প্লেটোর সংক্ষিপ্ত জীবনী : জাতীয় বিশ্ববিদ্যালয় ছোট প্রশ্ন
সংক্ষিপ্ত প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়।
প্লেটো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
গ্রিক ও ল্যাটিন ভাষায় রচিত সাহিত্যতত্ত্ব কে গ্রিক রোমান সাহিত্যতত্ত্ব বলে।গ্রিসেই প্রথম দার্শনিক চিন্তার শৃঙ্খলাবদ্ধ পরম্পরা গড়ে ওঠে।শিল্প চিন্তা ছিলো সেই পরম্পরারই অন্তর্গত। বিশ্বখ্যাত গ্রিক দার্শনিক প্লেটোর জন্ম এথেন্সের এক অভিজাত পরিবারে।প্লেটোর সঠিক জন্ম তারিখ জানা না গেলেও তিনি যে খ্রিস্টপূর্ব ৪২৮ থেকে ৩৪৮ অব্দ পর্যন্ত প্রায় আশি বছর বেঁচে ছিলেন তা আজ সর্বজনস্বীকৃত।
তাঁর পিতার নাম এ্যারিস্টন এবং মায়ের নাম পেরেকটিয়ন।তাঁর অন্যতম পরিচয় তিনি ছিলেন সক্রেটিসের ছাত্র এবং এরিস্টটলের শিক্ষক।প্রায় বিশ বছর তিনি সক্রেটিসের কাছে শিক্ষা গ্রহন করেন।প্লেটো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হয়ে দর্শনচর্চায় আত্মনিয়োগ করেন।সক্রেটিসের মৃত্যুর পর প্লেটো কিছুদিন সহপাঠী ইউরিক্লিডের সঙ্গে মেগারায় কাটান।সেই সময় তিনি পারমেনিদেসের চিন্তাধারার সঙ্গে সম্পর্কিত এবং এর দ্বারা প্রভাবিত হন।
এরপর তিনি মিশর,ইতালি প্রভৃতি দেশ ভ্রমণ করে সিসিলিতে যান।প্রায় দশ বছর পর তিনি এথেন্সে ফিরে আসেন।ইতোমধ্যে তাঁর পান্ডিত্যের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থান থেকে বহু শিক্ষার্থী এসে জড়ো হতে থাকে।
খ্রিস্টপূর্ব ৩৮৭ অব্দে অর্থাৎ ৪১ বছর বয়সে এথেন্সে উদ্যান কিনে নিজ শিক্ষালয় 'একাডেমি' প্রতিষ্ঠা করেন।তিনি আমৃত্যু এই একাডেমিতেই কাটান।এখানে তাঁর মূল কাজ ছিলো অধ্যাপনা এবং গ্রন্থ রচনা।এথেন্সে একাডেমি প্রতিষ্ঠার পর তিনি মাত্র দু'বার সিরাকিউস ভ্রমণ করেন।বাকি সময় তিনি তার একাডেমিতেই জ্ঞানচর্চায় আত্মনিয়োগ করেন।জ্ঞানচর্চায় ক্রমে প্লেটো বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ পন্ডিত হিসেবে পরিচিত ও প্রতিষ্ঠা পান,যা আজও অব্যাহত আছে।তার জ্ঞান ও মনীষা 'প্লেটোর দর্শন ' হিসেবে বিশ্বে সুপ্রতিষ্ঠিত। তিনি বহু গ্রন্থ রচনা করেছেন।
একটি বিশেষ ভঙ্গিতে প্লেটো তাঁর বক্তব্য উপস্থাপন করেছেন।এই বিশেষ ভঙ্গি হলো কথোপকথন বা সংলাপ।কথোপকথনের মাধ্যমে তিনি তার বক্তব্য পাঠিকের কাছে তুলে ধরেছেন।কথোপকথন, সংলাপ বা প্রশ্নোত্তরের সাহায্যে তিনি বৈজ্ঞানিক সত্যাসত্য নির্ণয়ে সার্থক হয়েছেন।
প্লেটোর এই ভাবনা-চিন্তার ফসল তাঁর রচিত গ্রন্থগুলি।চিন্তার গভীরতা ও ব্যাপকতা এবং তাঁর রচনাভঙ্গির মাধুর্য ও বৈশিষ্ট্যে তাঁর রচিত গ্রন্থগুলি বিশ্বসাহিত্যে অমূল্য সম্পদ হয়ে আছে।প্লেটোর বিখ্যাত গ্রন্থগুলি হচ্ছেঃ-
- ★এপলোজি (Apology)
- ★কার্মিডীয়(Charmides)
- ★ক্রাইটো(Crito)
- ★প্রটাগোরাস(Protagoras)
- ★আয়ন(Ion)
- ★ফীডরাস(Phaedrus)
- ★গর্জিয়াস(Gorgias)
- ★মেনো(Meno)
- ★থীয়েটিটাস(Theotetus)
- ★সফিস্ট(Sophist)
- ★পার্মেনিডীস(Parmenidis)
- ★সিমপোসিয়াম(Symposium)
- ★ফীডো(Phaedo)
- ★ফিলিবাস(Philebus)
- ★রিপাবলিক (Republic)
- ★টাইমীয়াস(Timaeus)
- ★ক্রিটিয়াস(Critias)
- ★ল'য(Laws)
পরিশেষে বলা যায় যে, প্লেটো ছিলেন ভাববাদী দার্শনিক। তাঁর দার্শনিক চিন্তাই তাকে এতদূর এগিয়ে নিয়ে এসেছে।
কোন মন্তব্য নেই