হারফে জার কাকে বলে? হরফে জার কয়টি ও কি কি? হরফে জার এর আমল কি?

হারফে জার কাকে বলে? হরফে জার কয়টি ও কি কি? হরফে জার এর আমল কি?


ما هو الحروف الجارة؟وكم حرفا للجارة؟وما هي؟وما أعمالها؟



*হরফে জার এর পরিচয়।


আরবি ভাষায় বিশেষ্য বা ইসম এর আগে কিছু অব্যয় বা বর্ণ এসে সেই ইসম বা বিশেষ্যটিকে যের দেয় এরকম হরফকে হরফে জার বলা হয়।

যেমন- كتبت بالقلم  = কাতাবতু বিল ক্বলামি।  এখানে قلم বিশেষ্যটির পূর্বে হরফে যার "বা" আসার কারণে শব্দের শেষাক্ষর মিমে যের দেয়া হয়েছে।


*আরবিতে হরফে জার/যার ১৭টি।


১.ب বা , সাথে অর্থে।

=كتــبت بالقلـــــم.
কাতাবতু বিল ক্বলামি,
আমি কলম দ্বারা লিখলাম।

২.ت তা , শপথ অর্থে,

=تاللــــه لا أفعل كـــذا.
তাল্লহি লা'আফ্আ'লু কাযা।
আল্লাহর শপৎ আমি এমনটা করব।

৩.ك কাফ,উপমা অর্থে,

 =لـــيس كمـثلـــه شيء.
লাইসা কামিসলিহি শাই'।
তাঁর মত কেউ বা কিছু নেই।

৪.ل লাম,জন্য অর্থে।

=الكراســة لخالـــد.
আল-কুররাসাতু লি,খালিদিন।
খাতাটি খালিদের।

৫.و, ওয়াও,শপথ অর্থে

 =واللــــه لأصوم.
ওয়াল্লহি লা'সুমু।
আল্লাহর শপথ! আমি রোজা রাখব।

৬.منذ মুনযু, যাবৎ অর্থে,

 =مارأيتـــك منذ ثلاثة أيام.
মা রআইতুকা মুনযু সালাসাতে আইয়ামিন।
আমি তোমাকে তিনদিন যাবৎ দেখছিনা।

৭.مذ মুয) যাবৎ অর্থে,

=قرأت مذ ثلاثة ساعات.
ক্বরা'তু মুয সালাসাতি সা'আতিন।
আমি তিন ঘন্টা যাবৎ পড়ছিলাম।

৮.خلا খলা,ব্যতিত অর্থে,

 =جاء خالد خلا زيد.
জা'আ খালিদুন খলা যাইদিন।
খালেদ এসেছে যায়েদ ছাড়া।

৯.رب রুব্বা,সামান্য, কম অর্থে,


 = رب رجل صالح.
রুব্বা রজুলিন সলিহিন।
খুব কম লোকই সৎ।

১০.حاشا হাশা,ব্যতিত অর্থে,

= جاء أحمد حاشا حسين.
জা'আ আহমাদুন হাশা হুসাইনিন।
আহমাদ এসেছে হুসাইন ব্যতিত।


আরবিতে কোন কোন ইসিমে যবর হয় তা জানতে এখানে ক্লিক করুণ।




১১.من মিন, থেকে,হতে অর্থে।


=سمع خالد من أحمد.

সামিয়া খালিদুন মিন আহমাদা।
খালেদ আহমাদ থেকে শুনেছে।
বিঃদ্র:- এখানে আহমাদ শব্দটি গাইরে মুনসারিফ হওয়ার কারণে যবর দিয়ে যের বোঝানো হয়েছে। এটা মুহাল্লান কাসরাহ বা যের।


১২.عاد আ'দা ব্যতিত বা ছাড়া অর্থে,


=كتبت القصة عاد قلم.
কাতাবতুল ক্বিস্সাতা আ'দা ক্বলামিন।
আমি গল্পটি লিখেছি কলম ছাড়া।

১৩.في ফি, মধ্যে অর্থে

= الكتاب في الحقــيــبة.
আল-কিতিবু ফিল হাক্বিবাতি।
বইটি ব্যাগের ভিতরে।

১৪.,عن আ'ন, থেকে অর্থে।


= قلت عن زيد.

ক্বুলতু আন যাইদিন।
আমি যায়েদ থেকে বলেছি।

১৫.علي আ'লা, উপরে অর্থে,


= القلم علي الطاولة.
আল-ক্বলামু আলা ত্বয়িলাতি।
কলমটি টেবিলের উপরে।

১৬.حتي হাত্তা,পর্যন্ত বা সহ অর্থে,

 = أكلت السمك حتي رأسها.
আকালতুস সামাকাতা হাত্তা রা'সিহা।
আমি মাছটি মাথাসহ খেলাম।

১৭.الي ইলা,পর্যন্ত অর্থে,

 = ذهبت الي السوق
যাহাবতু ইলাস সুক্বি।
আমি বাজারের দিকে গেলাম।



*হরফে যার এর আমল:-


হরফে যার ইসিম তথা বিশেষ্য বা নামের পূর্বে এসে শেষে যের দেয়। سافر أحمد من داكا الي شيتاغنج = সাফারা আহমাদু মিন দাকা ইলা শীতাগঞ্জি, অর্থাৎ আহমাদ ঢাকা থেকে চট্টগ্রাম ভ্রমণ করল।

এখানে মিন এবং আলা হারফে যার দুটি তাদের পরবর্তী ইসম তথা বিশেষ্যে যের দিয়েছে। যদি যের দেখা না যায় তবে এটাকে মুহাল্লান যর ধরা হবে অর্থাৎ শব্দটি যেরের অবস্থায় আছে।


সম্পূর্ণ আর্টিকেলটি আমাদের ইউটিউব ভিডিওতে দেখতে এখানে ক্লিক করুণ।
সাথে থাকার জন্য ধন্যবাদ। বুঝতে সমস্যা হলে বা আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন।


কোন মন্তব্য নেই

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.