সাবজেক্ট রিভিউ: আন্তর্জাতিক ব্যবসায় - International Business
সাবজেক্ট রিভিউ: আন্তর্জাতিক ব্যবসায় - International Business
এই বিভাগের প্রতিষ্ঠাকাল ৮ নভেম্বর ২০০৭। সাফল্যের ১২ টি বছর অতিক্রম করে পদার্পন করতে যাচ্ছে ১৩ তম বছরে। অপেক্ষারত নতুনদের উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস। বর্তমান এই তথ্যের দুনিয়ায় আমরা আন্তর্জাতিক ব্যবসা সম্পর্কে সবাই কমবেশি জানি। সাথে সাথে জানি এর গুরুত্বের কথাও। এই বিশেষায়িত ডিপার্টমেন্টটি ২০০৭ সালে সময়ের প্রয়োজনেই খোলা হয়েছিলো। বর্তমান গ্লোবালাইজেশনের যুগে নিজের দেশকে বিশ্বের কাতারে শামিল করার জন্য দরকার গ্লোবালাইজেশন এবং আন্তর্জাতিক ব্যবসায় এর উপর বিশেষায়িত জ্ঞানে গুণসম্পন্ন মানবসম্পদ। তারই প্রেক্ষিতে আমাদের "ইন্টারন্যাশনাল বিজনেস" ডিপার্টমেন্টের সূচনা। আসুন আমাদের বিভাগের কিছু বিশেষ তথ্য জেনে নিই।
- ১. আপনি ঠিকই ভাবছেন, ব্যবসায় সংক্রান্ত বেসিক কোর্সের সাথে সাথে রয়েছে একই কোর্সের আন্তর্জাতিক ব্যবসায়ের উপর আলাদা কোর্স যা একেবারেই অন্য ডিপার্টমেন্ট থেকে আলাদা।
- ২. আপনাকে ক্লাসের প্রথম দিন থেকেই যেকোনো বিষয়ের উপর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় এই দুটো বিষয় নিয়েই ভাবতে হবে।
- ৩. বিভাগের কোর্সগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে করে আপনি যে ব্যাকগ্রাউন্ডের হোন না কেন, সবকিছুই আয়ত্বের মধ্যে পাবেন যা অন্যান্য ইউনিটের ছাত্রছাত্রীদের জন্য বেশি গুরুত্বপূর্ণ।
- ৪. আর সবচেয়ে বড় দিক হলো, আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকদের আন্তরিকতা। আপনি যদি এখানে ভর্তি হওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন, তাহলে বলা যায়, আপনার আগ্রহ করাটা যৌক্তিক। কারণ, বিভাগের কোর্সগুলি বিশেষায়িত হওয়ায় শিক্ষকরা সবসময়ই পড়াগুলো শিক্ষার্থীদের আন্তরিকতার সহিত পড়ান।
আন্তর্জাতিক ব্যবসায় বিভাগে পড়ে ক্যারিইয়ার
- ১। দেশকে এগিয়ে নেয়ার জন্য Economic Diplomacy দরকার অনেক বেশী। সেক্ষেত্রে প্রশাসন বা ফরেন ক্যাডারে জয়েন করে আপনি Economic Diplomacy তে বেশী ভ্যালু এড করতে পারবেন।
- ২। সরকারী-বেসরকারী যে কোন Procurement এ আপনি আলাদা ভ্যালু এড করতে পারেন।
- ৩। দুই দেশের যত বাণিজ্য চুক্তি হয়ে থাকে সেখানে ভ্যালু এড করতে পারেন। মোটকথা যেখানেই দুই দেশের মধ্যে কোন বিজনেস ইস্যু থাকবে সেখানেই আপনার আলাদাভাবে অবদান রাখার সুযোগ আছে।
- ৪। দেশের মধ্যে অবশ্যই export Import oriented ফার্মে আপনার আলাদাভাবে ভ্যালু এড করার সুযোগ আছে।
- ৫। মাল্টিন্যালশনাল ফার্মের কালচার আয়ত্ত করা আপনার জন্য অনেক সহজ হবে। সেক্ষত্রে MNC তে আপনার একটা আলাদা সুবিধা থাকছে।
- ৬। C & F agent এ কাজ করার সুযোগ আছে।
- ৭। আর আপনার নিজেকে অন্য দেশে এক্সপোর্ট করার সুযোগ তো থাকছেই।
- ৮। যে কোন International Non-governmental or International Body তে আপনি আলাদাভাবে অবদান রাখতে পারেন।
