১০ মিনিট ইংরেজি টেনস শিখুন English Tense in 10 minutes.
১০ মিনিট ইংরেজি টেনস শিখুন
English Tense in 10 minutes.
আসসালামু আলাইকুম!
সবার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ধারাবাহিক ইংরেজি টেন্স বা কাল শেখার আসর। আশা করি সবাই সুস্থ আছেন। আগের পর্বে আমরা কিছু আলোচনা করেছি। এটা আমাদের ৩য় পর্ব। যারা আগের পর্ব পড়েন নি তারা এখানে English Tanse in 10 minute ক্লিক করে পড়ে নিতে পারেন। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম তিন প্রকার টেনস এর প্রত্যেক continuous Tanse গুলো। অর্থাৎ,
- Present continuous.
- Past continuous.
- Future continuous.
আজ আমরা আলোচনা করব প্রত্যেক টেনসের পরেরটি অর্থাৎ
- ১)Present perfect . পুরাঘটিত বর্তমান।
- ২)Past perfect.. পুরাঘটিত অতীত।
- ৩)Future perfect. পুরাঘটিত ভবিষ্যৎ।
চলুন আমরা মূল আলোচনায় আসি। তাহলে আমরা জানি টেনস প্রথমত তিনপ্রকার। যেমনঃ-
১) President -বর্তমান কাল।
2)Past - অতীত কাল।
3)Future -ভবিষ্যৎ কাল।
এই তিনপ্রকার এর প্রিতিটি আবার চার প্রকারে বিভক্ত। সেই চার প্রকার থেকে ২য় তিনটি করে আমরা আগের পর্বে আলোচনা করেছি। আজ চার প্রকারের ৩য় প্রকারের তিনটি আলোচনা করব।
- 3)Present perfect .পুরাঘটিত বর্তমান।
যে টেনস দ্বারা কোনো কাজ মাত্র হয়েছ এমন বোঝায় তাকে Present perfect Tanse বলে।
যেমন,
সে খেয়েছে, আমি খেয়েছি, তুমি পড়েছো, তারা ঘুমিয়েছে । আমরা দৌড়েছি। কামাল লিখেছে। হাসান বসেছে। তুমি পরিকল্পনা করেছো। আমি ফেইসবুক ব্যবহার করেছি। তুমি রান্না করেছো। সে পানি পান করেছে। তোমরা হেটেছো।
বাংলায় present Perfect Tanse চেনার উপায়
উপরের উদাহরণ গুলোর দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বাংলায় প্রতিটি বাক্যের শেষে এছো/ এছি/ এছে/ বা ইয়াছি/ ইয়াছে/ ইয়াছো এরকম কিছু শব্দ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি বাংলায় এরকম থাকলে ইংরেজি Present Perfect Tanse হবে। অর্থাৎ পুরাঘটিত বর্তমান কাল চেনার উপায় হচ্ছে বাক্যের শেষে উপরে উল্লেখিত শব্দগুচ্ছ হওয়া।
আমরা এবার আরো সহজ করে বুঝার জন্য নিচের উদাহরণ এর দিকে মনোযোগ দিয়ে লক্ষ্য করি।
I have written a letter.
আমি একটি চিঠি লিখেছি- এছি
He has eaten rice.
সে ভাত খেয়েছে-এছে
You have gone to school.
