আরবি ব্যাকরণ : সর্বনাম, জমিরে মারফুয়ে মুনফাসিল কাকে বলে কত প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা
আরবি ব্যাকরণ : সর্বনাম, জমিরে মারফুয়ে মুনফাসিল কাকে বলে কত প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা
পর্ব-১৯
জমিরে মারফুয়ে মুনফাসিল কাকে বলে
যে জমির বা সর্বনাম সর্বদা عامل لفظي বা (প্রকাশ্য আমেল) থেকে আলাদা হয়ে ব্যবহার হয় এবং তারকিবে অধিকাংশ সময় মুবতাদা ( مبتدا) হয় তাকে ضمير مرفوع منفصل বলে।
যেমন -انت ذهبت অর্থ তুমি গিয়েছিলে
জমিরে মারফুয়ে মুনফাসিল কয়টি ও কি কি
অন্যান্য জমির বা সর্বনামের ন্যায় জমিরে মারফুয়ে মুনফাসিলও ১৪টি। নিচে জমিরগুলো অর্থসহ দেয়া হলো।
মুতাকাল্লিম বা উত্তম পুরুষের জমির দুইটিঃ-
এক- انا (আমি)
দুই- نحن(আমরা)
হাজির বা মধ্যম পুরুষের জমির ছয়টিঃ-
মুজাক্কার বা পুরুষ বাচক তিনটি
তিন- انت (তুমি)
চার- انتما (তোমরা দুজন)
পাচ- انتم (তোমরা)
মুয়ান্নাস বা স্ত্রী বাচক তিনটি
ছয়- انت (তুমি)
সাত- انتما (তোমরা দুজন)
আট- انتن (তোমরা)
নাম পুরুষ বা গায়িবের জমির ছয়টি
মুজাক্কার বা পুরুষ বাচক জমির তিনটি
নয়- هو (সে)
দয়- هما (তারা দুজন)
এগারো- هم (তারা)
মুয়ান্নাস বা স্ত্রী বাচ জমির তিনটি
বারো- هي (সে)
তেরো- هما (তারা দুজন)
চৌদ্দ- هن (তারা)
বিঃদ্রঃ উপরে উল্লেখিত জমিরে মারফুয়ে মুনফাসিলগুলো অধিকাংশ সময় তারকিবে মুবতাদা বা সাবজেক্ট বা উদ্দেশ্য হয় তবে কখনো কখনো এর ব্যতিক্রম হতে পারে। নিচে তা আলোচনা করা হলো।
জমিরগুলো যদি فعل এর পর হয় তাহলে تاكيد হয়।
যেমন-ضربت انا و سعيد এখানে انا জমিরটি মারফুয়ে মুনফাসিল এবং এটি দ্বারা তাকিদ (تاكيد)বোঝানো হয়েছে। তবে هما, هم, هن এই জমির গুলো ফেয়েলের পরে ফেয়েলের সাথে মিলে আসলে সাধারণত مفعول به হয়।
যেমন-ضربتهما এখানে هما জমিরটি ফেয়েলের পরে এসে ফেয়েলের সাথে মিলে এসেছে।
আবার কখনো কখনো এই জমিরগুলো خبر হয় যেমন- من انت এখানে من শব্দটি মুবতাদা আর انت জমির টি খবর হয়েছে।
আবার কখনো কখনো এই জমিরগুলো ফায়েল হয়।
যেমন-ما ضربك إلا انا এখানে انا জমিরটি ضرب এর ফায়েল হয়েছে।
আবার কখনো কখনো এই জমিরগুলো নায়েবে ফায়েলও হতে পারে।যেমন- ما ضرب إلا انا এখানে ضرب (দুরিবা) ফেয়েলটি ফেলে মাজহুল আর انا টি তার নায়েবে ফায়েল হয়েছে।
আশা করি আরবি ব্যাকরণ এর গুরুত্বপূর্ণ বিষয় জমির বা সর্বনাগুলো আপরা বুঝতে পারছেন। তবে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। অথবা আপনাদের পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন।
আমাদের ব্লগে কেউ লেখা লেখি করতে চাইলে লিখতে পারেন। আমরা এর জন্য কিছু পারিশ্রমিক এর ব্যবস্থা করব ইন শা আল্লাহ।
এছাড়াও আরবি ব্যাকরণ সম্পর্কে জানতে আমাদের ব্লগ ভিজিট করুন অথবা আমাদের ইউটিউব চ্যানেল Fakhrul Academy ভিজিট করুন। আপনাদের পরামর্শ দিয়ে আমাদের সহায়তা করুন।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য
কোন মন্তব্য নেই