- ৮। পরিবেশের ভিন্নতা, মানুষের আচরণ ভিন্নতা এবং দেশের ভিন্নতা নিয়ে এই সাবজেক্টে অনেক ডিটেইলস পড়ানো হয়। এই বিষয়গুলো আপনাকে যে কোনো ব্যবসায়ের Business Advisor, Business Analysts, Management Consultant হতে অনেক বেশী সাহায্য করবে। আপনার মধ্যে একটা গ্লোবাল মাইন্ড সেট তৈরী করবে যা আপনাকে আউট অফ বক্সে গিয়ে চ্যালেঞ্জ নিতে সাহায্য করবে।
- ৯। উদ্যাক্তা হতে হলে নতুন নতুন বিজনেস এর সুযোগ খুজে নিয়ে আসতে হয়। বুঝতেই পারছেন আইবি তে পড়লে উদ্যাক্তা হওয়ার গুণাবলীগুলো আপনার মধ্যে অনেকাংশই জন্ম নিবে। এই ১১ বছরের জার্নিতে আমাদের অনেক সিনিয়র বড় ভাই উদ্যাক্তা হিসাবে ইতিমধ্যে নিজের আসন মার্কেটে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
- এভাবে সরকারী বেসরকারী দেশী বিদেশী অনেক ফার্মে আপনি আলাদাভাবে ভ্যালু এড করতে পারেন। গতানুগতিক ব্যাংক জব ছাড়াও আর কোথায় কোথায় এই ডিপার্টমেন্টে পড়ার কারণে অগ্রাধিকার পাবেন? ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে কাজ করতে গেলে আপনি নানানভাবে শুরু থেকেই ভ্যালু এড করতে পারবেন।
Foreign Exchange Department
- ১। ব্যাংক ছাড়া কি International Trade সম্ভব?
- LC(Letter of Credit), Bank Guarantee, currency conversion এই গুলো ছাড়া কি International Trade সম্ভব?
- International Trade ছাড়া কি একটা দেশের ইকোনমি আগাবে?
- ২। একজন ব্যাংকার যদি customs documents, export documents, Bill of lading, Invoice, Bill of exchange, HS code না বুঝে customs clearance না বুঝে তাহলে কি সে International Banking Division/Foreign Exchange Division/Trade Finance এ কাজ করার মাধ্যমে International Trade এ অবদান রাখতে পারবে?
- ৩। International Banking Division এর একজন কর্মকর্তাকে একটা দেশের export import policy পুরোপুরি জানতে হয়। তাকে দেশের Foreign Exchange Policy জানতে হয়। কোন কোন দেশের সাথে বাণিজ্য করা যাবে আর কাদের সাথে করা যাবেনা তার বিস্তারিত জানতে হয়। তাকে জানতে হয় UCPDC, URR সহ আরো অনেক International Trade Practice.
- ৪। Money Laundering এর অন্যতম হাতিয়ার হচ্ছে under invoicing and over invoicing. সে ক্ষেত্রে এই ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের প্রতিটি প্রোডাক্টের ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে সম্যক ধারণা থাকতে হয়।
- ৫। আপনার যদি কখনো এই ডিপার্টমেন্টে কাজ করা সুযোগ হয় তাহলে দেখবেন এই জায়গার বেশীরভাগ Terms আপনি কোনো না কোনভাবে আগে শুনেছেন IB তে পড়ার সময়। Credit Risk Management and Credit Marketing Department
- ৬। সাধারণ অর্থে Credit মানে কাউকে লোন দেয়া। Credit Marketing Department কাউকে লোন দেওয়ার ব্যাপারে একটা প্রপোজাল সাবমিট করে আর Credit Risk Management সেটা এপ্রোভ করে। আপনিতো জানেন এই বিশ্বে এখন প্রতিযোগীতা কোন পর্যায়ে আছে। সে হিসাবে কাউকে লোন দেওয়ার আগে আপনার বুঝতে হবে যাকে লোন দিচ্ছেন সে এই প্রতিযোগীতায় ভালভাবে ঠিকে থেকে আপনার টাকা ফেরত দেওয়ার মতো অবস্থায় আছে কিনা?
