১৮ তম NTRCA নিবন্ধন প্রিলি ও লিখিত পরীক্ষার প্রস্তুতি

১৮ তম NTRCA নিবন্ধন প্রিলি ও লিখিত পরীক্ষা্র প্রস্তুতি

১৮ তম নিবন্ধন প্রিলিমিনারি ও লিখিত প্রস্তুতি



প্রথমে প্রিলি নিয়ে শর্টকাট কয়েকটি কথা বলি তার পর লিখিত পরীক্ষার জন্য জুনিয়রদের সুখবর দেব।


কিভাবে ১৭ তম প্রিলির জন্য দ্রুত এবং সহজে প্রুস্তুতি নিবেন এবং সফল হবেন । আমি আমার অভিজ্ঞতা থেকেই কথাগুলো বলব।

আপনার প্রথম কাজ হচ্ছে সবার আগে আপনার সিলেবাস সম্পর্কে পরিপুর্ণ একটি আইডিয়া নেওয়া। এখানে একটুও ফাকি দিতে পারবেন না নয়ত মহাবিপদে পড়বেন ।মানে সব পারলেও আপনার আত্মবিশ্বাস পাবেন না। মনে হবে কিছুই পারেন না। এই চাপের কারণে এক্সাম খারাপ হবে।


সিলেবাস জানার  পর কাজ হচ্ছে আপনি যে পদে এক্সাম দিবেন সে পদের আগের যত প্রশ্ন আছে তা সমাধান করা। আমি আবারো বলছি এটা আপনার ২য় কাজ । কেন এটা আপনাকে করতে বলছি তার কারণ বলি নয়ত হয়ত ভাবতে পারেন আপনি আগে সিলেবাস অনুযায়ী সব পড়ার পর প্রশ্ন দেখবেন । এটা করলে আপনি যতদিন প্রশ্ন দেখতে দেরিকরবেন তত দিন পিছিয়ে যাবেন । কারণ পরীক্ষায় অংশ গ্রহণের উদ্দেশ্য মূলত পরীক্ষায় পাস করা অধিক জ্ঞানী হওয়া নয়। যা জ্ঞান অর্জন করার তা করেছেন এখন এক্সাম ভিত্তিক একটু পরেন । আর প্রশ্নের সাথে একটু বেশি পরিচিত হন তবে পরীক্ষায় একটু বেশি উত্তর দিতে পারবেন এব ং দ্রুত পারবেন। আর একটি বিষয় না বললে নয় , দেখা যায় অধিকাংশ প্রশ্ন একই রকম হয় বা কাছাকাছি হয় । যখন প্রশ্নের ধরন আপনার জানা হয়ে যাবে তখন চাইলে আপনি বিস্তারিত উক্ত বিষয়ে পড়ে নিতে পারবেন এবং আপনার প্রস্তুতিটা আশা করি অনেক ভালোই হবে। আমিও এভাবেই নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমার হয়েছে।


আমার বিশ্বাস উপরের নিয়মে কাজ করলে আপনি নিশ্চিত সফল হবেন ইন শা আল্লাহ। এত চাপ নেওয়ার কিছু নেই ১০০ নাম্বার থেকে মাত্র ৪০ পেলেই প্রিলি পাস । আর এটা আর মেধা তালিকায় যুক্তও হয় না, তাই এর চেয়ে বেশি নাম্বারের কোনো দরকার নাই । নিশ্চিত ৫০-৫৫ টা দাগালেই হয়ে যাবে। আন্দাজে আর দাগানো উচিৎ হবেনা । কারণ প্রিলির জন্য ৪০ নাম্বার যথেষ্ট।



এবার শুনুন সুখবটা কি যদিও এখনো শেষ করতে পারিনি তবে আপনাদের দুয়া আর সাড়া পেলে হয়ে যাবে ইনশা আল্লাহ।


সুখবর! সুখবর!! সুখবর!!!

আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা একটি সুখবর নিয়ে আসছি। তা হচ্ছে বাংলাদেশে আমরাই প্রথম জুনিয়র মৌলোভী ও ক্বারী পদের জন্য জন্য লিখিত গাইড তৈরি করছি। ১৮ তম নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য জুনিয়র মৌলোভী ও ক্বারী পদের জন্য কোনো নির্দিষ্ট গাইড বাজারে নেই। অর্থাৎ আজ ২৬  ফেব্রুয়ারী ২০২০ তারিখ পর্যন্ত কোনো প্রকাশনী ১৮ তম নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য জুনিয়র মৌলোভী পদের বা ক্বারী পদের জন্য কোনো গাইড প্রকাশ করেনি। আমরা প্রচলিত বড় বড় সকল প্রকাশনীর সাথে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, মাদ্রাসার জন্য অর্থাৎ স্কুল পর্যায়-২ এর জুনিয়র মৌলোভী ও মুজাব্বিদ কারী পদের জন্য কোনো বই তারা বের করেনি।



আমরা দুই বন্ধু নীলক্ষেতসহ বিভিন্ন প্রকাশনীতে বই কেনার জন্য যোগাযোগ করে ব্যর্থ হয়ে সিদ্ধান্ত নিলাম এমন একটি গাইড তৈরি করব ইন শা আল্লাহ যা স্কুল পর্যায়-২ মাদ্রসার জুনিয়র মৌলোভী ও মুজাব্বিদ কারী পদের প্রার্থীদেরর যথাযথ উপকারে আসে।


আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে আমরা কাজের অনেকটা এগিয়েছি। ইচ্ছে আছে ১৭তম নিবন্ধনের আগেই বইটি প্রকাশ করা হবে । আশা করি আমরা বইটির কাজ সম্পন্ন করতে পারব খুব শীঘ্রই এবং বইটি প্রকাশ করব ১৭ তম লিখিত নিবন্ধন পরীক্ষার্থীদেরর জন্য।


এখন আমরা জানব তম নিবন্ধন লিখিত পরীক্ষার্থীরা কীভাবে লিখিত পরীক্ষায় ভালো করবেন তাদের জন্য কিছু কৌশল শেয়ার করছি।



আপনাকে সবার আগে জানতে হবে জুনিয়র মৌলোভী পদের লিখিত সিলেবাস কি? সিলেবাস অনুযায়ী পাঠ্য টিপিকগুলো একটি রুটিন করে নিন। 


যারা মাদ্রাসার জুনিয়র মৌলোভী পদে লিখিত পরীক্ষায় অংশ নিবেন তারা কীভাবে প্রস্তুতি নিলে ভালো করতে পারবেন তা বর্ণনা করছি।

১৮ তম নিবন্ধন জুনিয়র মৌলোভী পদের সিলেবাস।

আপনার সিলেবাসটি মূলত ক, ও খ' এই ২টি ভাগে বিভক্ত। 
ক) 'ক' বিভাগে আছে কুরআন, হাদিস ও ফিকহ। এখানে মোট নাম্বার হবে=৬০। আর খ-বিভাগে -৪০।  কুরআন  অংশে কয়েকটি সূরার নাম দেওয়া আছে। পরীক্ষায় শুধু এগুলো থেকে অনুবাদ আসবে। 

সূরাগুলো হচ্ছে, 
১, সূরা বাকারা, ১-১০০ আয়াত পর্যন্ত।
২,সূরা বুরুজ্জ।
৩,সূরা ত্বীন।
৪,সূরা আলাক্ব।

তিনটি অংশ দেওয়া থাকবে, যে কোনো ২টি অংশের অনুবাদ করতে হবে।  ১০*২=২০


হাদিস অংশ থেকে তিনটি হাদিস থেকে ২টির অনুবাদ করতে হবে। ১০*২=২০।


ফিকহ অংশ থেকে তিনটি প্রশ্ন থেকে ২টির উত্তর দিতে হবে।  ১০*২=২০।


খ-বিভাগ=আরবি সাহিত্য ও ব্যাকরণ।

সাহিত্য থেকে ২টি থেকে ১টির অনুবাদ লিখতে হবে। ১০*১=১০।

প্রশ্ন থাকবে ২টি, একটির উত্তর দিতে হবে। ১০*১=১০।


বাংলা থেকে আরবিকরণ থাকবে ২টি। একটি লিখতে হবে। ১০*১=১০


দরখাস্ত বা রচনা যে কোনো একটি লিখতে হবে। ১০*১=১০




এই লেখাটি পড়তে পারেন আরো ক্লিয়ার হবেন,


বইটি পেতে অগ্রিম অর্ডার করতে কমেন্ট করুন।  যদি উল্লেখযোগ্য সাড়া পাই তবে কাজ দ্রুত করব।  

কোন মন্তব্য নেই

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.