আরবি সাহিত্য সমালোচনা : সাহিত্য সমালোচনা কাকে বলে সাহিত্য সমালোচনার কাজ কি

আরবি সাহিত্য সমালোচনা : সাহিত্য সমালোচনা কাকে বলে সাহিত্য সমালোচনার কাজ কি

আরবি সাহিত্য সমালোচনা : সাহিত্য সমালোচনা কাকে বলে সাহিত্য সমালোচনার কাজ কি



 ما هو النقد الأدبي ثم بين وظائف النقد الأدبي.
নকদে আদাবি কি ও তার কাজ কি?

উত্তরঃ- 

النقد الادبى

النقد الادبى দুইটি শব্দের সমন্বয়ে গঠিত।

الادبى শব্দটি ادب শব্দ থেকে এসেছে।

আর 

ادب শব্দের সুন্দর সংজ্ঞা হলো, 

জীবন কিংবা জীবনের কোনো অংশ সম্পর্কে দারুন বর্ণনা ও নিপুণ অভিব্যক্তি। 

আর نقد শব্দটি সাধারণত عيب তথা দোষ অর্থে ব্যবহৃত হয়। যেমন আবু দারদা বর্ণিত হাদিসে আছে,

إن نقدت الناس نقدوك وإن تركتهم تركوك 

( যদি তুমি মানুষের দোষ ধরা,/ সমালোচনা কর, তারাও তোমার দোষ ধরবে। আর যদি তাদের ছেড়ে দাও, পিছু না পড়, তারাও তোমার পিছু পড়বে না। ) 

এখানে نقد শব্দটি দোষ ধরার অর্থে ব্যবহৃত হয়েছে।


এর চেয়ে ব্যপক অর্থেও শব্দটির ব্যবহার হয়। সেটা এ রকম,

' কোনো জিনিসকে মূল্যায়ন করা এবং তা ভালো কি খারাপ তা যাচাই করা।'

এ অর্থটি শব্দের বূৎপত্তির সম্পৃক্ত। কারণ, এর মূল অর্থ , দেরহামের ভালো খারাপ যাচাই করা। আর সাহিত্যে নকদ অর্থ,

সাহিত্য কণিকা যাচাই করা এবং তার ভাল খারাপ দিক নির্ণয় করা। 

এই বিবেচনায় এটা تقريظ এর বিপরীত। কারণ, تقريظ অর্থ কোনো বস্তু কিংবা ব্যক্তির প্রশংসা করা। আর এই শব্দটি নেওয়া হয়েছে قرظ الجلد থেকে, তার অর্থ হলো, চামড়া প্রসেসিং করা। আর আধুনিক অনেক সাহিত্যিক এই শব্দ ব্যবহার করেছেন, যেমন আজকাল অনেক জর্নালে দেখা যায় باب النقد والتقريظ অর্থাৎ সাহিত্যকর্মের ভালো ও খারাপ দিক বিবেচনার অধ্যায় ‌। মোট কথা সাহিত্যকর্মের ভালো দিক নির্ণয় করাই হলো এর কাজ।


শৈল্পিক দৃষ্টিভঙ্গিতে এর সংজ্ঞা হলো, 

শিল্পকর্মের বিচার এবং শিল্পে তার স্তর ও মূল্য নির্ধারণ এবং তার অবস্থান জানা। সেই শিল্পকর্ম সাহিত্যকর্ম, চিত্রকর্ম, প্রত্নতত্ত কিংবা সঙ্গীত ইত্যাদি হতে পারে।


الذوق: সাহিত্য রুচি

এটা এক প্রকার যোগ্যতা। এই যোগ্যতা দিয়ে সাহিত্য কর্মের বিচার করা যায়। এটা গড়পরতা কোনো যোগ্যতা নয়, বরং তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও প্রখর অনুভূতিসহ অনেক কিছুর মিশেলে এটি তৈরি হয়। 


الغرض: উদ্দেশ্য

কিছু নিয়ম জানা যার উপর নির্ভর করে নানা সাহিত্য— কণিকা, তার ভালো-খারাপ যাচাই করার ক্ষমতা /যোগ্যতা অর্জন করা। আ৷ তা যদি ভালো বা খারাপ হয়, তাহলে তার মান কি, কার নির্ণয় করার জ্ঞান অর্জনই 'নকদ' এর উদ্দেশ্য। এবং কিছু উপায় ও উপকরণ জানা যা আমাদের যে কোনো সাহিত্যকর্মের মূল্যায়নে সক্ষম করে তুলে।


