সাবজেক্ট রিভিউ : অপরাধ বিজ্ঞান বিভাগ ক্রিমিনোলোজি
সাবজেক্ট রিভিউ : অপরাধ বিজ্ঞান বিভাগ ক্রিমিনোলোজি
অপরাধ বিজ্ঞান বিভাগে কেন পড়বেন
এই বিষয়টি নেওয়ার সময় আমাদের অনেকের ই ধারণা থাকে ছোটবেলা থেকে আমাদের পড়া গোয়েন্দা গল্প বা রহস্য উদঘাটনের প্রাতিষ্ঠানিক রূপ হচ্ছে অপরাধ বিজ্ঞান। মূলত আমাদের এই ধারণাটি একটু ভুল। তাহলে দেখা যাক অপরাধ বিজ্ঞান বিষয়টি আসলে কি?
অপরাধ বিজ্ঞান বিভাগ সোশ্যাল সাইন্স ফ্যাকাল্টির অন্তর্ভুক্ত একটি বিষয়। প্রথমে যদি একাডেমিক কথা আলোচনা করি, তাহলে সর্বপ্রথম যে বিষয়টি তোমাদের জানতে হবে তা হল এই সাবজেক্টটি একটি মাল্টি ডাইভার্স সাবজেক্ট। এবং আমাদের সেমিস্টার পদ্ধতি অর্থাৎ তোমাদেরকে অনার্স শেষ করার জন্য ৮টি সেমিস্টার পড়তে হবে। এখন এই ৮ সেমিস্টার নিয়ে আলোচনা করি। প্রথমেই যেহেতু বললাম মাল্টি ডাইভার্স সাবজেক্ট সেহেতু এখানে পড়াশোনার চাপ একটু বেশি। বিভিন্ন ধরণের কোর্স রয়েছে আমাদের প্রতি সেমিস্টারে। প্রতিটি কোর্স ই ভিন্ন ভিন্ন।
ক্রিমিনোলোজিতে কি কি পড়ানো হয়
যেহেতু ডিপার্টমেন্ট এর নাম ক্রিমিনোলজি সেহেতু ক্রিমিনোলজি সম্পর্কে তো অবশ্যই পড়তে হবে, তার সাথে সাথে সোশিওলজি, ল, সাইকোলজি, পুলিশিং, বাংলাদেশ কালচার, ক্রিমিনাল ইনভেস্টিগেশন, ক্রিমিনাল জাস্টিস সহ আরো বিভিন্ন ধরণের কোর্স থাকবে মোট ৮টি সেমিস্টারে। এছাড়াও নন ক্রেডিট কোর্স (অর্থাৎ এই কোর্সের মার্ক তোমার সিজিতে কাউন্ট হবেনা) হিসেবে ম্যাথ, ইকোনমিকস থাকবে। সব কথার আসল কথা আমাদের পুরো একাডেমিক সিস্টেম ইংরেজিতে। তোমাকে ইংরেজিতে পড়তে হবে, ইংরেজিতে লিখতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। পড়াশোনা শুরু করলে নিজেরাই বুঝে যাবে।
ঢাবি ক্রিমিনোলোজি বিভাগ
অনেকক্ষণ তো একাডেমিক কথা আলোচনা করলাম। এবার ডিপার্টমেন্ট সম্পর্কে একটু বলি। সোশ্যাল সাইন্স বিল্ডিংয়ের ৮ তলায় আমাদের অফিস এবং ক্লাসরুম রয়েছে। আমাদের আরো একটি আকর্ষণীয় ক্লাসরুম রয়েছে লেকচার থিয়েটারে। ভর্তি হবার আগে যখন নেট সার্চ করি মোটামুটি সবাই এই ক্লাসরুম এর ছবিটা দেখে নেই। এছাড়াও রয়েছে সেমিনার রুম যেখানে বসে তুমি পড়তে পারবে। আমাদের একাডেমিক কার্যক্রম ছাড়াও অনেক ধরণের প্রোগ্রাম হয়। যেমন বিভিন্ন ধরণের ন্যাশনাল ইন্টারনেশনাল কনফারেন্স হয়, পিকনিক হয়, কালচারাল প্রোগ্রাম হয়।
অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক
আমাদের সবথেকে বড় পাওয়ার হল আমাদের শিক্ষকবৃন্দ। আমাদের শিক্ষকবৃন্দ অত্যন্ত আন্তরিক। আমাদের সিনিয়র যে কয়টি ব্যাচ আছে প্রত্যেক ভাইয়া আপু যথেষ্ট আন্তরিক। যখন ই কোনো সাহায্য প্রয়োজন হয়েছে সাথে সাথে সহোযোগিতা পেয়েছি। আমাদের এই জিনিসটি পাওয়ার বেশি সৌভাগ্য হয় যখন আমরা কোনো সেমিনার বা প্রোগ্রাম এটেন্ড করি।
অভারঅল বলা যায়, ক্রিমিনোলজি ঢাকা বিশ্ববিদ্যালয় এর নতুন ডিপার্টমেন্ট। সেই তুলনায় অনেক দ্রুতই ডিপার্টমেন্ট আগাচ্ছে। নেগেটিভ রিভিউ অনেকেই দিতে চাবে। নেগেটিভ রিভিউর কথা যদি বলি তাহলে বলব যে আমাদের মেক্সিমাম স্টুডেন্ট এর অভিযোগ থাকে অনেক পড়া। সেক্ষেত্রে নিজেদের দোষ ও একটু থাকে যে আমরা সময়মত কোনোকিছু শেষ করিনা। পরীক্ষার আগের রাতে বসতে চাই। তখন ই এমন মনে হয়।
৮ম ব্যাচ এর ছোট ভাই-বোনেরা যারা ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট এ ভর্তি হবে তাদেরকে স্বাগতম। দেখা হচ্ছে ক্যাম্পাসে।
নাফিসা ইসলাম তুলতুল
অপরাধ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যাল
কোন মন্তব্য নেই