মাউদু موضوع, মুফরাদ, মুরাক্কাব বা কালিমা কাকে বলে কত প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা
মাউদু موضوع, মুফরাদ, মুরাক্কাব বা কালিমা কাকে বলে কত প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা
২য় পর্ব
আসসালামু আলাইকুম।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা! موضوع এবং مهمل এর সংজ্ঞার আলোচনা ইতোমধ্যে আমরা প্রথম পর্বে করেছি। এবার আসি موضوع এর প্রকারদ্বয়ের আলোচনায়।
আমরা জানি موضوع দুই প্রকার। যথা-
একঃمفرد(মুফরাদ) একক শব্দ
দুইঃمركب(মুরাক্কাব) যুক্ত শব্দ
একঃمفرد এর আলোচনা-
মুফরাদ বা مفرد আরবি ভাষায় প্রত্যকটি অর্থবোধক একক শব্দকে বলে।
অর্থাৎ কোনো শব্দের অর্থ থাকতে হবে এবং আলাদাভাবে একক অবস্থায় ব্যবহার হবে
যেমন-(১)كتاب(কিতাবুন) অর্থ একটি বই
এখানে كتاب আলাদাভাবে ব্যবহার হয়েছে এবং এর অর্থও আছে এজন্য এটি মুফরাদ।
(২) في ফি, অর্থ মধ্যে।
এখানে في শব্দটি আলাদাভাবে একক অবস্থায় হয়েছে এবং এর অর্থও আছে। এজন্য এটি মুফরাদ।
(৩) ضرب زيد(দ্বরাবা যাইদুন) অর্থ যায়েদ প্রহার করল এখানে ضرب টি আলাদা ভাবে একক অবস্থায় ব্যবহার হয়েছে এবং এর অর্থও আছে তাই এটি মুফরাদ।
অনুরুপভাবে একটি জুমলার মাঝে যতগুলো শব্দ আছে সবগুলো আলাদা আলাদাভাবে মুফরাদ।
যেমন-إن الدين عند الله الإسلام
উল্লেখ্যঃ জানার ব্যাপার হচ্ছে مفرد এর অপর নাম كلمة(কালিমা)
মুরাক্কাব বা مركب কাকে বলে
মুরাক্কাব বা مركب বলা হয় একাধিক
মুফরাদ একত্র হওয়াকে। অর্থাৎ দুই বা ততোধিক মুফরাদ একত্র হলে এদের যুক্ত হওয়াকে مركب বলা হয়।
যেমন-(১)غلام زيد(গুলামু যায়দিন) অর্থ-যায়েদের গোলাম।
এখানে غلام এবং زيد এই দুটি মুফরাদের সমন্বয় হয়েছে এজন্য এটি مركب হয়েছে।
(২) ضرب زيد عمروا অর্থ-যায়েদ আমরকে প্রহার করেছে।এখান তিনটি মুফরাদের সমন্বয়ে مركب হয়েছে।
পরের পোস্টে كلمة এর প্রকারসমূহের আলোচনা হবে ইনশাআল্লাহ।
ভুল ক্রটি ক্ষমার চোখে দেখবেন এবং কমেন্ট জানিয়ে দিবেন।
সবার প্রতি অনুরোধঃ
সবাই مفرد এবং مركب এর ৫ টি করে উদাহরণ কমেন্টে লিখুন।
Marshall
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুন