আরবি ব্যাকরণ শিক্ষা ক্লাস। ফায়েল কাকে বলে? উদাহরণসহ

আরবি ব্যাকরণ শিক্ষা ক্লাস। ফায়েল কাকে বলে? উদাহরণসহ 


ফায়েল কাকে বলে, আরবি কর্তা


আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আরবি ব্যাকরণ এর একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে যাচ্ছি। ফায়েল বা কর্তা কাকে বলে? কীভাবে আরবি জুমলায়ে ফেইলিইয়া বাক্য গঠন  করা যায়।  আগে জেনে নেই বাংলায় ও ইংরেজিতে ফায়েলকে কি বলা হয়। বা আমরা আগে বাংলায় ফায়েল চিনব।



আরবিতে ফায়েল আর বাংলা হচ্ছে কর্তা বা উদ্দেশ্য আর ইংরেজিতে বলা হয় সাবজেক্ট বা এক্টর। 

আমরা উদাহরণ এর মাধ্যমে ফায়েল বুঝার চেষ্টা করি তাহলে আরো সহজ হবে।

বাংলা উদাহরণ, 

আমি খাব
সে যাবে
আমরা বসব
তারা হেটেছিল
তোমরা পড়েছিলে।
হাসান খেলেছিল।


উপরের বাক্যগুলোতে আমি,সে,তারা,তোমরা ও হাসান শব্দগুলো হলো ফায়েল। কারণ এখানে যে কাজগুলো হয়েছে সবগুলো তাদের মাধ্যমে হয়েছে। 


আবার যদি ইংরেজিতে বলি, 

I will eat অর্থ আমি খাব।
He will go. অর্থ আমি যাব।
We will sit. অর্থ আমি বসব।
They walked. অর্থ আমি হেয়েছিলাম।
You read. অর্থ তুমি পড়েছিলে।
Hasan played. অর্থ তুমি খেলেছিলে।

এখানেও I,he, we, they,you and Hasan, এই শব্দগুলো Subject বা কর্তা।  কারণ এদের দ্বারা কাজগুলো সম্পাদিত হয়েছে। 


এবার যদি আরবিতে বলি,

آكل        আমি খাব
يذهب     সে যাবে।
نجلس    আমরা বসব।
جلسوا   তারা বসবে।
قرأت    আমি পড়েলাম।
لعب حسن      হাসান খেলল।


এখানে আরবি বাক্যগুলো উপরের 5টি বাক্যে লুকায়িত একটি করে সর্বনাম আছে সেগুলো ফায়েল আর শেষের বাক্যে হাসান ফায়েল।  সুতরাং কাজগুলো এদের দ্বারা সম্পাদিত হয়েছে।  


তাহলে আমরা বলতে পারি যার দ্বারা কাজ সম্পাদিত হয় তাকে ফায়েল, কর্তা, বা Doer, Actor, subject  বলা হয়




ফায়েল কাকে বলে


যাকে আশ্রয় করে বা যার দ্বারা কোনো কাজ সম্পাদিত হত তাকে ফায়েল বা কর্তা বলে।



ফায়েল দুরকম হতে পারে।

১)জমির বা সর্বনাম
যেমন,


يجلس   সে বসবে।
أكتب      আমি লিখব।
نضرب     আমরা প্রহার করব।
نامُ          আমরা ঘুমাব।
غفر         সে ক্ষমা করবে।
طلب       সে চাইল।
ينصر       সে সাহায্য করবে।

এখানে প্রতিটি ফেয়েলে একটি করে জমির বা সর্বনাম আছে। যেমন, সে, আমি,আমরা ইত্যাদি। এগুলো ফায়েল। কারণ কাজ তাদের দ্বারা সম্পাদিত হয়েছে। 


২) প্রকাশ্য ইসম বা বিশেষ্য

যেমন,


جلس أحمد    আহমাদ বসল।
يذهب خالد     খালিদ যাবে।
شرب راشد      রাশেদ পান করল।
يقرأ جمال       জামাল পড়বে।
طلع الشمس     সূর্য উদিত  হলো।
غفر الله           আল্লাহ ক্ষমা করলেন।
طلب الرجال     লোকরা তালাশ করল

এখানে প্রতিটি ফেয়েলের সাথে প্রকাশ্য ইসম বা বিশেষ্যপদ আছে, যেমন,আহমাদ,খালিদ,রাশিদ,জামাল,শামস,আল্লাহ,রিজাল,ইত্যাদি ।এগুলো ফায়েল।কারণ কাজগুলো তাদের দ্বারা সম্পাদিত হয়েছে। 


জুমলায়ে ফেইলিইয়া বাক্য গঠন এর নিয়ম


আরবি বাক্য গঠন
ফেয়েল+ফায়েল+মাফউল

বাংলায় অর্থ করার নিয়ম 

প্রথমে ফায়েল এর অর্থ করতে হবে,তারপর মাফউল,  তার পর ফেয়েল এর অর্থ করতে হয়।



ফেয়েল ফায়েল মাফউল এর তারকিব 


ضرب زيد عمرا
এখানে দারাবা ফেয়েল আর যায়েদ ফায়েল এবং আমর মাফউল।  এখন ফেয়েল+ফায়েল+মাফউল মিলে জুমলায়ে ফেইলিইয়া 

অর্থ, যায়েদ আমরকে প্রহার করল।




নাহু সরফ ও আরবি ব্যাকরণ শিক্ষা সম্পর্কে আরও জানতে আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল এর নাম Fakhrul Academy ।  ইউটিউব এ Fakhrul Academy লিখে সার্চ করুন।


আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন। 
ধন্যবাদ সাথে থাকার জন্য। 

কোন মন্তব্য নেই

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.