ইসম ফেয়েল হরফ চেনার উপায় : ইসম ফেয়েল হরফের আলামত

ইসম ফেয়েল একঃ اسم এর আলামতসমূহের আলোচনা-


৪র্থ পর্ব

আসসালামু আলাইকুম।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা!  আশা করি সবাই ভালো আছেন।
গত পর্বে كلمة এর প্রকার সমূহকে নিয়ে আলোচনা করা হয়েছে।
এই পর্বে নাহুমীরে বর্ণিত ইসম, ফেয়েল ও হরফ চেনার উপায় বা আলামত নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।



একঃ اسم এর আলামতসমূহের আলোচনা-

ইসমের আলামত কয়টি ও কি কি 



১)শব্দের শুরুতে الف لام  যুক্ত হওয়া। যেমন-الحمد

২)শব্দের শুরুতে حرف جر হওয়া।যেমন-بزيد
৩)শব্দের শেষে تنوين  যু্ক্ত হওয়া। যেমন-زيد
৪)শব্দটি مسند اليه হওয়া।যেমন-زيد قاءم  এখানে زيد শব্দটি مسند اليه.
৫)শব্দটি مضاف হওয়া।যেমন-غلام زيد এখানে غلام শব্দটি مضاف.
৬)শব্দটি منسوب হওয়া।যেমন-بغدادي
৭)শব্দটি مصغر হওয়া।যেমন-عبيد
৮)শব্দটি দ্বিবচন হওয়া।যেমন-رجلان
৯)শব্দটি বহুবচন হওয়া।যেমন-رجال
১০)শব্দটি موصوف হওয়া।যেমন-رجل عالم
১১)শব্দের শেষে হরকত বিশিষ্ট 'ة'(গোল তা) যুক্ত হওয়া।
১২)শব্দের শুরুতে حروف نداء যুক্ত হওয়া।যেমন-يا زيد
১৩)শব্দটি عدد(সংখ্যাবাচক)হওয়া।যেমন-عشر
১৪)শব্দটি ظرف زمان হওয়া।যেমন-يوم
১৫)শব্দটি ظرف مكان হওয়া।যেমন-مسجد
উল্লেখ্য-এই আলামতগুলোর বাহিরে আরো অনেক আলামত আছে। কেউ চাইলে বই কিতাব থেকে দেখে নিতে পারেন অথবা কমেন্ট করে জানালে তা দেখিয়ে দেয়ার চেষ্টা  করব ইন শা আল্লাহ।



দুইঃفعل এর আলামত সমূহের আলোচনা-

ফেয়েল চেনার উপায় বা আলামত কি কি


১)শব্দের শুরুতে قد যুক্ত হওয়া।যেমন-قد ضرب
২)শব্দের শুরুতে سين যুক্ত হওয়া।যেমন-سيضرب
৩)শব্দের শুরুতে سوف যক্ত হওয়া।যেমন-سوف يضرب
৪)শব্দের শুরুতে حرف جازم যুক্ত হওয়া।যেমন-لم يضرب
৫)শব্দের শেষে ضمير مرفوع متصل হওয়া।যেমন-ضربنا
৬)শব্দের শেষে সাকিন বিশিষ্ট 'ت' যুক্ত হওয়া।যেমন-ضربت(দ্বরবাত)
৭)শব্দটি امر হওয়া।যেমন-اضرب
৮)শব্দটি نهي হওয়া।যেমন-لا تضرب
৯)শব্দটি ماضي و مضارع তে রুপান্তরিত হওয়া।যেমন-ضرب-يضرب
১০)শব্দের শেষে نون تاكيد যুক্ত হওয়া।যেমন-ليفعلن(লাইয়াফআলুন্না)
ইত্যাদি


তিন হরফের আলামত আলোচনা 

হরফের আলামত কয়টি কি কি


হরফের নির্দষ্ট কোনো আলামত নেই, ইসম ও ফেলের আলামত না হওয়াই হরফের আলামত। অর্থাৎ আপনি যদি ইসম বা ফেয়েল চিনে নিতে পারেন তাহলে হরফ এমনিতেই বুঝতে পারবেন।


পরবর্তী পর্বে মুরাক্কাবের আলোচনা করা হবে ইনশাআল্লাহ।

আমাদেত Fakhrul Academy গ্রুপের মেম্বারদে উদ্দেশ্য কিছু কথা-

আপনাদের আন্তরিকার কারণে মূলত আমরা কাজ করে যাচ্ছি এবং আজ এতটুকু এসেছি,আমাদের গ্রুপে এমনও মেম্বার আছে যারা ভালোভাবে ইসম ফেল ও হরফ চিনে না, আর তাদের জন্য আলামত জানার পাশাপাশি ইজরাটাও অনেক জরুরি তাই দয়া করে ইজরা করা কেউ ছাড় দিবেন না।


কারন এগুলো না চিনলে আমাদের সামনে এগিয়ে যাওয়া অনেক কষ্টের হবে। এজন্য সবাইকে কমেন্টে ইজরা করার অনুরোধ করছি।


ইজরা কীভাবে করতে হয়? ইজরা করার নিয়ম। 


একজন কমেন্টে একটা শব্দ লিখবেন, আরেকজন এটার উত্তরে যদি ইসম হয় তাহলে আলামত সহকারে ইসম উত্তর লিখবেন।

যদি ফেল হয় তাহলে ফেয়েল এর আলামত সহকারে ফেল লিখবেন।

যদি হরফ হয় তাহলে হরফের প্রকার সহকারে হরফ লিখবেন।

 আর হ্যাঁ, যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমন্টে জানাবেন। আমরা আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব ইন শা আল্লাহ।

ভুল ক্রুটি ক্ষমার চোখে দেখবেন এবং সঠিকটা কমেন্ট জানিয়ে দেবেন।

৬টি মন্তব্য:

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.