মাবনী কত প্রকার কি কি উদাহরণ সহ বিস্তারিত আলোচনা

মাবনী কত প্রকার কি কি উদাহরণ সহ বিস্তারিত আলোচনা 

পর্ব -১৪



মাবনি এর প্রকারভেদের আলোচনা-
মাবনি প্রথমত তিন প্রকার যথা-
একঃمبني اصل(মাবনি আসল)
দুইঃمشابه مبني(মুশাবাহ মাবনি)
তিনঃمبني عارض(মাবনি আরেয)

*একঃ*مبني اصل বলা হয় যে মাবনি اصلا(আসলান)মাবনি হয়। যেমন-সমস্ত হরফ

*দুইঃ*مشابه مبني বলা হয় যে মাবনিগুলো مبني اصل এর সাথে সাদৃশ্য রাখে।যেমন-اسماء اشارة কারন এগুলো হরফ এর সাথে সাদৃশ্য রাখে,হরফ যেরকম অন্য শব্দের সাথে মিলা ব্যতীত নিজের অর্থ সম্পূর্নরুপ প্রকাশ করতে পারেনা সেরকম ইসমে ইশারা গুলোও তার مشار اليه ছাড়া নিজের অর্থ সম্পূর্ন রুপে প্রকাশ করতে পারেনা,যেমন-هذا القلم (এই কলমটি) এখানে যদি শুধু মাত্র هذا বলা হতো তাহলে এর অর্থটি সম্পূর্নরুপ প্রকাশ হতো না।

*তিনঃ*مبني عارض বলা হয় যেসমস্ত শব্দ কোনো কারনবশত এগুলো মাবনি হয়ে যায়।যেমন-لا رجل في الدار (লা রজুলা ফিদ দ্বার) এখানে رجل মুরাব ছিল কিন্তি لا نفي جنس এর মুফরাদ নাকেরা হওয়ার কারনে মাবনি হয়ে গেছে।

মাবনি আসল এর প্রকারভেদ-


মাবনি আসল তিন প্রকার।যথা-
একঃجميع حروف অর্থাৎ সমস্ত হরফ মাবনি আসল।যেমন-من
দুইঃفعل ماضي অর্থাৎ ফেলে মাযি মাবনি আসল।যেমন-ضرب
তিনঃامر حاضر معروف মাবনি আসল।যেমন-إضرب

আগামি পর্বে মুশাবাহ মাবনি এর প্রকারসমূহ আলোচনা হবে ইনশাআল্লাহ।

ভুল ক্রুটি ক্ষমার চোখে দেখবেন এবং অবগত করবেন।


লেখকঃ জনাব আল-আমীন

কোন মন্তব্য নেই

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.