তুমি স্কুলে গিয়েছ-এছো
Sentence structure
Subject+have/has +verb3+extension
I have written a letter. আমি একটি চিঠি লিখেছি।
এই বাক্যে I হচ্ছে subject আর have হচ্ছে Auxiliary verb আর written হচ্ছে verb এর past participle বা verb3 হয়েছে। আর extension হিসেবে আছে a letter. আশা করি বুঝতে পেরেছো।
বিঃদ্রঃ
বাক্যের সাবজেক্ট এর উপর ভিত্তি করে অক্সিলিয়ারি verb পরিবর্তন হবে। অর্থাৎ সাবজেক্ট যদি 3rd person হয় তাহলে শুধু has হবে আর বাকী সব ক্ষেত্রে have হবে।
যেমন,
He has written. সে লিখেছে।
They have read. সে পড়েছে।
We have called. আমরা ডেকেছি।
এবার তোমাদের অনেক কাজ করতে হবে। বই এর strong verb and weak verb থেকে অন্তত ৫০ টি ভার্ব দিয়ে present perfect Tanse এর উপর বাক্য তৈরি করো এবং সেগুলো বাংলায় লেখ। বাংলাকে আবার ইংরেজিতে অনুবাদ কর।
- বাংলায় অনুবাদ কর
He has gone. I have written. You have walked. We have slept. They have ran. He has talked . Kamal has said. We have eaten. They have made. He has cooked etc এভাবে 50 টি বাক্যে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ কর।
- ইংরেজিতে অনুবাদ কর
সে খেয়েছে , আমি গিয়েছি, তুমি পড়েছ, তারা ঘুমিয়েছে। আমরা দৌড়েছি। কামাল লিখেছে।সে হেসেছে। হাসান বসেছে। তারা কেঁদেছে। তুমি পরিকল্পনা করেছো। আমি ফেইসবুক ব্যবহার করেছি।আমরা বলেছি। তুমি রান্না করেছো। সে পানি পান করেছে। তোমরা হেটেছো। তারা কথা বলেছে ইত্যাদি এমন ৫০ টি বাংলা বাক্য চলমান বর্তমান কাল থেকে অনুবাদ কর।
২)Past Perfect Tense. পুরাঘটিত অতীত।
যা দ্বারা অতীত কালে কোনো একটি কাজের আগে বা পরে আরেকটি কাজ হয়েছিল বোঝায় তাকে Past Perfect Tanse বলে।
যেমন,
সে আসার আগে আমি গিয়েছিলাম। সে খাওয়ার পরে আমি খেয়েছিলাম। সে বসার পরে আমি বসেছিলাম। তারা ঘুমানোর আগে আমরা ঘুমিয়েছিলাম। আমরা পড়ার আগে আমরা পড়েছিলাম। তোমরা খেলার পরে আমরা খেলেছিলাম। আমরা রান্না পরে তারা রান্না করেছিল। ইত্যাদি
- বাংলায় Past Perfect Tense চেনার উপায়
সাধারণত পুরাঘটিত অতীত কালে বাংলায় বাক্যের শেষে এছিল/এছিলে/ এছিলাম ইত্যাদি থাকে।
যেমন,
He had gone before I come.
আমি আসার পূর্বে সে এসেছিল।- এছিল
They cooked after we had cooked.
আমরা রান্না করার পর তারা রান্না করছিল- এছিল
He came after I had eaten rice.
আমি খাওয়ার পর সে এসেছিল-এসেছিল
We had gone before they came.
তারা আসার পূর্বে আমরা গিয়েছিলাম-এছিলাম
বিঃদ্রঃ এই টেন্স এর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে After and before এর ব্যবহার। after এর পর past perfect tense হয় আর before এর পূর্বে past perfect tense হবে। আর বাকি ক্ষেত্রে past tense হবে।
তবে সব সময় একজনের আগে একজ করবে এমনটা নয়।কখনও শুধু একটি সাবজেক্ট থাকতে পারে।
যেমন,
I had came before you.
আগে তোমার আগে এসেছিলাম।
ইংরেজিতে Past perfect Tanse দিয়ে বাক্য তৈরি করার কৌশল
Sentence structure of past perfect tense
Before দিয়ে.....
Subject + had + v3 + before + subject + v2
After দিয়ে.....
Subject + v2 + after + subject + had+ v3
যেমন,
We had come before they ate.
He called after we had reached.
এবার তোমাদের কাজ করতে হবে। অন্তত ৫০ টি বাক্য বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে।
- বাংলা থেকে ইংরেজি অনুবাদ কর
আমি যাওয়ার আগে সে এসেছিল। তোমরা খাওয়ার পর আমি খেয়েছিলাম। তারা খাওয়ার আগে আমরা পৌঁছেছিলাম। ডাক্তার আসার আগে রোগী মারা গেল। রোগী মারা যাওয়ার আগে ডাক্তার এল। আমি কলা খাওয়ার আগে সে বিস্কুট খেল। তুমি কেনার আগে আমি পছন্দ করেছিলাম। সে পড়ার আগে বলেছিল। আমি খাওয়ার আগে বলেছিলাম। তারা বলার পর আমরা গিয়েছিলাম। সে পড়ার পর খেয়েছিল। ইত্যাদি, আরো ইংরেজি verb বই থেকে বের করে বাংলা থেকে ইংরেজি অনুবাদ কর।
- ইংরেজি থেকে বাংলায় অনুবাদ কর
He had come before you went. I had eaten before you came.
