আরবি ব্যাকরণ শিক্ষা
আরবি ব্যাকরণ শিক্ষা
আসসালামু আলাইকুম।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও মহান রবের কৃপায় ভালোই আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সব অনলাইন কর্মকাণ্ডের কথা। আমি ইউটিউব ও ব্লগে কি কি কাজ করছি।
আগেই বলে নিচ্ছি আজকের ব্লগে শেখার মত তেমন কিছু নেই তবে অনলাইন থেকে কিভাবে আরবি ব্যাকরণ বা নাহু সরফ শিখবেন তার একটি ঠিকানা পাবেন। এক কথায় বলতে পারেন আজকের ব্লগে আমার কর্মকান্ড আলোচনা করব আমার ব্লগ ও ইউটিউব চ্যানেলটি আপনাদের জানানোর মাধ্যমে। কারণ অনেকেই অনলাইন থেকে কিছু শিখতে চায় কিন্তু কোথায় গেলে পাবে বা কি লিখে সার্চ করলে পাবে তা জানেনা। আবার অনেকে কমেন্ট করেন অমুক ভিডিও টা কোথায় পাব বা অমুক লেখাটা কোথায় পাব ইত্যাদি।
অর্থাৎ আজকের পোস্টটিতে আমার ইউটিউব চ্যানেল ও ব্লগে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে এবং আরো হবে ইন শা আল্লাহ তার একটি লিস্ট লিংকসহ দেব। যাতে করে এই একটি পোস্ট আপনি সেভ করে রাখলে নিয়মিত সব কিছু এখান থেকে পড়তে পারেন এবং দেখতে পারেন। যদি আপনি মনে করেন এই লেখাটি আপনার প্রয়োজন নেই তবে এড়িয়ে যেতে পারেন। মূলত লেখাটা অনেকের আবেদনের ভিত্তিতে লিখতে হয়েছে।
তাহলে চলুন আগে ইউটিউব নিয়ে বলি।
ইউটিউবেই মূলত আমি প্রথম কাজ শুরু করি। ভাবলাম আমি যা জানি তা মানুষের মাঝে ছড়িয়ে দেব কিন্তু সময়ের বড় অভাব সাথে ভিডিও তৈরির সরঞ্জামের অভাব। তারপরও কাজ বন্ধ করে দেইনি। হাতের মোবাইল দিয়ে নাহু সরফ কোর্স শুরু করলাম। প্রথম ভিডিও তৈরি করলাম আরবি তাহকিক কিভাবে করবেন এমন একটি শিরোনাম নিয়ে। ওখানে শুধু জিনসের তাহকিক আলোচনা করেছি। কয়েকদিন আর ভিডিও বানাইনি। পরে দেখলাম একজন দর্শক কমেন্ট করে বলতেছেন।ভাই আপনি ইউটিউব এ প্রথম ব্যক্তি যিনি নাহু সরফ কোর্স চালু করেছেন। অনুগ্রহ করে সব বিষয়ে ভিডিও আপলোড করেন।
তখন আবার আপলোড শুরু করলাম। বিভিন্নরকম শিরোনাম দিয়ে ইনেক বিষয়ে ভিডিও আপলোড করলাম। যেমন, আরবি বচন কাকে বলে? ইলমুস সরফ কাকে বলে? মাদি মুতলাক গঠনরুপ। ইসবাত নফি। ইসমে ইশারা কাকে বলে? মুজাফ মুদাফ ইলাইহি কাকে বলে। মাউসু সিফাত কাকে বলে। মুরাক্কাবে ইজাফি ও মুরাক্কাবে তাউসিফি। আরবি সর্বনাম বা দমির কাকে বলে ও কত প্রকার কি কি? কালিমা বা পদ কাকে বলে তা কত প্রকার। মাজি করিব, মাজি বায়ীদ, মাজি ইসতেমরারি, মাযি ইহতিমালি, মাজি তামান্নাই। মুদারে, হাল, মুস্তাকবিল, লামে তাকিদ বা নুনে তাকিদ, নফি জাহাদ বালাম, আমর হাজের ও মারুফ মাঝহুল, নাহি হাজির ও নাহি মারুফ মাঝহুল। ইসমে ফায়েল কাকে বলে ও এর গঠনরূপ রুপান্তর। ইসমে মাফউল, ইসমে যরফ, ইসমে আলাহ, ইসমে তাফযিল, এভাবে মিজানুস সরফ অনলাইন কোর্সটি আলহামদুলিল্লাহ সম্পন্ন করতে সক্ষম হয়েছি আপনাদের দুয়ায়।
ইলমুস সরফ কাকে বলে। ইলমুস সরফের পরিচয়। ইলমুস সরফের আলোচ্যবিষয়। বিস্তারিত মিযানুস সরফ কোর্স দেখতে এখানে ক্লিক করুন।