এটা ঠিক যে ব্যাংকে জয়েন করার পর ব্যাংক আপনাকে এই সব বিষয়ে ট্রেনিং দিবে। তারপরেও ট্রেনিং এর আগেই যদি এই বিষয় সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা থাকে সেটা আপনাকে বাকিদের থেকে এগিয়ে রাখবে বলেই আমার বিশ্বাস।
এই ডিপার্টমেন্টে পড়াশোনার ধরণ
Business এর অনেক ফাংশান থাকে যার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো মার্কেটিং, ফাইন্যান্স, একাউন্টিং, এবং ম্যানেজমেন্ট। এই ফাংশানগুলো Business এর অংশ। আর International Business? International Business নিজেই হচ্ছে Business। সাধারণত যখন দুইটা দেশের নাগরিক বা দুই দেশের দুই বা একাধিক পক্ষের মধ্যে Business হয় তখন সেই Business কে International Business বলা হয়। Business এ যেমন মার্কেটিং, ফাইন্যান্স, একাউন্টিং, ম্যানেজমেন্ট সহ আরো অনেক ফাংশান থাকে, একি ফাংশান গুলো International Business এর মধ্যে থাকে আরেকটু বড় পরিসরে।
সাধারণত Domestic Business এর ক্ষেত্রে Business এর সব ফাংশান কে single national setting থেকে ডিস্কাস করা হয়ে থাকে আর International Business এর ক্ষেত্রে সব ফাংশান কে different national setting থেকে ডিস্কাস করা হয়। সে হিসাবে International Business এর পরিসর সাধারণ Business এর পরিসর থেকে অনেক বড় এবং জটিল। বাকী সাব্জেক্টগুলো Business এর কোনো একটা ফাংশান নিয়ে কাজ করে আর International Business (IB) department কে সব ফাংশান নিয়ে কাজ করতে হয়। সে হিসাবে আপনি প্রশ্ন করতে পারেন যেখানে অন্য সাব্জেক্টগুলো চার বছরে একটা ফাংশানে ফোকাস করে সেখানে আইবি কিভাবে এতোগুলো ফাংশানে ফোকাস করে? আসলে বিশ্ববিদ্যালয় আপনার মধ্যে সক্ষমতা তৈরী করে দেয়। আপনার মধ্যে একটা মাইন্ডসেট তৈরী করে দেয়। আপনাকে ব্যবসার পরিবেশের সাথে পরিচয় করে দেয়। আইবি এই কাজটি অনেক সফলতার সাথেই করে চলেছে।
আমরা যারা উচ্চ শিক্ষায় আসি তারা অনেকে পড়া লেখা করতে হয় বলে আসি। পড়ালেখার আগ্রহ আমাদের টেনে আনেনা। সমাজ পরিবার মনে করে সবাই কে এইচএসসি পাশ করে বিবিএ এমবিএ করতে হবে তাই আমরা বিবিএ এমবিএ করতে আসি। এতে করে যে সমস্যাটা হয়, ছাত্র-ছাত্রীরা মনে করে ভর্তি যেহেতু হয়েছি এক সময় পাশ করেই যাবো। এটা ভুল ধারণা। বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশুনার মাত্রা থাকে সর্বোচ্চ পর্যায়ে। বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ পর্যায়ের জ্ঞান নিতে চাইলে আপনাকে সর্বোচ্চ লেভেলে পরিশ্রম করতে হবে। আর মিনিমাম লেভেলে জ্ঞান নিতে হলেও আপনাকে যে পরিশ্রম করতে হবে তা আগের তুলনায় অনেক বেশী। বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম কানুন সেগুলো আইবি ডিপার্টমেন্ট অনেক কঠোরভাবে মেনে চলে।
এই ডিপার্টমেন্টে যা পড়ানো হয় তা যদি আপনি নিজের মধ্যে ধারণ করতে পারেন তাহলে আপনি অনেকের মধ্যে একজন হবেন এতে আমার সন্দেহ নাই। প্রস্তুতিক্ষেত্র কঠিন হলেই যুদ্ধক্ষেত্রে ভালো করা যায়। আপনি যেহেতু বাস্তবজীবনে (যুদ্ধক্ষেত্র) অনেকের মধ্যে একজন হবেন, সে হিসাবে ছাত্রজীবনে (প্রস্তুতিক্ষেত্র) আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। ছাত্রজীবনের প্রধানকাজ হলো পড়াশোনা করা। নানান বাস্তবতার কারণে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের প্রধানকাজ পড়াশোনা থাকেনা। আইবি ডিপার্টমেন্ট থেকে ভালো রেজাল্ট সহো নিজের মধ্যে high level এ knowledge, skills and abilities তৈরী করতে চাইলে প্রায়োরিটি পড়াশোনা কে রাখতে হবে। অন্য কিছুকে প্রায়োরিটিতে রেখে এখান থেকে সর্বোচ্চ নেয়াটা কঠিন তবে অসম্ভব নয়।
স্বীকারোক্তি
এই রিভিউটি ডিপার্টমেন্টের শিক্ষক ও সিনিয়র ভাইদের বিভিন্ন সময় পোস্ট করা লেখার উপর ভিত্তি করে তৈরি করা। রিভিউটি করার আগে তাদের কাছ থেকে যথাযথ অনুমতি নেওয়া হয়েছে।
Regarding
Roki Hasan, IB (২০১৬-১৭)
University of Dhaka
কোন মন্তব্য নেই