আরবি সাহিত্য সমালোচনা : একজন সাহিত্য সমালোকের কী কী গুণাবলি থাকা আবশ্যক

আরবি সাহিত্য সমালোচনা : একজন সাহিত্য সমালোকের কী কী গুণাবলি থাকা আবশ্যক


আরবি সাহিত্য সমালোচনা : একজন সাহিত্য সমালোকের কী কী গুণাবলি থাকা আবশ্যক


 عدد الصفات يجب ان بها الناقد.
একজন সাহিত্য সমালোচকের কি কি গুনাবলী থাকা দরকার?


সাহিত্য সমালোচকের গুণাবলি


সাহিত্যসমালোচনা একটি গুরুত্বপূর্ণ কর্ম, যা যে কোনো সাহিত্যকর্মের ভালো-খারাপ দিক তুলে ধরে। আর এই কাজের এক প্রভাব মানুষের মনে পড়ে। এই কাজ যে কারও পক্ষে সম্ভব নয়। এর জন্য নানা গুণাবলির দরকার পড়ে। তার কিছু তুলে ধরা হলো,

১. সমালোচনা প্রতিভা ও সাহিত্যরুচি:

 সমালোচনা-প্রতিভা আল্লাহ প্রদত্ত একটা গুণ ও যোগ্যতা। এর মাধ্যমে মানুষ যে কোনো জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ক্ষমতা অর্জন করে। তার সুক্ষ্ন দোষগুলো তুলে আনতে পারে এবং তার গোপন সৌন্দর্যও আবিষ্কার করতে পারে।

২. সংস্কৃতিমনস্কতা ও অভিজ্ঞতা: 

  • ক, সমালোচনা-সংস্কৃতি, 
  • খ.সাহিত্য সংশ্লিষ্ট সংস্কৃতি, 
  • গ. আলংকারিক সংস্কৃতি, 
  • ঘ. ভাষাগত সংস্কৃতি, 
  • ঙ, ইসলামি সংষ্কৃতি

৩. ন্যায়পরায়ণতা ও ভারসাম্যপূর্ণতা


একজন সাহিত্য সমালোচকের অবশ্যই ন্যায়পরায়ণ ও ভারসাম্যপূর্ণ মনের অধিকারী হতে হবে নয়ত সে পক্ষপাত্মূলক সমালোচনা করবে। 

কোন মন্তব্য নেই

Barcin থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.