ওভারিয়ান সিস্ট হওয়ার কারন: কেন হয় ও প্রতিকার ও প্রতিরোধের উপায়
ওভারিয়ান সিস্ট হওয়ার কারন: কেন হয় ও প্রতিকার ও প্রতিরোধের উপায়
নারীদের সাধারণত অনেক ধরনের সমস্যা বা রোগ হয়ে থাকে, এদের মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে ওভারি বা ডিম্বাশয়ের রোগ।আমাদের দেশের অনেক নারীই এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। সিস্ট ও ক্যান্সার এক নয়। অনেকেই সিস্ট হলে খুব বেশি ভয় পেয়ে যান,অনেকেই ভেবে থাকেন সিস্ট ও ক্যান্সার এক রকম।যদিও প্রথমিক ভাবে এটা ভয়ের কিছু না হলেও পরবর্তীতে এটা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। তবে গবেষণায় দেখা গেছে ৯৫ ভাগ ওভারিয়ান সিস্ট ক্যান্সার রোগের কারন নয়।
ওভারিয়ান সিস্টের কারন
★দেহে হরমোনজনিত ভারসাম্যহীনতা থাকলে।
★শরীরে ওজন বেশি হলে।
★বংশগত কারনে ওভারিতে সিস্ট হতে পারে।
★ডিম্বাশয় থেকে ডিম না ফুটলে অথবা ডিম ফোটার পর ও ফলিকলগুলো চুপসে না গেলে।
ওভারিয়ান সিস্টের লক্ষণ কি কি
★মাসিকের আগে তলপেটে ব্যথা।
★মাসিকের সময় তলপেটে অতিরিক্ত ব্যথা।
★মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত বা বার বার মাসিক হওয়া।
★মাসিকের সময় বমি বমি ভাব বা বমি হওয়া।
★ওজন বেড়ে যাওয়া।
★দীর্ঘদিন যাবৎ বাচ্চা না হওয়া।
ওভারিয়ান সিস্ট রোগ নির্ণয় কীভাবে করা হয়
সিস্ট নির্ণয়ে আল্ট্রাসনোগ্রাম করা হয়।এছাড়া এমআরআই, হরমোনের মাত্রা পরীক্ষা করা এবং ল্যাপারোস্কোপি পরীক্ষাও করা হয়।
ওভারিয়ান সিস্ট রোগের চিকিৎসা কি
★অধিকাংশ সিস্ট এমনিতেই ভালো হয়ে যায়।তেমন কোন চিকিৎসার দরকার হয় না।
★মাসিক বন্ধ হয়ে যাবার পরে মহিলাদের এই সমস্যা দেখা দিলে তা গুরুত্বের সাথে নিতে হবে।কেননা সেক্ষেত্রে ক্যান্সারের সম্ভাবনা থাকে।
★যে সব মহিলাদের হরমোনের কারনে বিশেষ করে থাইরয়েড হরমোনের স্বল্পতা রয়েছে তাদের হরমোন থেরাপি দিতে হবে।
★আমরা মনে করি বা সাধারণ ব্যথায় প্যারাসিটামল বা ক্লোফেনাক জাতীয় ঔষধ খাওয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।ঘন ঘন এই সমস্যা হলে অথবা সিস্ট বড় হয়ে গেলে সার্জারির দরকার হবে।
ওভারিয়ান সিস্ট রোগের প্রতিকার বা প্রতিরোধের উপায়
★ওজন যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখা।
★নিজ উদ্যোগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা।
★যদি বংশে কারও এ সমস্যা থাকে তাহলে ঝুঁকি বেশি থাকে।সেক্ষেত্রে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে।
★সন্তান গ্রহনের সময়ে যথাসম্ভব সচেতন থাকতে হবে।
কোন মন্তব্য নেই