মুরাক্কাবে গাইরে মুফীদ কত প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা
মুরাক্কাবে গাইরে মুফীদ কত প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা
পর্ব-৯
আসসালামু আলাইকুম
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা! ইলমুন নাহু এর ধারাবাহিক আলোচনা পর্বের আজকের পর্বে থাকছে মুরাক্কাবে গাইরে মুফীদ এর প্রকার বিস্তারিত আলোচনা।
তাহলে আজ আমরা مركب غير مفيد এর প্রকারভেদে নিয়ে আলোচনা করব ইন শা আল্লাহ।
আমরা জানি - مركب غير مفيد প্রথমত দুই প্রকার।
যথা-
১ঃمركب تقييدي(মুরাক্কাবে তাক্বয়ীদি)
২ঃمركب غير تقييدي(মুরক্কাবে গায়রে তাক্বয়ীদি)
একঃمركب تقييدي এর আলোচনা-
পরিচয়ঃ -مركب تقييدي বলা হয় যে মুরাক্কাবের দ্বিতীয় অংশ প্রথম অংশের জন্য قيد(ক্বয়েদ অর্থাৎ বন্ধন,সম্পৃক্ত)হয়।
অর্থাৎ দ্বিতীয় অংশটি প্রথম অংশের জন্য সম্পৃক্ত করা হবে।
যেমন- একঃغلام زيد(যায়েদর গোলাম) এখানে গোলাম প্রথম অংশ আর যায়েদ দ্বিতীয় অংশ।
যায়েদেটি(দ্বিতীয় অংশটি) গোলাম এর(প্রথম অংশের)জন্য ক্বয়েদ তথা সম্পৃক্ত করা হয়েছে ।
যদি শুধু গোলাম বলা হতো তাহলে সেটা ব্যাপক বুঝাতো যে অন্য কারো গোলামও হতে পারে কিন্তু যায়েদের সাথে ক্বয়েদ করায় তার ব্যাপকতা টা চলে গেছে এবং যায়েদেরর সাথে গোলামটি খাস হয়ে গেছে।
দুইঃ رجل عالم (একজন জ্ঞানী লোক) এখানে عالم শব্দটি رجل এর জন্য ক্বয়েদ হয়েছে তা না হলে عالم শব্দটি ব্যপকতা বুঝাতো যে, এখানে পুরুষ লোক ছাড়া অন্য কোন জিনসের গুন বুঝা যায়, কিন্তু رجل এর সাথে ক্বয়েদ করায় সেটা দূর হয়ে গেছে।
দুইঃ مركب غير تقييديএর আলোচনা-
পরিচয়ঃ- মুরাক্কাবে গায়রে তাক্বয়ীদি বলা হয় যার দ্বিতীয় অংশটি প্রথম অংশের জন্য قيد(বন্ধন,সম্পৃক্ত)করা হয় না।
যেমন-بعلبك(বা'লাবাক্কু এটি একটি শহরের নাম)এখানে بعل প্রথম অংশ আর بك দ্বিতীয় অংশ। بكটি(দ্বিতীয় অংশটি)কে بعل(প্রথম অংশের)এর জন্য সম্পৃক্ত হয়নি।
যদি হতো তাহলে এটা প্রথম প্রকারের পর্যায়ভুক্ত হয়ে যেত।
এখন আমরা জানব مركب تقييدي এর প্রকারভেদ-
ইহা দুই প্রকার যথা-
একঃمركب إضافي(মুরাক্কাবে ইযাফি)
দুইঃمركب توصيفي(মুরাক্কাবে তাওসীফি)
আবার مركب غير تقييدي এর প্রকারভেদ-
ইহা তিন প্রকার(নাহুমীরে যা বর্নিত আছে)
যথা-
একঃمركب بناءي(মুরাক্কাবে বিনায়ী)
দুইঃمركب منع صرف(মুরাক্কাবে মানয়ু সরফ)
তিনঃمركب صوتي(মুরক্কাবে সওতি)
আগামী পর্বে এই প্রকারগুলোর সংজ্ঞা উদাহরণ সহ আলোচনা হবে ইন শা আল্লাহ।
আশা করি ভুল ক্রুটি ক্ষমার চোখে দেখবেন এবং ভুলগুলো কমেন্টের মাধ্যমে অবগত করবেন।
কোন মন্তব্য নেই