وظيفة النقد الأدبي : সাহিত্যসমালোচনার কাজ


সাহিত্যসমালোচনা মূলত মানবসমাজ নিয়ে কাজ করে। এটি বেশ কিছু উপকারী কাজ করে থাকে।

১. تفسير العمل الأدبي وتقديمه  সাহিত্যকর্মের ব্যাখা ও মূল্যায়ন

সাহিত্যকর্ম গভীর ও জটিল হয়, ব্যাখা ও বিশ্লেষণের দরকার পড়ে। কারণ সাহিত্যকর্মের নানা চিত্রকল্প, উপমা, উৎপেক্ষা ইত্যাদি সাধারণ পাঠকের চোখে ঠিক ধরা পড়েনা। কেবল বিশেষজ্ঞ ব্যক্তি ও অগ্রসর পাঠকের কাছে এসব ধরা পড়ে। 

আর এখানেই সমালোচকের কাজ । সমালোচনাক অস্পষ্ট জায়গাগুলো বিশ্লেষণ করেন, সম্ভাব্য অর্থগুলো খোলাসা এবং লেখকের চিন্তা ব্যাখা করেন। 

এক কথায় সাহিত্যকর্মের বিশ্লেষণ হলো, অর্থ, চিন্তা, অনুভব অনুভূতি, চিত্রকল্প ইত্যাদির বিশ্লেষণ।'

২. সাহিত্যিকদের সহায়তাঃ

সাহিত্য সমালোচনা সাহিত্যিকদের ভুল ধরিয়ে দেয়, ভুল কাটিয়ে উঠায় তাদের সহায়তা করে এবং তাদের কাজের শিল্পমান উন্নত করার ক্ষেত্রে সহায়তা যোগায়। যে কোনো শ্রেণীর সাহিত্যিকগণ এই সাহিত্য সমালোচনা থেকে উপকৃত হতে পারেন। 

উঠতি বয়েসী তরুণ সাহিত্যিকগণের সাহিত্যসমালোচনার তীব্র প্রয়োজনীয়তা রয়েছে। কারন এই সাহিত্যসমালোচনায় তাদের লেখার মান যাচাই ও শুদ্ধিকরণে ব্যাপক ভূমিকা রাখে। তাদের ভুল ও দুর্বল দিক তুলে ধরে সর্বোপরি ভুল কাঠিয়ে সার্থক সাহিত্যকর্ম সৃজনে দক্ষ হয়ে উঠে এই সাহিত্যসমালোচনার মাধ্যমেই।

আবার প্রবীণ ও দক্ষ লেখকদের জন্য সাহিত্যসমালোচনা অতীব গুরুত্বপূর্ণ ও দরকারী। কারন কেবলমাত্র রাসূল ও নবীগণই ভুলের উধ্বে। অন্য সবার ভুল রয়েছে। তাই প্রবীণ সাহিত্যিকদেরও মাঝে মাঝে তাদের ভুল ও রচনার দুর্বল দিক দেখিয়ে দেওয়ার জন্য সাহিত্যসমালোচনার প্রয়োজন রয়েছে। এতে করে তাদের ঘোর কেটে যাবে।

৩. সাহিত্য ও সাহিত্য সমঝদারের সেবাঃ

সাহিত্যসমালোচনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাহিত্য ও সাহিত্য-সমঝদারদের উপকার করে। কারন সাহিত্যসমালোচকের রয়েছে প্রতিভা ও সংস্কৃতিজ্ঞান যা সাধারণ পাঠকের থাকেন। সাহিত্যসমালোচক যখন কোনো সাহিত্যকর্মের বিচার-বিশ্লেষণ করেন, তার সাধারণ পাঠকের সহজেই বোধগম্য হয়ে ওঠে। এতে তারা সহজেই সাহিত্যকর্মের স্বাদ পায়। শৈল্পিক সৌন্দর্য এ তাদের মন-মগজ অভিভূত হয়। তবে সাহিত্যসমালোচনা সবচেয়ে বড় যে কাজটা করে তা হলো, যে কোনো সাহিত্যকর্মের ভালো খারাপ দিক তুলে ধরে, প্রজন্মের পাঠরুচি, চিন্তা, বিশ্বাসকে সাহিত্যের খারাপ প্রভাব থেকে রক্ষা করে

কোন মন্তব্য নেই

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.