ভাইভা অভিজ্ঞতা : ১৬ তম শিক্ষক নিবন্ধন NTRCA

ভাইভা অভিজ্ঞতা : ১৬ তম শিক্ষক নিবন্ধন NTRCA

ভাইভা পরীক্ষার প্রস্তুতি


আসসালামু আলাইকুম!  প্রিয় ইনফোবিডি২৬৬!  আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে আমার বাস্তব জীবনের একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি। এটি আমার জীবনের প্রথম চাকরির ভাইভা পরীক্ষা ছিল।


ভাইভা পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিবেন

আমি ভাইভা পরীক্ষার জন্য বলতে গেলে কোনো প্রস্তুতি নিতে পারিনি। তবে শেষ মূহুর্তে এসে নিজের সম্পর্কে আরবি ও ইংরেজিতে কিছু বলার প্রস্তুতি নিয়েছিলাম। আর ভাইভার এডমিট কার্ড আগে প্রিন্ট করিনি তাই আরেক বিপদে পড়েছিলাম। পরীক্ষার দিন সকালে সব দোকান বন্ধ ছিল। NTRCA অফিসের আশে পাশে আমার জানা কোনো প্রিন্টিং এর দোকান ছিল না।

 যার কারণে আমাকে ১০ মিনিটের মধ্যে মগবাজার গিয়ে ভাইভা এডমিট কার্ড প্রিন্ট করে আনতে হয়েছে। এসে আবার বোর্ড নাম্বার খুঁজতে ভুলে গিয়েছিলাম। মূলত একটু অমনোযোগী হওয়াতে একের পর এক ভুল হয়েছে।  তাছাড়া একটা টেনশন বা চাপ কাজ করেছে। তাই সবার উচিৎ সব কাগজপত্র অন্তত একদিন আগেই গুছিয়ে নেয়া।


ভাইভা পরীক্ষায় কি কি কাগজপত্র নিতে হবে

আপনার এডমিট কার্ডে যে সব কাগজপত্রের কথা উল্লেখ থাকবে শুধু এগুলো নিলেই হবে। অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন নেই। আমার সার্টিফিকেট, মার্কশীট আর জাতীয় পরিচয়পত্র নেয়ার কথা ছিল। আমি এগুলোই নিয়েছে। তবে তারা মার্কশীট দেখেনি। আর পকেটে একটি কলম নিতে ভুলবেন না।


১৬তম জুনিয়র মৌলোভী পদের ভাইভা বোর্ডে কতজন পরীক্ষক থাকে


আমার ভাইভার পরীক্ষার সময় তিনজন লোক ছিলেন। একজন শুধু সার্টিফিকেট গুলো যাচাই করছিলেন। আর দুজন প্রশ্ন করছিলেন। ভাইভা মূলত রোল নাম্বার অনুযায়ী নেয়া হয়। আপনার রোল নাম্বার অনুযায়ী এন্ট্রি করা হবে। তারপর নাম বা রোল নাম্বার বলে ডাকা হয়।


১৬তমআমিঃ আসসালামু আলাইকুম 

প্রধান স্যারঃ (ড.মাহবুবুল করিম) ওয়ালাইকুম সালাম। বসুন।

আমিঃ ধন্যবাদ স্যার।

স্যারঃ কাগজপত্র সামনের দিন।

অন্য স্যারঃ আপনি কোথায় পড়াশোনা করেছেন।

আমিঃ স্যার, আমি দাখিল ও আলিম শ্রীচাঈল মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় পড়েছি। মাঝে পড়াশোনার গ্যাপ ছিল।এখন ঢাকা আলিয়াতে প্রাইভেটে ফাজিল পড়ছি। 

স্যারঃ এটা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে? আপনি কি অনার্স করছেন?

আমিঃ জ্বি স্যার, আমি ফাজিল ডিগ্রি করছি।

স্যারঃ আচ্ছা, আপনি তো দাড়ি রেখেছেন।  দাড়ি কেন রাখলেন?

আমিঃ স্যার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য তাঁর সুন্নত হিসেবে রেখেছি।

স্যারঃ আচ্ছা, দাড়ি কতটুকু রাখা সুন্নত?

আমিঃস্যার, আমি যতটুকু জানি, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা সুন্নাত। 

স্যারঃ দাড়ি সম্পর্কে একটি হাদিস বলুন।

আমিঃ- স্যার, আন্তরিক ভাবে দূঃখিত। এই মূহুর্তে হাদিসটি মনে আসছে না।

স্যারঃ আচ্ছা, আপনার নাম কি?

আমিঃ মুহাম্মাদ ফখরুল ইসলাম। 

স্যারঃ নামের অর্থ কি?

আমিঃ ইসলামের গৌরব বা অহঙ্কার। 

প্রধান স্যারঃ আচ্ছা,  আপনার নামের অর্থ তো ইসলামের অহংকার। খুব সুন্দর অর্থ। তাহলে আপনি ইসলামের জন্য এমন কোনো কাজ করেছেন যা আপনার নাম কে রিপ্রেজেন্ট করে?

আমিঃ স্যার, তেমন কিছু করার সুযোগ হয়নি। তবে আমি ইউটিউবে আরবি ব্যাকরণ নিয়ে টিউটোরিয়াল তৈরি করছি। যা প্রায় ৮ লাখ মানুষ দেখেছে। যদি শিক্ষা ক্ষেত্রে যেতে পারি ইন শা আল্লাহ আরো কিছু করার চেষ্টা করব।

প্রধান স্যারঃ তাই! খুব সুন্দর কাজ। আচ্ছা, ইসলাম কি কি অন্তর্ভুক্ত করে?

আমিঃ- স্যার, প্রশ্নটি বুঝতে পারিনি। 

প্রধাম স্যারঃ ইসলামে কি কি রয়েছে।বা ইসলাম পূর্ণাঙ্গ কীভাবে? 

আমিঃ স্যার, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামে সব সমস্যার সমাধান স্পষ্ট ভাবে দেয়া আছে। যেমন, প্রতিটি মানুষের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন ইত্যাদি যে কোনো ক্ষেত্রে চলার পথে সব রকম সমস্যার সমাধান ইসলাম ধর্মে আছে।

স্যারঃ কোন খলফার যুগে সবচেয়ে বেশি ইসলামী সাম্রাজ্য অন্তর্ভুক্ত হয়েছে?

আমিঃ হজরত উমর ফারুক রাঃ এর যুগে।

স্যারঃ পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি?

আমিঃ মদিনা সনদ,

স্যারঃ মদিনা সনদে কয়টি ধারা রয়েছে।

আমিঃ স্যার ৫৩টি ধারা আছে।

স্যারঃ ভালো হয়েছে। তুমি যেতে পারো।

আমিঃ ধন্যবাদ স্যার, বলেই কাগজপত্র নিয়ে প্রস্থান করলাম।



আপনারা যদি কেউ আমাদের ব্লগে লেখা পাঠাতে চান তাহলে কমেন্ট করুন। আমরা আপনার লেখার মানভেদে প্রতিটি লেখার জন্য ৫-৫০৳ পর্যন্ত সম্মানী দিয়ে থাকি।ফলে আপনি মাসে মোটামুটি একটি অংকের আয় করতে পারবেন সাথে লেখা লেখিতে দক্ষতা অর্জন করতে পারেন।





1 টি মন্তব্য:

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.