্থাৎ ২০ শে ফেব্রুয়ারী রাতে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। ২০ ফেব্রুয়ারি চকবাজারে অনেক বড় একটি অগ্নিকাণ্ড ঘঠে যার ফলে সরকারি হিসাব অনুযায়ী ৭৮ জন মানুষের মৃত্যু হয়। এই আগুনের সুত্রপাত ঘটে একটি গ্যাস সিলিন্ডার থেকে। পরে তা বিদ্যুৎ ট্রান্সমিটারে গিয়ে আগুন লেগে যায়। আর তা চারদিকে ছড়িয়ে পড়ে।
আবরার হত্যা
এই বছরের আরেকটি দুঃখজনক খবর ছিল আবরার ফাহাদ হত্যা। ৭ ই অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে বাংলাদেশ ছাত্রলীগের বুয়েট শাখার নেতা কর্মীরা ২য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে রাতভর পিটিয়ে হত্যা করে। এই ঘটনা সারাদেশের মানুষের বিবেকে প্রচণ্ডভাবে আঘাত করে। ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সবাই এর বর্বরোচিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ করে তোলে। ফলে বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক রাজনৈতিক দল বা কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।
ভাইরাল গালিবয়
তাবীব মাহমুদ নামের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর হাত ধরে পথশিশু রানা মৃধা হয়ে ওঠে গালি বয় রানা। যাকে নিয়ে বিবিসি ওয়ার্লড খবর প্রচার করে। সে শুধু ভাইরাল হয়েই শেষ হয়নি বরং এখনও তাবিব মাহমুদ এর নেতৃত্বে এগিয়ে চলছে।
পেঁয়াজের দাম বৃদ্ধি
নভেম্বরে এসে পেঁয়াজের তীব্র দাম বৃদ্ধি পায়।কারণ হঠাৎ করে ভারত পেয়াজ রফতানি বন্ধ করে দেয়। ফলে দেশে একধরনের হাহাকার পড়ে যায়। মানুষ তীব্র ভোগান্তির মধ্যে পড়ে কারণ এই সমস্যা অনেক দিন দীর্ঘায়িত ছিল।
পরে বিভিন্নদেশ থেকে পেয়াজ আমদানি করে। এছাড়া দামবৃদ্ধির চিন্তায় চিন্তিত মানুষের মাঝে লবন বৃদ্ধির গুজব ছড়িয়ে এক শ্রেণীর ব্যবসায়ীরা ফায়দা লুটিয়ে নেয়।
বিমান ছিনতাইয়ে চেষ্টা
বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিমান ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার পথে বাংলাদেশের আকাশে থাকা অবস্থায় ছিনতাইয়ের কবলে পড়ে । পরে তা চট্টগ্রামে উদ্ধার করা হয় ।ছিনতাইকারি নিহত হয়।
ডাকসু নির্বাচন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন হয়। এটি এই বছরের ১১ মার্চ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নুরুল হক নুর সভাপতি ও গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।জামালপুরের ডিসির ভিডিও ভাইরাল
এটি ভাইরাল খবর কিন্তু সামাজিক অবক্ষয়ের ঘটনা। এই বিষয়টি সামাজি যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
ক্রাইসচার্চে ইতিহাসের বর্বরোচিত হামলা
১৫ মার্চ এই বছর নিউজিল্যান্ডের ক্রাইস চার্চের একটি মসজিদে ট্যারেণ্ট নামক এক শ্বেত খৃষ্টান মুসল্লীদের উপর লাইভ করতে করতে হামলা যা বিশ্বব্যপি মানুষের হৃদয়ে প্রচণ্ডভাবে আঘাত করে।শৃলংকায় ইস্টার সানডে বর্বরতা
২১ এপ্রিল ইস্টারে হামলা চালানো হয়। মানব সভ্যতার শত্রু এমন হামলাকারীরা হামলাকারীদের কারণে সে অস্থিতিশীলতা সৃষ্টি হয়।
ভারতের কাশ্মীর ইস্যুতে উত্তেজনা
৫ই আগস্ট সংবিধানের ৩৭০ ধারা এবং ৩৫ (এ) ধারা বিলুপ্ত করে। এটি এই বছরের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। যা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়।
ডোনার ট্রাম্পের অভিসংসন
ইত্যাদি ঘটনা ছাড়াও অনেক ঘটনা ঘটে ।
ফিরে দেখা ২০১৯ ,
২০১৯ সালের আলোচিত ঘটনাবলি ।
কোন মন্তব্য নেই