সাবজেক্ট রিভিউ : FrenchLanguage&Culture (FLC)
সাবজেক্ট রিভিউ : French Language&Culture (FLC)
ফ্রেঞ্চ ল্যাংগুয়েজ এন্ড কালচার বা ফরাসি ভাষা ও সংস্কৃতি (FLC/এফ.এল.সি)। অনেকে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সাথে গুলিয়ে ফেলে।
যাই হোক এখানে আমি আমার বিভাগ নিয়ে কোনো রকম সাফাই গাইবো না।
ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগে কি কি পড়ানো হয়
যেহেতু নতুন বিভাগ তাই এই বিভাগে কি কি পড়ানো হয়, জীবিকা নির্বাহে এই বিভাগ কিভাবে সাহায্য করবে এবং সব শেষে এই বিভাগে অধ্যয়নের মাধ্যমে কিভাবে আপনি দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারবেন সে সম্পর্কে ধারনা দেওয়ার চেষ্টা করবো।
যারা ভাবছেন একটা বিদেশী ভাষায় কিভাবে অনার্স করানো হবে? ঠিক যেভাবে বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু এবং সংস্কৃত ভাষাতে অনার্স করানো হয়। আর যারা ভাবছেন ফরাসি বা ফ্রেঞ্চ ভাষা তো একদম নতুন আগে থেকে কিছুই জানি না তার পরও কিভাবে অনার্স করবো? আপনাকে ভাষা টা শিখানো হবে এবং এই ভাষায় একজন গ্রাজুয়েট হিসেবে আপনাকে তৈরি করা হবে।
ফরাসি ভাষা ও সংস্কৃতি, চীনা ভাষা ও সংস্কৃতি এবং জাপানিজ ভাষা ও সংস্কৃতি এই তিনটি বিভাগের পাঠদান পদ্ধতি প্রায় একই রকম।
২০১৫ সাথে আধুনিক ভাষা ইন্সটিটিউট এ প্রথমবারের মতো অনার্স চালু করা হয় “ESOL” এবং “FLC” দিয়ে। তার পরের বছর JLC এবং CLC নামে আরো দুইটি বিভাগ চালু হয়।
আমরা সকলেই জানি বর্তমান বিশ্বে ইংরেজি,ফরাসি,জাপানিজ এবং চীনা ভাষার গুরুত্ব কতটুকু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের করার জন্য এই ভাষায় স্নাতক চালু করা অনেক আগেই জরুরী ছিলো কিন্তু প্রয়োজনীয় শিক্ষক এবং কাঠামো ছিলো না বলে চালু হতে পারে নি। শুধুমাত্র ইংরেজি ভাষায় স্নাতক চালু ছিলো।
কি পড়ানো হয় এফ.এল.সি বিভাগে?
মূলত আপনাকে ফরাসি ভাষায় দক্ষ করে তুলবে এবং পশ্চিমা সংস্কৃতি, মানে ফরাসি সংস্কৃতি শিখানো হবে, ফরাসি সাহিত্যের সাথেও আপনাদের পরিচয় করানো হবে কারন সাহিত্য ছাড়া সংস্কৃতি, ভাষা এবং মানুষের জীবন ধারণ সম্পর্কে জানা যায় না।
ভাষা শিক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাষাবিজ্ঞান সম্পর্কে ধারনা থাকা। এই বিভাগে ভাষাবিজ্ঞান বা Linguistics সম্পর্কেও ধারনা দেওয়া হবে যার ফলে স্নাতক পরবর্তী সময়ে আপনি চাইলে ভাষা বিজ্ঞানেও স্নাতকোত্তর পড়তে পারবেন।
মোটামুটি এই সব বিষয় পাড়ানো হয় এই বিভাগে। এছাড়া আপনার ইংরেজি ভাষার ভিত মজবুত করার জন্য ইংরেজি ভাষার উপর দুটি কোর্স কারানো হবে। আর আমরা সকলেই জানি ফরাসি সাহিত্য এবং সংস্কৃতি অনেক উঁচু মানের। ইউরোপের অধিকাংশ সংস্কৃতির উৎস, হয় ফরাসি না হয় ইতালীয়।
ফরাসি ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষাগুলোর একটি যার ফলে ফরাসি ভাষা একটি আন্তর্জাতিক ভাষা। ফরাসি ভাষা শুধুমাত্র ফ্রান্সেই বলা হয় না, বেলজিয়াম, সুইজারল্যান্ড, মোনাকো, লুক্সেমবার্গ, কানাডা এবং আফ্রিকান অনেকগুলো দেশের রাষ্ট্রীয় ভাষা ফরাসি। আর ফরাসি পড়ার সময় বুঝতে পারবেন ইংরেজি ভাষার অনেক শব্দ ফরাসি ভাষা থেকে গিয়েছে।।
আশা করি এইটুকু যথেষ্ট এই ভাষার গুরুত্ব বুঝার জন্য।
