কোরাস কী কাকে বলে ? কোরাসের ভূমিকা সংক্ষেপে লেখ।

কোরাস কী কাকে বলে ? কোরাসের ভূমিকা সংক্ষেপে লেখ।

বাংলা সাহিত্যে কোরাস কি



কোরাস কাকে বলে


গ্রিক ট্রাজেডি তে কোরাস প্লট এর অন্যতম এবং অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। এরিস্টটলের পোয়েটিকসে কোরাস সম্পর্কে বেশি কিছু বলেননি। কারণ গ্রিক ট্রাজেডি তে কোরাসের ভূমিকা ছিল স্বতঃসিদ্ধ। অষ্টাদশ পরিচ্ছেদের একেবারে শেষে কয়েকটি বাক্যে কোরাস সম্পর্কে সামান্য কয়েকটি কথা তিনি বলেছেন।আমরা সেগুলি নিয়ে আলোচনা করব।


কোরাস হল গ্রিক নাটকের আদি উৎস। ট্রাজেডির উদ্ভবের ইতিহাস থেকে জানা যায়, দেবতার উৎসবে অনেক লোক একসঙ্গে মুখোশ পরে নৃত্যগীত করতো এবং শোভাযাত্রা করতো।এই সমবেত নৃত্যগীতের শিল্পীরাই ট্রাজেডিতে কোরাসে পরিণত হয়।প্রত্যেক গ্রিক ট্রাজেডি তে প্রধান সক্রিয় চরিত্রগুলি ছাড়াও থাকতো একদল মানুষ যারা নাট্যক্রিয়ার মাঝে মাঝে সমবেতভাবে নাটকের মূলভাবটি ব্যাখ্যা করে দিত। অবশ্যই এই ব্যাখ্যা হতো নাটককারের অভিপ্রায় অনুসারে কখনো কখনো কোরাস সংলাপেও অংশ গ্রহণ করত। ইসকাইলাস ও সফোক্লিসের ট্রাজেডিতে নগরের প্রবীণেরা থাকতো কোরাস এর ভূমিকায়।


এরিস্টোটল কোরাস সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ কথা লিখেছেন-


১."কোরাস কে একজন অভিনেতা হিসেবে গণ্য করতে হবে।" (অষ্টাদশ পরিচ্ছেদ)

২."কোরাস হবে সমগ্র নাটকের একটি উপাদান, নাটকের ক্রিয়া তে অংশগ্রহণ করবে-ইউরিপিডিসের নাটকের মতো নয়, সফোক্লিসের নাটকের মতো।"


এখান থেকে বোঝা যায় যে কোরাসের ভূমিকা পরম্পরা-বাহী ধরনটিই এরিস্টটলের পছন্দ ছিল। মেদিয়া নাটকের বৈচিত্র তিনি পছন্দ করেননি।

নাটকের গঠনের দিক থেকে অ্যারিস্টোটল কোরাসকে খানিকটা প্রাকরনিক ভূমিকাও দিয়েছেন। 

দ্বাদশ পরিচ্ছেদে তিনি বলেছেন ট্রাজেডির প্লট বিভক্ত হবে তিনটি অংশে-

  • প্রোলোগ,
  • এপেইসোদ এবং 
  • এক্সোদ।


এক.
প্রলোগ হল তাই যা কোরাসের পূর্বে থাকে। 

দুই.
কোরাস এর মধ্যবর্তী অংশ হলো এপেইসোদ।

তিন.
এক্সোদ হল ট্রাজেডির শেষ অংশ যার পরে আর কোন করার থাকেনা।


এছাড়াও অ্যারিস্টোটল এই পরিচ্ছেদে বলেছেন যে, প্রথম কোরাস এর নাম হল প্যারোদ এবং স্তাসিমোন হল -"ত্রোখী বা আনাপায়েস্তে লেখা নয় এমন কোরাসের গান।আর কোমমোস(কোমমোই) হল এক শোকসংগীত, সেই সংগীত অভিনেতারা এবং কোরাসের দল সকলে মিলেই গায়।"[দ্বাদশ পরিচ্ছেদ]

কোরাস সম্পর্কে এরিস্টটলের কথা এটুকুই। গ্রিক নাটকের যুগের পরে কোরাস এর ভূমিকায় প্রথাসিদ্ধ ধরন বদলে যায়। রেঁনেসাস পর্বের নাটকে বহু বিচিত্র উপায়ে কোরাস এর কাজ সম্পন্ন হয়েছে। আবার কেউ কেউ কোথাও কোথাও কোরাস পরেও ব্যবহার করেছেন। যেমন -শেলী, এলিয়ট।

সুতরাং বলা যায় যে,ট্রাজেডির ষড়ঙ্গের প্লট বা কাহিনির একটি বিশেষ অঙ্গ হচ্ছে কোরাস। 

কোন মন্তব্য নেই

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.