ইলমুন নাহুর পরিচয় উদাহরণসহ। ও ইলমুন নাহুর কাজ কি?
ইলমুন নাহু কাকে বলে? উদাহরণ সহ। ইলমু নাহুর কাজ কি?
আস্সালামু আলাইকুম!! প্রিয় শিক্ষার্থী বন্ধুরা!! আশা করি আপনারা সবাই ভালো আছেন,যারা নাহু-সরফ শিখতে চান তাদের জন্য আমাদের এই আয়োজন।
আজ আমরা আরবি গ্রামারের ইলমুন নাহু অংশ নিয়ে আলোচনা করব। ইলমুন নাহু কি? কেন পড়তে হবে বা ইলমুন নাহুর কাজ কি? কিভাবে পড়তে হবে? ইত্যাদি
চলুন তাহলে প্রথমে জেনে নেই ইলমুন নাহুর পরিচয়।
ইলমুন শব্দের অর্থ শাস্ত্র, নাহুর অনেক অর্থ রয়েছে, যেমন, দিকে, ইচ্ছে করা, নিক্ষেপ করা, ইত্যাদি
ইলমুন নাহু বলা হয় এমন শাস্ত্রকে... যা পাঠ করলে শব্দের শেষের অবস্থা সম্পর্কে জানা যায়।
শব্দের শেষের অবস্থা মানে হচ্ছে, শব্দের শেষে যের, যবর,পেশ ইত্যাদি কোনটা হবে তা জানা যায়। আমরা উদাহরণের মাধ্যমে বুঝার চেষ্টা করি।
ضرب زيد عمرا
এই বাক্যটিরর উচ্চারণ হবে Daraba jaidun amran,বা দারাবা যাইদুন আমরান। দারাবা নিয়ে সরফ সাস্ত্রের মধ্যে আলোচনা করা হবে,কারণ দারাব হচ্ছে ফেয়েল।
আর সরফের মধ্যে ফেয়েল নিয়ে আলোচনা করা হয় আর ইসিম হরফ ইত্যাদি বাকী সব নিয়ে নাহুতে আলোচনা করা হয়।
উক্ত বাক্য থেকে প্রশ্ন হচ্ছে----
১, যাইদুন শব্দের শেষে কেন পেশ হলো?
২,আমরান শব্দের শেষে কেন যবর হল?
১নাম্বারের উত্তর :---- যাইদুন শব্দটা হচ্ছে দারাবা ফেয়েলের ফায়েল, আর আমরা জানি ফায়েল সর্বদা পেশ হয়, এরকম পেশ হওয়ার মত জিনিস আছে ৮টি।এগুলোকে মারফুআত বলা হয়।
৮ প্রকার মারফুআত জানতে এখানে ক্লিক করুন---
ফায়েলকে বাংলায় কর্তা বলা হয়। অর্থাৎ যে কাজটি সম্পাদন করে তাকে ফায়েল বলে আর ফায়েল শব্দটা সর্বদা পেশযুক্ত হয়।
২,নাম্বার প্রশ্নের উত্তর---- আমরান শব্দটি হচ্ছে দারাব ফেয়েলের মাফউল, মানে হচ্ছে যাইদুন ফায়েল বা কর্তার কাজটি আমরান এর উপর পড়েছে। আর মাফউল সর্বদা মানসুব বা যবর হয়।
এরকম নসব হতে পারে মোট ১২ টি জিনিসের উপর। এগুলোকে আসমায়ে মানসুবাত বলা হয়।
১২ প্রকার আসমায়ে মানসুবাত জানতে এখানে ক্লিক করুন---
এবার আসি এগুলো কিভাবে বুঝবেন----
প্রথমত এগুলো বুঝার জন্য নাহু সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। অর্থাৎ সবগুলো পরিভাষা জানতে হবে।
সাধারণত তিনটি বিষয়ে ভালো জানলে নাহু জানা যাবে----
১,শব্দার্থ
২,শব্দের পরিবর্তন (ফেয়েল) ইলমুস সরফ
২,নাহুর পরিভাষাগুলো সংগাসহ বুঝা এবং জানা।
ইলমুন নাহু ও সরফ শেখার জন্য আমাদের সাথেই থাকুন--- আল্লাহ হাফেজ
আতহডহতহগতগটহটহুএ
উত্তরমুছুন