এইবার আসি জীবিকা নির্বাহের জন্য এই ভাষায় গ্রাজুয়েট হয়ে আপনার কি কি ফায়দা হবে।
প্রথমত যেহেতু বিভাগ টি নতুন মাত্র ৩ টি স্নাতক ব্যাচ আছে এখনো পর্যন্ত তাই যদি সিজিপিএ ভালো রাখা যায় তাহলে খুব সহজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যাবে। আর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বিউপি তে এই ভাষার কোর্স থাকে বা শিখানো হয় কিন্তু পর্যাপ্ত শিক্ষক নেই।
আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের প্রতিটি জেলায় ভাষা শিক্ষা কেন্দ্র চালু করতে যাচ্ছেন শীঘ্রই এবং দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কেন্দ্র চালু করা হবে যেখানে ফরাসি ভাষা শিখানো হবে কিন্তু এখন এইসব ভাষা শিক্ষা কেন্দ্র চালু করতে পারছে না পর্যাপ্ত শিক্ষকের অভাবে। চীনা ভাষা এবং জাপানিজ ভাষার ক্ষেত্রে ও একই ঘটনা। তাই যাদের শিক্ষক হওয়ার ইচ্ছা আছে তারা সহজেই এইসব স্থানে শিক্ষকতা করতে পারবেন।
এছাড়া বর্তমানে দেশের পর্যটন শিল্প অনেক সম্ভাবনাময় একটি শিল্প, অনেক বিদেশী বাংলাদেশে ঘুরতে আসে তাই আপনি চাইলে সহযে পর্যটক গাইড হিসেবে কাজ করতে পারবেন।
তাছাড়া ইউরোপের অনেক দেশের সাথে বানিজ্যিক সম্পর্ক রয়েছে বাংলাদেশের। আর ইউরোপীয়রা সাধারনত বহুভাষিক হয় মানে অধিকাংশ লোক একাধিক ভাষা জানে আর যেহেতু ফরাসি ভাষার গুরুত্ব অনেক তাই অধিকাংশ লোক ফরাসি জানে, সুতরাং আপনি চাইলে দোভাষী হিসেবে কাজ করতে পারবেন এছাড়া আপনি যদি এমবিএ করেন তাহলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো হয়ত আপনাকে খুব সহজেই চাকুরী অফার করবে।
আর যেহেতু ফরাসি আফ্রিকা মহাদেশের লিঙুয়া ফ্রাংকা তাই শান্তি মিশনে ফরাসি ভাষা জানা দোভাষী প্রয়োজন হয়। সুতরাং ফরাসি জানলে আপনি সহজেই বাংলাদেশ আর্মিদের সাথে জাতিসংঘ শান্তি মিশনে কাজ করতে পারবেন।
আর যাদের বিদেশ যাওয়ার ইচ্ছা আছে তারা সহজেই পশ্চিমা দেশগুলো যেতে পারবেন। কানাডা,ফ্রান্স,সুইজারল্যান্ড,বেলজিয়াম, লুক্সেমবার্গ, মোনাকো ইত্যাদি।
যারা সাহিত্য নিয়ে কাজ করতে চান তাদের জন্য একটি দরজা খুলে যাবে ফরাসি জানার ফলে। আপনি চাইলে একজন অনুবাদক হতে পারবেন। ফরাসি সাহিত্যগুলো বাংলায় অনুবাদ করে বাংলা ভাষার অনুবাদ সাহিত্য সমৃদ্ধ করতে পারেন এবং জীবিকা নির্বাহের জন্য একটি বিশেষ সুযোগ।
আর সবশেষে বলবো, বাংলাদেশের জাতীয় চাকুরী বি.সি.এস এবং সরকারি ব্যংকের পরীক্ষাও আপনি দিতে পারবেন। কিছু ক্ষেত্রে হয়ত বিসিএস পরীক্ষায় বিদেশি ভাষা জানার ফলে কিছু সুবিধা পাবেন।
এইভাবেই আপনি ফরাসি ভাষা শিখে বাংলাদেশের কল্যানে কাজ করতে পারেন এবং দেশকে বিদেশের কাছে তুলে ধরতে পারেন।
আর কেউ ভুল বুঝবেন না যে ফরাসি ভাষাতে স্নাতক করার জন্য ইংরেজি ভাষায় আপনি দুর্বল হয়ে যাবেন বরং আপনার ইংরেজির ভিত আরো শক্ত হবে কারন ইংরেজি ভাষার উৎপত্তি জার্মান, ফরাসি এবং স্যাক্সসন ভাষা। তাই ফরাসি শিখতে গিয়ে ফরাসি থেকেও আপনি আরো বেশি ইংরেজি শিখবেন।
অনেকেই বুঝতে পারছে না যে এইসব ভাষার বিভাগ গুলোতে মূলত কি পড়ানো হয়। অনুজদের যাতে একটু উপকার হয় সেই উদ্দেশ্যে আমার এই লেখাটি। ধন্যবাদ সবাইকে।
Merci Tout le Monde
মোঃ শাখাওয়াত হোসেন সরকার(মিঠু)
প্রথম ব্যাচ,২০১৫-১৬
কোন মন্তব্য নেই