আরবি বাক্য কত প্রকার কি কি 

পর্বঃ ৭ম
Arabic sentence,  আরবি বাক্য কত    প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা


আসসালামু আলাইকুম
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা!  ধারাবাহিক ইলমুন নাহু এর আলোচনার আজকের পর্বে থাকছে জুমলায়ে খবরিইয়াহ এর প্রকারভেদ উদাহরণ সহ বিস্তারিত আলোচনা।


জুমলায়ে খবরিইয়াহ কত প্রকার ও কি কি 


জুমলায়ে খবরিইয়াহ দুই প্রকার।
 যথা-
১)جملة اسمية(জুমলায়ে ইসমিয়াহ)
২)جملة فعلية(জুমলায়ে ফেলিয়াহ)


জুমলায়ে ইসমিইয়াহ(جملة اسمية) কাকে বলে


জুমলায়ে ইসমিইয়াহ -جملة اسمية বলা হয় যে জুমলা বা বাক্যের প্রথম অংশ ইসম হয়।

যেমন-الله واحد(আল্লাহ এক)

এখানে জুমলার প্রথম অংশটি ইসম হয়েছে আর সেটি হলো الله শব্দটি,আর তাই জুমলাটি ইসমিয়াহ হয়েছে।

নিচের অংশটি খুব মনোযোগ দিয়ে পড়ুন।
জুমলায়ে ইসমিয়াহ এর মাঝে প্রথম অংশটি مسند اليه  হয় আর দ্বিতীয় অংশটি مسند হয় আর সেই مسند اليه কে বলা হয় مبتدا এবং مسند কে বলা হয় خبر।


জুমলায়ে ফেয়লিইয়াহ ( جملة فعلية) কাকে বলে 


জুমলায়ে ফেয়লিইয়াহ বলা হয় যে জুমলা এর প্রথম অংশটি ফেল হয়।  যেমন- ضرب زيد
অর্থ, যায়েদ প্রহার করল।

এখানে এই জুমলাটি জুমলায়ে ফেয়লিইয়াহ কারন শুরুতে ফেল হয়েছে। জুমলায়ে ফেয়লিয়াইতে ফেয়েলটি হয় মুসনাদ আর ফায়েলটি হয় মুসনাদ ইলাইহি। ফেয়েলটি সবসময় মুসনাদ হয় কখনো মুসনাদ ইলাইহি হতে পারেনা কারন ফেল দ্বারা শুধুমাত্র কারো সম্পর্কে কিছু বর্ণনা করা হয়।


জুমলায়ে ইনশাইয়াইহ কত প্রকার কি কি 


জুমলায়ে ইনশাইয়াহ ১০ প্রকার।

যথা-

  • ১) الأمر(আল আমর)
  • ২) النهي(আন নাহয়ু)
  • ৩) الإستفهام(আল ইসতিফহাম)
  • ৪) التمني(আত তামান্নি)
  • ৫) الترجي(আত তারাজ্জী)
  • ৬) العقود(আল উকুদ)
  • ৭) النداء(আন নিদা)
  • ৮) العرض(আল আরযু)
  • ৯) القسم(আল ক্বসামু)
  • ১০) التعجب(আত তাআজ্জুব)


উল্লেখ্য জুমলায়ে ইনশাইয়াহ এর আরো অনেক প্রকার আছে এগুলো পরে আলোচনা করা হবে ইন শা আল্লাহ।

আগামি পর্বে জুমলায়ে ইনশাইয়াহ এর প্রকার সমূহের সংজ্ঞা আলোচনা হবে ইনশাআল্লাহ।

অনুগ্রহ করে ভুল ক্রুটি ক্ষমার চোখে দেখবেন। ভুলগুলো কমেন্টে জানিয়ে দিবেন।

সবার প্রতি অনুরোধ,
জুমলায়ে ইসমিয়াহ এবং জুমলায়ে ফেলিয়ার উদাহরন দিন।

কোন মন্তব্য নেই

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.