You came after I had drunk.
I went there after you had come.
Etc এরকম অন্তত ৫০ টি ইংরেজি বাক্য নিজে নিজে বাংলা কর।
2)Future perfect tense. পুরাঘটিত ভবিষ্যৎ কাল।
যা দ্বারা ভবিষ্যৎ কালে কোনো কাজ করা হয়ে থাকবে বোঝায় তাকে Future perfect Tanse বলে।
যেমন,
আমরা খেয়ে ফেলব, তারা যেয়ে থাকবে, সে বলে থাকবে, তোমরা গিয়ে থাকবে, আমরা পড়ে থাকব, তোমরা লিখে ফেলবে, সে ঘুমিয়ে থাকবে। ইত্যাদি
আবার একটি কাজের আগে আরেকটি কাজ হয়ে থাকবে এমনটাও বুঝাবে।
যেমন,
সে আসার আগে আমি ঘুমিয়ে থাকব।
তুমি যাওয়ার আগে আমি পৌছে যাব।
সে খাওয়ার আগে আমি লিখে ফেলব।
- বাংলায় Future perfect Tanse চেনার উপায়
সাধারণত বাংলায় বাক্যের শেষে, ব/বে থাকে। বা হয়ে থাকবে বা করে ফেলব এরকম অর্থ বুঝাবে।
যেমন,
He will have gone
সে গিয়ে থাকবে-বে
I shall have written.
আমি লিখে থাকব/ ফেলব-ব/ থাকব বা ফেলব
They will have called before I come.
আমি আসার আগে সে ডেকে থাকবে-বে
We shall have read.
আমরা পড়ে ফেলব-ব
- ইংরেজিতে Future perfect Tanse বাক্য তৈরি করার কৌশল
Sentence structure of Future perfect Tanse.
Subject +shall have/ will have+verb3
যেমন,
He will have read.
I shall have done.
You will have written.
এখানে he/I/You হচ্ছে সাবজেক্ট।
তবে একটি কথা মনে রাখতে হবে। সাধারণত সাবজেক্ট যদি 1st person হয় তাহলে Shall have হয় আর অন্য পারসন হলে will have হয়।
এখন তোমাদের কাজ। এই টেনস দিয়ে অন্তত ৫০টি বাক্য তৈরি করতে হবে। বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে।
- বাংলা থেকে ইংরেজি অনুবাদ কর
আমরা যেয়ে থাকব, তারা কথা বলে থাকবে, তোমরা গিয়ে থাকবে, আমরা পড়ে ফেলবে, তারা জেনে থাকবে, আমরা পান করে থকব, তারা হেসে থাকবে, সে গান গেয়ে থাকবে, তোমরা বসে থাকবে, তারা কথা বলে ফেলবে, আমরা দেখে থাকব, তোমরা নেচে থাকবে, তারা কথা বলে থাকবে, সে ডেকে থাকবে,তারা ভেবে থাকবে, তোমরা হেটে ফেলবে, ইত্যাদি এরকম অন্তত ৫০ টি বাক্য বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। প্রয়োজনে নিজের বই থেকে সাহায্য নিতে পার।
- ইংরেজি থেকে বাংলায় অনুবাদ কর
He will have read. They will have walked. I shall have played . We shall have knocked . He will have helped . They will have slept . He will have talked. We shall have planned. He will have called. We shall have followed. They will have taken. It will have fallen. You will have joined. He will have booked ticket. We shall have changed.etc এরকম অন্তত ৫০ টি বাক্য ইংরেজি থেকে বাংলায় অনুবাদ কর।
কোন মন্তব্য নেই