তারপর আবার আরবি বাব নিয়ে কাজ শুরু করি। বাবের আলোচনা এখনো শেষ করতে পারিনি। মাঝে একবছর এর জন্য ভিডিও তৈরি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু সবার অনুরোধ পেয়ে আবার শুরু করলাম। বাব আলোচনায় বাব কাকে বলে এবং ৪৩ প্রকার বাবের নাম। সাথে সুলাসি মুজাররাদের আট বাব, নাসারা, দরাবা, সামিয়া, ফাতাহা, কারুমা, হাসিবা, কাদা, ফাদিলা ও মাঝিদ ফি থেকে ইফতিয়াল, ইসতিফয়াল, ইত্যাদি আলোচনা করেছি উদাহরণ ও আলামতসহ।
আরবি বাব কাকে বলে তা কত প্রকার কি এবং আরবি বাব আলামতসহ জানতে এখানে ক্লিক করুন।
আর ইলমুন নাহু অংশে মানুষের প্রশ্নের আলোকে অনেক কিছু বিক্ষিপ্তভাবেও আলোচনা করেছি আবার ধারাবাহিকতা রক্ষা করেও আলোচনা করা হয়েছে।
যেমন,
ইলমুন নাহু কাকে বলে, ইসম কাকে বলে। ইসম কত প্রকার, লিংগ কাকে বলে কত প্রকার। বাক্য গঠন। তারকিব শিক্ষা, আদাদ মাদুদ বা আরবি গণনা শিক্ষা, আরবি তাহকিক শিক্ষা। আফ আলে নাকিসাহ, হরফে যার কাকে বলে ও কত প্রকার। হরফে মুশাব্বাহা বিল ফেয়েল ইত্যাদি আরবি ব্যাকরণ শিক্ষা নিয়ে অনেক কিছুই বলা হয়েছে এবং চলমান আছে। এছাড়া প্রশ্নোত্তর পর্বে আলোচনা করা হয়েছে যের যবর পেশ ছাড়া কিভাবে আরবি পড়া যায়।
ব্যাকরণ শিক্ষার অংশ ইলমুন নাহু কাকে বলে ইলমু নাহুর পরিচয় কি তার প্লেলিস্টটি পেতে এখানে ক্লিক করুন।
ইউটিউব এ যখন ভিডিও তৈরি করি তখন অনেকে আগ্রহ প্রকাশ করে। তারা প্রত্যেক ভিডিওর লেখাগুলো পিডিএফ ফাইল হিসেবে চায়। তখন থেকেই ব্লগে লেখার চিন্তা। এখানে লিখেও কয়দিন পর বন্ধ করে দিলাম কিন্তু দেখলাম অনেক মানুষ পড়ছে এবং শুকরিয়া আদায় করছে তাই আবার চালু করলাম। মোবাইলে লিখে তাই মাঝে মাঝে বিরক্ত হই কিন্তু সবার উৎসাহ পেয়ে আবার এগিয়ে যাই। ব্লগে ইলমুস সরফের পরিচয়, জামানাহ কাকে বলে, মাদি কত প্রকার কি কি। আরবি কিভাবে শিখবেন, আরবি কেন পড়বেন, আরবি শেখার উপায়। হরকত ছাড়া আরবি পড়ার কৌশল। কখন যের যবর পেশ হবে কেন হবে। মারফু আত মাজিরুরাত মানসুবাত কাকে বলে। মুবতাদা খবর কাকে বলে, তারকিব শিক্ষার ধারাবাহিক আলোচনা। হারফে যারের আলোচনা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। তবে ব্লগে অনেক সময় আমার চিন্তার প্রকশ করি। অন্যান্য বিষয় নিয়েও লেখালেখি করি। ইচ্ছে হলে দেখতে পারেন।
ব্লগ থেকে সব ধরনের আরবি শিক্ষা আরবি ব্যাকরণে বিষয়গুলো পেতে এখানে ক্লিক করুন অনলাইন আরবি ভাষা ও নাহু সরফ শিক্ষা কোর্স
ইচ্ছে আছে মহান আল্লাহ যদি তাউফিক দেন তবে আরবি ব্যাকরণ ও ভাষা নিয়ে একটি শিক্ষমূলক পূর্ণাঙ্গ পোর্টাল তৈরি করব। সব ধরণের শিক্ষার বিষয়ে আলোচনা করব এবং সব কিছু সবার জন্য একদম ফ্রি থাকবে। সবাই তা যখন তখন পড়তে পারবে এবং দেখতে পারবে।
একটি অনুরোধ থাকবে সবার প্রতি আমার লেখালেখি বা ভিডিওতে যদি আপনারা কোনো ভুল পেয়ে থেকেন তাহলে যথানিয়মে অবগত করানোর জন্য অনুরোধ করছি। আশা করি আপনারা আমাকে সুপরামর্শ দিয়ে কাজটি এগিয়ে নিতে সহায়তা করবেন। আর ভালো লাগলে অন্যদেরর জানাবেন যেন তারাও উপকৃত হতে পারে।
কোন মন্তব্য নেই