মুরাক্কাব কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা

মুরাক্কাব কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা

মুরাক্কাব কাকে বলে, murakkab kake bole, arabic grammar, আরবি ব্যাকরণ শিক্ষা

৫ম পর্ব

আসসালামু আলাইকুম
প্রিয় পাঠিক পাঠিকা! আশা করি আল্লাহ তায়ালার অনুগ্রহে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ গত পর্বে আমরা ইসম, ফেল, হরফের আলামাত সমূহ নিয়ে আলোচনা করেছিলাম, ইন শা  আল্লাহ এই পর্বে আমরা মুরাক্কাব বা مركب কাকে বলে এবং এর প্রকার নিয়ে আলোচনা করব। 


মুরাক্কাব কাকে বলে 


আমরা আগেই মুরাক্কাব এর পরিচয় বর্ণনা করেছি।  এখানে শুধু বলব মুরাক্কাব মানে হচ্ছে মিলন, গঠন বা যুক্ত করা। অর্থ দুটি বা এর অধিক শব্দের মিলনকে মুরাক্কাব বলা হয়।
     
 

মুরক্কাব কত প্রকার কি কি 


মুরাক্কাব  مركب দুই প্রকার।

যথা-
একঃمركب مفيد (মুরাক্কাবে মুফিদ)
দুইঃمركب غير مفيد(মুরাক্কাবে গায়রে মুফিদ)

এক مركب مفيد কাকে বলে

মুরাক্কাবে মুফীদ (مركب مفيد) বলা হয়, যদি বক্তা কথা বলার পর শ্রোতার নিকট কথাটি পরিপূর্ণ বুঝে আসে এবং আর কিছু জানার চাহিদা থাকে না।

অর্থাৎ যখন কোনো বক্তা কথা বলে এবং শ্রোতা বিষয়টি পরিপূর্ণভাবে বুঝতে পারে তখন শ্রোতার উপর চুপ থাকা লাযেম বা আবশ্যক হয়ে পড়ে।

যেমনঃ কেউ বলল زيد قاءم (অর্থ যায়েদ দাড়ানো),এই কথাটির দ্বারা বিষয়টি পরিপূর্ণভাবে বুঝা যায় যে যায়েদ দাড়ানো। কিন্তু যদি বলা হয় "যায়েদের কলম " তখন কিন্তু জানার ইচ্ছে থেকে যে যাদের কলম কি বা কোথায় ইত্যাদি।

দুই,মুরাক্কাবে গাইরে মুফীদ বা  مركب غير مف কাকে বলে 


মুরাক্কাবে গাইরে মুফীদ مركب غير مفيد বলা হয় মুরাক্কাবে মুফীদ এর বিপরীত কে,অর্থাৎ বক্তা কথা বলার পর কোনো সংবাদ বা বিষয়ে পরিপূর্ণ বুঝে আসে না।


যেমনঃغلام زيد (যায়েদের গোলাম) এখানে বিষয়টি পরিপূর্ণভাবে বুঝা যাচ্ছে না, কারন এখানে প্রশ্ন আসতে পারে, যায়েদের গোলাম কি খাচ্ছে,নাকি ঘুমাচ্ছে, নাকি বসে আছে ইত্যাদি। যার কারনে বিষয়টি শ্রোতার মনকে পরিপূর্ণ নিরব থাকার ফায়দা দিতে পারেনি। এই কারণে এটাকে বলা হয় মুরাক্কাবে গাইরে মুফীদ।


আজ এখানেই সমাপ্ত করছি। আগামি পর্বে মুরাক্কাবে মুফিদ এর প্রকার নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ।

ভুল ক্রটি ক্ষমার চোখে দেখবেন এবং ভুলগুলো কমেন্টে জানিয়ে দেয়ার অনুরোধ করছি।



যদি আপনিও আমাদে ইনফোবিডি২৬৬ ব্লগে লেখা লেখি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।  অথবা আমাদের লেখা বা ব্লগ সম্পর্কে কোনো পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।


আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কোন মন্তব্য নেই

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.