কালিমা বা শব্দ কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা
৩য় পর্ব
আসসালামু আলাইকুম।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা! আশা করি সবাই ভালো আছেন।
গত পর্বে موضوع এর প্রকার আলোচনা করা হয়েছে।
এখন কালিমা এর প্রকারসমূহ আলোচনা হবে ইনশাআল্লাহ।
আরবি كلمة বা শব্দ তিন প্রকার,
যথা-একঃاسم(ইসম)
দুইঃفعل(ফেল)
তিনঃحرف(হরফ)
একঃاسم এর আলোচনা-
ইসম বা নাম কাকে বলে?
ইসম বা اسم বলা হয় যা নিজেই নিজের অর্থ প্রকাশ সম্পূর্ণরুপে করতে পারে এবং তাতে তিন কালের কোনো এক কাল পাওয়া যায়না।
অর্থাৎ শব্দটা এমন হতে হবে যা নিজের অর্থ অন্যকে ছাড়া নিজেই সম্পূর্ণরুপে প্রকাশ করবে এবং তিন কালের(অতিত,বর্তমান,ভবিষ্যৎ) কোন একটি কালও থাকবে না।
যেমনঃ
(১)زيد (যায়েদ) এটা কোনো এক ব্যক্তির নাম এতে কোনো কাল নেই এবং নিজেই নিজের অর্থ সম্পূর্ণরুপে প্রকাশ করেছে। নামটা বলার জন্য কোনো কালের প্রয়োজন হয় না।
(২)القلم (কলম) এটি নিজেই নিজের অর্থ সম্পূর্নরুপে প্রকাশ করেছে এবং এর মাঝে কোনো কাল নেই।
দুইঃفعل এর আলোচনা-
ফেয়েল কাকে বলে?
ফেয়েল বা فعل বলা হয় যা নিজেই নিজের অর্থ সম্পূর্ণরুপে প্রকাশ করতে পারে এবং কালের সাথে মিলিত হয়।
অর্থাৎ শব্দটা এমন হতে হবে যার নিজের অর্থ সমপূর্ণরুপে প্রকাশ করবে এবং তিন কালের কোনো এক কালের সাথে সম্পৃক্ত থাকবে।
যেমনঃضرب زيد অর্থ যায়েদ প্রহার করলো।
এখানে ضرب অর্থ প্রহার করলো আর এটা নিজের অর্থ নিজেই সম্পূর্ণরুপে প্রকাশ করেছে এবং এর মাঝে তিন কালের কোনো এক কাল পাওয়া গিয়েছে সেটা হলো অতিত কাল তাই এটি فعل হয়েছে।
তিনঃحرف এর আলোচনা-
হরফ কাকে বলে?
হরফ বা حرف বলা হয় যা অন্যের সাথে মিলা ব্যতিত নিজের অর্থ সম্পূর্ণরুপে প্রকাশ করতে পারে না।
অর্থাৎ শব্দটা অন্যের সাথে মিলতে হবে,তবেই তার নিজের অর্থ সম্পূর্ণরুপে প্রকাশ করতে পারবে,তা নাহলে নিজের অর্থ সম্পূর্ণরুপে প্রকাশ করতে পারবে না।
যেমনঃ من)মিন) অর্থ- হতে।
শুধু হতে বললে কি হতে সেটা বুঝতে কষ্ট হচ্ছে অর্থাৎ মনের মাঝে প্রশ্ন থেকেই যায়। যার কারনে তার অর্থটা সম্পূর্নরুপে প্রকাশ পায়নি,
এখন যদি এটা অন্য কোনো শব্দের সাথে মিলানো হয় তাহলে তার অর্থটা সম্পূর্ণ প্রকাশ পাবে, যেমনঃمن زيد অর্থ-যায়েদ হতে.
এখানে من হরফ টি زيد এর সাথে মিলার কারণে তার অর্থ সম্পূর্ণরুপে প্রকাশ পেয়েছে।
পরের পোস্টে এগুলোর আলামত নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।
ভুল ক্রুটি ক্ষমার চোখে দেখবেন এবং ভুল গুলো কমেন্ট করে জানিয়ে দিবেন।
যদি আরবি ব্যাকরণ শিক্ষা বা আরবি শিক্ষা নিয়ে আপনি লিখতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করুন।
কোন মন্তব্য নেই