আসমায়ে মারফুআত কি কয়টি ও কি কি? আরবিতে কখন পেশ হয়?

আসমায়ে মারফুআত কি কয়টি ও কি কি?
পেশ হয় এমন ইসিম কয়টি কি?

আসমায়ে মারফুআত কি কয়টি ও কি কি? পেশ হয় এমন ইসিম কয়টি কি



প্রিয় বন্ধুরা! ! আশা করি সবাই ভালো আছেন । আজ আমরা আরবি ভাষার গুরুত্ব পূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে আসমায়ে মারফুআত।



যদি এগুলো আপনি ভালো করে জানেন তাহলে আপনি জানতে পারবেন আরবিতে কোথায় পেশ হয়। তখন কোনো শব্দে পেশ না থাকলেও আপনি জানবেন পেশ হবে কিনা। এভাবে সবগুলো বিষয় জানলে আপনি যের যবর পেশ ছাড়া আরবি পড়তে পারবেন।


চলুন আগে আসমায়ে মারফুআত এর পরিচয় জেনে নেই



আসমায়ে মারফুআত হচ্ছে রফাযুক্ত ইসিম। অর্থাৎ এমন কিছু ইসিম যেগুলো সর্বদা পেশ যুক্ত হয় চাই সেটা উহ্যভাবে বা প্রকাশ্যে।



আসমায়ে মারফুআত ৮ প্রকার নিচে তা উদাহরণ সহ দেয়া হলো।


১।ফায়েল--- কর্তা= فاعل
উদাহরণ--- كتب خالد
এখানে খালেদ ফায়েল,পেশ হবে।



২।নায়েবে ফায়েল -- কর্তার স্থলাভিষিক্ত=ناء الفاعل
উদাহরণ--- سرق قلم
এখানে কলম নায়েবে ফায়েলে পেশ হবে।


৩।মুবতাদা -- উদ্দেশ্য= مبتدا
উদাহরণ---- الحق مر
এখানে আল-হাক্ব শব্দিটি মুবতাদা,পেশ হবে।


৪।খবর--বিধেয়=خبر
উদাহরণ---الطريق واسع
এখানে ওয়াসিউন শব্দটি খবর,এতে পেশ হবে।




৫।খবরে ইন্না---- ইন্নার বিধেয়= خبر إن
উদাহরণ-....إن اللـــــه عليـــم حكيم
এখানে আলিমুন হাকিমুন,ইন্নার খবর,পেশ হবে।



৬।ইসমে কানা--- কানার ইসিম বা নাম=اسم كـــــان واخواتها
উদাহরণ--كــــان اللــــه عليمــــا مكيمـــا
আল্লাহ শব্দটি কানা এর ইসিম, এটা পেশ হবে।



৭।ইসমে মা ও লা -- মা এবং লা এর ইসিম।=إسم ما و لا
উদাহরণ---مــا خــالد عالمـــا،لا مـــاجد حاضرا
খালেদ ও মাজেদ দুটি শব্দ যথাক্রেম মা ও লা এর ইসিম। পেশ হবে।


৮।খবরে লা আল্লাতি লিনাফয়িল জিন্স --- জিনসে বা সত্তাকে নিষেধকারী লা এর খবর।جبر لا التي لنفي الجنس

উদাহরণ----لـا طالب حاضـــر

তালিব শব্দিটি  লা এর খবর, এটি পেশ হবে।




তাহলে আজ আর নয়, আপনাদের কমেন্ট পেলে আরও নতুন কিছু লিখব।


৫টি মন্তব্য:

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.